বারাসত, 15 জুলাই : অনুপম সিংহ হত্যা মামলায় পিছিয়ে গেল রায়দান । আজ বারাসত ফাস্ট ট্র্যাক (ফোর্থ) কোর্টের বিচারক বৈষ্ণব সরকার রায়দান স্থগিত রাখেন । আগামী 25 জুলাই এই মামলার রায় দেওয়া হবে । সরকার পক্ষের আইনজীবী জানান, মামলার রায়দানের জন্য যে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়, তা এখনও সম্পন্ন হয়নি । সেকারণে আজ রায়দান স্থগিত রাখা হয়েছে ।
কোন পথে অনুপম সিংহ হত্যা মামলা, দেখে নেওয়া যাক :
2017 সালের 2 মে গভীর রাতে হৃদয়পুরে নিজের বাড়িতে খুন হন বেসরকারি সংস্থার কর্মী অনুপম সিংহ (34) । প্রথমে ধোঁয়াশা থাকলেও পরে স্পষ্ট হয়, অনুপম খুনের ঘটনায় জড়িত তাঁরই স্ত্রী মনুয়া মজুমদার ও প্রেমিক অজিত রায় ওরফে বুবাই । তদন্তে উঠে আসে, মনুয়া ও তার প্রেমিক অজিত খুনের পরিকল্পনা করে । পরিকল্পনা মাফিক অনুপমকে খুন করে অজিত । খুনের সময় অজিতকে মোবাইল ফোন অন রাখতে বলেছিল মনুয়া, যাতে ফোনের মাধ্যমে সে স্বামীর শেষ আর্তনাদ শুনতে পায় । খুনের সময় মনুয়া বারাসতে তার বাপের বাড়িতে ছিল ।
এই সংক্রান্ত খবর : আজ অনুপম হত্যা মামলার রায়
মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করে অনুপমকে খুন করা হয়েছিল । খুনি হিসেবে তাঁর স্ত্রীর প্রেমিক অজিতকে প্রাথমিকভাবে চিহ্নিত করতে পুলিশ সময় নেয় প্রায় দু'সপ্তাহ । এরপর 2017 সালের 16 মে বারাসত থানার পুলিশ মনুয়া ও অজিতকে গ্রেপ্তার করে ।
মাধ্যমিক অনুত্তীর্ণ অশোকনগর এলাকার বাসিন্দা অজিতের সঙ্গে দীর্ঘদিন ধরেই মনুয়ার সম্পর্ক ছিল । 2016 সালে মনুয়ার সঙ্গে বিয়ে হয় অনুপমের । কিন্তু তারপরও মনুয়া ও অজিতের পরকীয়া চলছিল । বিয়ের পরও মনুয়া বেশ কয়েকবার অজিতকে নিয়ে এসেছিল হৃদয়পুরের বাড়িতে । অনুপম বাড়িতে না থাকলেই হাজির হত অজিত । দীর্ঘক্ষণ অজিতের সঙ্গে ফোনেও কথা বলত মনুয়া । এনিয়ে মনুয়ার উপর সন্দেহ বাড়তে থাকে অনুপমের । পরকীয়ার বিষয়টি জানতে পারেন তিনি । এই নিয়ে অশান্তিও হয় । অভিযোগ, এরপরই অনুপমকে সরানোর পরিকল্পনা করে মনুয়া ও অজিত ।
এই সংক্রান্ত খবর : অপরাধীদের ফাঁসি চায় অনুপমের পরিবার
হত্যার 86 দিনের মাথায় চার্জশিট জমা দেন বারাসত থানার তদন্তকারীরা । তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ও ফরেন্সিক রিপোর্টও ছিল । 302 ও 120B ধারায় খুন ও ষড়যন্ত্রের মামলা চলে । 27 জনের সাক্ষ্য নেওয়া হয় । 469 পাতার চার্জশিটের পর আবার জমা পড়ে অতিরিক্ত চার্জশিট ।