বিধাননগর, 30 জুন : কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরে শপথ গ্রহণের জন্য মৌলবিদের রোষের মুখে পড়েছেন নব নির্বাচিত সাংসদ নুসরত জাহান । রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শে বিশ্বাসী হলেও ফতোয়া ইশুতে তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়েছেন BJP নেতারা । এর আগে নুসরতকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি । আর এবার পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।
এই সংক্রান্ত আরও পড়ুন : ভিন ধর্মে বিয়ে, মৌলবিদের রোষের মুখে নুসরত
আজ বাবুল সুপ্রিয় নুসরতের সমর্থনে বলেন, "উনি জীবন উপভোগ করেছেন । আমি তাঁকে নতুন জীবনের শুভেচ্ছা জানাই । তাঁর বিরুদ্ধে যারা ফতোয়া জারি করেছে তাদের নিজেদের লজ্জা হওয়া উচিত । উনি খুব ভালো করেছেন । আমি ওঁর ফেসবুক ও টুইটারের উত্তরগুলো দেখেছি । আমি মনে করি এটা স্বাধীনচেতা মানসিকতার পরিচয় । এবং এরকমই হওয়া উচিত । যারা ফতোয়া দেয় তাদের গুরুত্ব দেওয়া উচিত নয় । আমি নুসরতকে সমর্থন জানাই । আমি মনে করি প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে । ভারতে কারোর ফতোয়া জারি করার অধিকার নেই ।"
এই সংক্রান্ত আরও পড়ুন : "এটা পাকিস্তান নয়", মৌলবিদের কটাক্ষ করে নুসরতের পাশে দেবশ্রী
অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় এই ইশুতে বলেন, "আমি মনে করি ফতোয়া জারি করা অন্যায় । সবারই নিজের মতো জীবনযাপনের অধিকার রয়েছে । কে কীভাবে জীবনযাপন করবে সেটা নিয়ন্ত্রণ করা যায় না ।"