ETV Bharat / state

বিশেষ আদালত ফেরালেও রাজীবের আগাম জামিনের আবেদন শুনবে জেলা আদালত

রাজীব কুমারের আগাম জামিনের আবেদন ফেরাল বারাসতের বিশেষ আদালত ৷ তবে তাঁর আবেদন শুনবে বারাসত জেলা আদালত ৷ রাজীব কুমারের আইনজীবীরা জেলা জাজ শব্বর রশিদির এজলাসে আবেদন করেন ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 17, 2019, 11:11 AM IST

Updated : Sep 17, 2019, 4:03 PM IST

বারাসত, 17 সেপ্টেম্বর : রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শুনবে বারাসত জেলা আদালত ৷ দুপুর 2টোয় হবে শুনানি ৷ তবে এর আগে তাঁর আবেদন ফিরিয়ে দেয় বারাসতের বিশেষ আদালত ৷ বিচারক সঞ্জীব দারুকা জানিয়ে দেন, তাঁরা এই আবেদন গ্রহণ করতে পারবেন না ৷ কারণ এই আবেদন শোনার এক্তিয়ার তাঁদের নেই ৷

রাজীব কুমারের হয়ে লড়ছেন আইনজীবী দেবাশিস রায়, গোপাল হালদার, রতন ঝাঁ ও গৌরীশঙ্কর বল ৷ আজ বারাসত বিশেষ আদালতে পিটিশন দাখিল করেন রাজীবের আইনজীবী গৌরীশঙ্কর বল ৷ কিন্তু বিচারক সঞ্জীব দারুকা জানিয়ে দেন, তাঁরা এই আবেদন গ্রহণ করতে পারবেন না ৷ কারণ এই আবেদন শোনার এক্তিয়ার তাদের নেই ৷ এরপর রাজীবকুমারের আইনজীবীরা জেলা জাজ শব্বর রশিদির এজলাসে আবেদন করেন । বেলা ১২ টা নাগাদ মামলা শোনেন জেলা জাজ । রাজীবের আইনজীবীরা আগাম জামিন চান । তখন CBI-র আইনজীবী তার বিরোধিতা করেন । CBI-র আইনজীবী বিশেষ আদালতে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট চেয়েছিলেন । সেকথা জানার পর জেলা জাজ জানান, ওই নথি না দেখে কিছু রায় দেওয়া যাবে না ৷ সেই মতো আদালতের দ্বিতীয়ার্ধেই হবে শুনানি ।

আগাম জামিনের শুনানি শেষ। CBI এবং রাজীব কুমারের আইনজীবীর মধ্যে বিচার কক্ষের ভিতর তুমুল বাকবিতণ্ডা, বাধ্য হয়ে কক্ষ ছাড়লেন বিচারক সঞ্জীব দারুকা।

গতকাল সকাল সাড়ে 11টা নাগাদ নবান্নে যান CBI অফিসাররা । রাজ্যের মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন তাঁরা ৷ রবিবার ছুটি থাকায় মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে লেখা CBI-র চিঠি গ্রহণ করেনি নবান্ন ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : নবান্নে CBI অফিসাররা, চিঠি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে

CBI আধিকারিকরা রবিবার বিকেল সাড়ে 5টায় চারটি চিঠি নিয়ে নবান্নে যান । এর মধ্যে দুটি রাজ্য পুলিশের DG-র জন্য । অন্য দুটি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের জন্য । ছুটির দিন বলে নবান্নের তরফে চিঠিগুলি নিতে অস্বীকার করা হয় । পরে বিষয়টি জরুরি বলে আবেদন করায় DG-র চিঠিগুলি গ্রহণ করা হয় ৷ DG-কে লেখা দুটি চিঠির মধ্যে একটিতে রাজীব কুমারকে গতকাল দুটোর মধ্যে CGO কমপ্লেক্সে হাজির করানোর জন্য অনুরোধ করা হয়েছিল বলে সূত্রের খবর ।

বারাসত, 17 সেপ্টেম্বর : রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শুনবে বারাসত জেলা আদালত ৷ দুপুর 2টোয় হবে শুনানি ৷ তবে এর আগে তাঁর আবেদন ফিরিয়ে দেয় বারাসতের বিশেষ আদালত ৷ বিচারক সঞ্জীব দারুকা জানিয়ে দেন, তাঁরা এই আবেদন গ্রহণ করতে পারবেন না ৷ কারণ এই আবেদন শোনার এক্তিয়ার তাঁদের নেই ৷

