ETV Bharat / state

BJP-কে প্রতিপক্ষ বলেও পালটি খেলেন জ্যোতিপ্রিয় - three

কয়েক ঘণ্টার ব্যবধানে নিজের বক্তব্য থেকে পুরোপুরি ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

author img

By

Published : Mar 9, 2019, 9:38 PM IST

মধ্য়মগ্রাম, ৯ মার্চ : কয়েক ঘণ্টার ব্যবধানে নিজের বক্তব্য থেকে পুরোপুরি ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। আজ দুপুরে দলের কোর কমিটির বৈঠকের পর তিনি বলেন, "উত্তর ২৪ পরগনা জেলার পাঁচটি লোকসভা আসনের মধ্যে তিনটি আসনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ BJP।" কিন্তু বিকেলে নিজের বক্তব্য থেকে সম্পূর্ণ সরে যান তিনি। বলেন, "কোনও সিটে BJP-র সঙ্গে লড়াই হবে না।"

আজ মধ্যমগ্রামে তৃণমূলের কোর কমিটির বৈঠকের আয়োজন করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর, দমদম ও বারাসত লোকসভার রণকৌশল কী হবে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অর্জুন সিং, নির্মল ঘোষ, পরেশ দত্ত, পার্থ ভৌমিক, শুভ্রাংশু রায় সহ অন্যরা।

কোর কমিটির বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "আমার হিসেব বলছে বারাসত, ব্যারাকপুর ও বসিরহাটে তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই হবে BJP-র। আর বনগাঁ ও দমদম লোকসভায় লড়াই হবে CPI(M)-এর সঙ্গে।" কিন্তু কয়েকঘণ্টা পরই নিজের বক্তব্যের ১৮০ ডিগ্রি ঘুরে যান তিনি। বলেন, "তৃণমূলের কেউ BJP-তে যাবে না। এই জেলায় প্রার্থী খুঁজে পাবে না। আমি বলছি, এই জেলায় কোন সিটে BJP-র সঙ্গে লড়াই হবে না। যদি কারও সঙ্গে লড়াই হয়, তাহলে তা CPI(M)-এর সঙ্গে হবে।"

মধ্য়মগ্রাম, ৯ মার্চ : কয়েক ঘণ্টার ব্যবধানে নিজের বক্তব্য থেকে পুরোপুরি ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। আজ দুপুরে দলের কোর কমিটির বৈঠকের পর তিনি বলেন, "উত্তর ২৪ পরগনা জেলার পাঁচটি লোকসভা আসনের মধ্যে তিনটি আসনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ BJP।" কিন্তু বিকেলে নিজের বক্তব্য থেকে সম্পূর্ণ সরে যান তিনি। বলেন, "কোনও সিটে BJP-র সঙ্গে লড়াই হবে না।"

আজ মধ্যমগ্রামে তৃণমূলের কোর কমিটির বৈঠকের আয়োজন করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর, দমদম ও বারাসত লোকসভার রণকৌশল কী হবে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অর্জুন সিং, নির্মল ঘোষ, পরেশ দত্ত, পার্থ ভৌমিক, শুভ্রাংশু রায় সহ অন্যরা।

কোর কমিটির বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "আমার হিসেব বলছে বারাসত, ব্যারাকপুর ও বসিরহাটে তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই হবে BJP-র। আর বনগাঁ ও দমদম লোকসভায় লড়াই হবে CPI(M)-এর সঙ্গে।" কিন্তু কয়েকঘণ্টা পরই নিজের বক্তব্যের ১৮০ ডিগ্রি ঘুরে যান তিনি। বলেন, "তৃণমূলের কেউ BJP-তে যাবে না। এই জেলায় প্রার্থী খুঁজে পাবে না। আমি বলছি, এই জেলায় কোন সিটে BJP-র সঙ্গে লড়াই হবে না। যদি কারও সঙ্গে লড়াই হয়, তাহলে তা CPI(M)-এর সঙ্গে হবে।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.