ETV Bharat / state

নুসরতকে সমর্থন জানাই, ভারতে ফতোয়া জারির অধিকার কারোর নেই : বাবুল - nusrat jahan

দেবশ্রী চৌধুরির পর এবার নুসরত জাহানের দাঁড়ালেন BJP নেতা বাবুল সুপ্রিয় ও কৈলাস বিজয়বর্গীয় ।

বাবুল সুপ্রিয়
author img

By

Published : Jun 30, 2019, 10:26 PM IST

Updated : Jun 30, 2019, 10:51 PM IST

বিধাননগর, 30 জুন : কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরে শপথ গ্রহণের জন্য মৌলবিদের রোষের মুখে পড়েছেন নব নির্বাচিত সাংসদ নুসরত জাহান । রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শে বিশ্বাসী হলেও ফতোয়া ইশুতে তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়েছেন BJP নেতারা । এর আগে নুসরতকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি । আর এবার পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

এই সংক্রান্ত আরও পড়ুন : ভিন ধর্মে বিয়ে, মৌলবিদের রোষের মুখে নুসরত

আজ বাবুল সুপ্রিয় নুসরতের সমর্থনে বলেন, "উনি জীবন উপভোগ করেছেন । আমি তাঁকে নতুন জীবনের শুভেচ্ছা জানাই । তাঁর বিরুদ্ধে যারা ফতোয়া জারি করেছে তাদের নিজেদের লজ্জা হওয়া উচিত । উনি খুব ভালো করেছেন । আমি ওঁর ফেসবুক ও টুইটারের উত্তরগুলো দেখেছি । আমি মনে করি এটা স্বাধীনচেতা মানসিকতার পরিচয় । এবং এরকমই হওয়া উচিত । যারা ফতোয়া দেয় তাদের গুরুত্ব দেওয়া উচিত নয় । আমি নুসরতকে সমর্থন জানাই । আমি মনে করি প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে । ভারতে কারোর ফতোয়া জারি করার অধিকার নেই ।"

ভিডিয়োয় দেখুন

এই সংক্রান্ত আরও পড়ুন : "এটা পাকিস্তান নয়", মৌলবিদের কটাক্ষ করে নুসরতের পাশে দেবশ্রী

অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় এই ইশুতে বলেন, "আমি মনে করি ফতোয়া জারি করা অন্যায় । সবারই নিজের মতো জীবনযাপনের অধিকার রয়েছে । কে কীভাবে জীবনযাপন করবে সেটা নিয়ন্ত্রণ করা যায় না ।"

বিধাননগর, 30 জুন : কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরে শপথ গ্রহণের জন্য মৌলবিদের রোষের মুখে পড়েছেন নব নির্বাচিত সাংসদ নুসরত জাহান । রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শে বিশ্বাসী হলেও ফতোয়া ইশুতে তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়েছেন BJP নেতারা । এর আগে নুসরতকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি । আর এবার পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

এই সংক্রান্ত আরও পড়ুন : ভিন ধর্মে বিয়ে, মৌলবিদের রোষের মুখে নুসরত

আজ বাবুল সুপ্রিয় নুসরতের সমর্থনে বলেন, "উনি জীবন উপভোগ করেছেন । আমি তাঁকে নতুন জীবনের শুভেচ্ছা জানাই । তাঁর বিরুদ্ধে যারা ফতোয়া জারি করেছে তাদের নিজেদের লজ্জা হওয়া উচিত । উনি খুব ভালো করেছেন । আমি ওঁর ফেসবুক ও টুইটারের উত্তরগুলো দেখেছি । আমি মনে করি এটা স্বাধীনচেতা মানসিকতার পরিচয় । এবং এরকমই হওয়া উচিত । যারা ফতোয়া দেয় তাদের গুরুত্ব দেওয়া উচিত নয় । আমি নুসরতকে সমর্থন জানাই । আমি মনে করি প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে । ভারতে কারোর ফতোয়া জারি করার অধিকার নেই ।"

ভিডিয়োয় দেখুন

এই সংক্রান্ত আরও পড়ুন : "এটা পাকিস্তান নয়", মৌলবিদের কটাক্ষ করে নুসরতের পাশে দেবশ্রী

অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় এই ইশুতে বলেন, "আমি মনে করি ফতোয়া জারি করা অন্যায় । সবারই নিজের মতো জীবনযাপনের অধিকার রয়েছে । কে কীভাবে জীবনযাপন করবে সেটা নিয়ন্ত্রণ করা যায় না ।"

Intro:

বিধাননগর, ৩০ জুন: দেওবন্দের ইমামের ফতোয়া প্রসঙ্গে অভিনেত্রী নুসরাত জাহান জৈনের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয়। গতকাল এই ইস্যুতে তার পাশে দাঁড়িয়েছিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

Body:আজ কলকাতা বিমানবন্দরে বাবুল সুপ্রিয় নুসরাতের সমর্থনে বলেন, " নুসরাত যেভাবে ফতোয়ার প্রত্যুত্তর দিয়েছে আমার ভাল লেগেছে। আমি ওকে সংসদে দেখেছি। আমি নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাই। যারা ফতোয়া দিচ্ছে তাদের নিজেদের প্রতি লজ্জা হওয়া উচিত। ও খুব ভাল করেছে। আমি ওর ফেসবুক এর টুইটারের বক্তব্য দেখেছি। এটা ওর ব্যক্তিগত জায়গা। তার নিজের মত করে চলা উচিত। যারা ফতোয়া দেয় তাদের গুরুত্ব দেওয়া উচিত নয়। নুসরাত কে আমি সমর্থন জানাই । ও কি পড়বে কিভাবে থাকবে সেটা ঠিক করা অধিকার আছে ওর"। কৈলাশ বিজয় বর্গীয় ফতোয়া দেওয়াকে অন্যায় ঘটনা আখ্যায়িত করেছেন। তিনি বলেন, " প্রত্যেক মানুষের নিজের জীবন নিজের মতো করে কাটানোর অধিকার রয়েছে ফতোয়া দিয়ে তাকে নিয়ন্ত্রিত করা যায় না"।

Conclusion:রাজনীতিতে দুই প্রান্তের মানুষ হলেও নুসরাত এর পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতারা। দুই ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিবাহকে ব্যক্তিগত জীবনের বিষয় বলে তাতে হস্তক্ষেপের বিরোধিতা করেছেন তারা। যদিও বিজেপি দলের নেতাদের অতীতে ভিন ধর্মের মানুষের মধ্যে সম্পর্ক কিংবা বিবাহকে লাভ জিহাদ আখ্যা দিয়ে গলা ফাটাতে দেখা গেছে।
Last Updated : Jun 30, 2019, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.