রাজীব কুমারের হয়ে লড়ছেন আইনজীবী দেবাশিস রায়, গোপাল হালদার, রতন ঝাঁ ও গৌরীশঙ্কর বল ৷ আজ বারাসত বিশেষ আদালতে পিটিশন দাখিল করেন রাজীবের আইনজীবী গৌরীশঙ্কর বল ৷ কিন্তু বিচারক সঞ্জীব দারুকা জানিয়ে দেন, তাঁরা এই আবেদন গ্রহণ করতে পারবেন না ৷ কারণ এই আবেদন শোনার এক্তিয়ার তাদের নেই ৷ এরপর রাজীবকুমারের আইনজীবীরা জেলা জাজ শব্বর রশিদির এজলাসে আবেদন করেন । বেলা ১২ টা নাগাদ মামলা শোনেন জেলা জাজ । রাজীবের আইনজীবীরা আগাম জামিন চান । তখন CBI-র আইনজীবী তার বিরোধিতা করেন । CBI-র আইনজীবী বিশেষ আদালতে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট চেয়েছিলেন । সেকথা জানার পর জেলা জাজ জানান, ওই নথি না দেখে কিছু রায় দেওয়া যাবে না ৷ সেই মতো আদালতের দ্বিতীয়ার্ধেই হবে শুনানি ।

আগাম জামিনের শুনানি শেষ। CBI এবং রাজীব কুমারের আইনজীবীর মধ্যে বিচার কক্ষের ভিতর তুমুল বাকবিতণ্ডা, বাধ্য হয়ে কক্ষ ছাড়লেন বিচারক সঞ্জীব দারুকা।

গতকাল সকাল সাড়ে 11টা নাগাদ নবান্নে যান CBI অফিসাররা । রাজ্যের মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন তাঁরা ৷ রবিবার ছুটি থাকায় মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে লেখা CBI-র চিঠি গ্রহণ করেনি নবান্ন ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : নবান্নে CBI অফিসাররা, চিঠি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে

CBI আধিকারিকরা রবিবার বিকেল সাড়ে 5টায় চারটি চিঠি নিয়ে নবান্নে যান । এর মধ্যে দুটি রাজ্য পুলিশের DG-র জন্য । অন্য দুটি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের জন্য । ছুটির দিন বলে নবান্নের তরফে চিঠিগুলি নিতে অস্বীকার করা হয় । পরে বিষয়টি জরুরি বলে আবেদন করায় DG-র চিঠিগুলি গ্রহণ করা হয় ৷ DG-কে লেখা দুটি চিঠির মধ্যে একটিতে রাজীব কুমারকে গতকাল দুটোর মধ্যে CGO কমপ্লেক্সে হাজির করানোর জন্য অনুরোধ করা হয়েছিল বলে সূত্রের খবর ।

Jamshedpur (Jharkhand), Sep 17 (ANI): The wife of Tabrez Ansari, the man who was lynched in June, on Monday demanded the incorporation of Section 302 in the FIR lodged against his alleged murderers and threatened to commit suicide if her demand were not met. Ansari's wife Shahista Praveen along with her mother and uncle Moulana Masrur Aalam met the District Collector (DC) and the Superintendent of Police (SP) and demanded a copy of the postmortem examination and viscera report of the deceased. Ansari's wife Praveen threatened to kill herself if the government does not reinstate the murder charge against his alleged murderers. She said, "I will commit suicide if the murderers do not get punishment, and Section 302 is not slapped against them and they are not hanged to death." Praveen said the "world knows how he died" and alleged that the DC and the SP did not listen to them. "The world knows how he died. I visited the offices of DC and SP but no one is ready to listen to us. If justice is not done, I will kill myself either in DC or SP office," she said. Last week, the police dropped Section 302 of the IPC against in its chargesheet against 11 accused in the lynching case, saying that the murder case could not be made based on the findings of the post-mortem examination report. The police have charged the accused under Section 304 (culpable homicide not amounting to murder). Tabrez was assaulted by a mob on the suspicion of committing a theft in Kharsawan district of Jharkhand in June this year. After four days, he succumbed to his injuries at a hospital.
Last Updated : Sep 17, 2019, 4:03 PM IST

For All Latest Updates

TAGGED:

rajeev kumar
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.