ETV Bharat / state

পিছল মনুয়া মামলার রায়দান, শুনানি 25 জুলাই

পিছিয়ে গেল অনুপম সিংহ হত্যা মামলায় রায়দান । আগামী 25 জুলাই এই মামলার রায় দেবেন বিচারক ।

মনুয়া
author img

By

Published : Jul 15, 2019, 12:02 PM IST

Updated : Jul 15, 2019, 1:44 PM IST

বারাসত, 15 জুলাই : অনুপম সিংহ হত্যা মামলায় পিছিয়ে গেল রায়দান । আজ বারাসত ফাস্ট ট্র্যাক (ফোর্থ) কোর্টের বিচারক বৈষ্ণব সরকার রায়দান স্থগিত রাখেন । আগামী 25 জুলাই এই মামলার রায় দেওয়া হবে । সরকার পক্ষের আইনজীবী জানান, মামলার রায়দানের জন্য যে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়, তা এখনও সম্পন্ন হয়নি । সেকারণে আজ রায়দান স্থগিত রাখা হয়েছে ।


কোন পথে অনুপম সিংহ হত্যা মামলা, দেখে নেওয়া যাক :

2017 সালের 2 মে গভীর রাতে হৃদয়পুরে নিজের বাড়িতে খুন হন বেসরকারি সংস্থার কর্মী অনুপম সিংহ (34) । প্রথমে ধোঁয়াশা থাকলেও পরে স্পষ্ট হয়, অনুপম খুনের ঘটনায় জড়িত তাঁরই স্ত্রী মনুয়া মজুমদার ও প্রেমিক অজিত রায় ওরফে বুবাই । তদন্তে উঠে আসে, মনুয়া ও তার প্রেমিক অজিত খুনের পরিকল্পনা করে । পরিকল্পনা মাফিক অনুপমকে খুন করে অজিত । খুনের সময় অজিতকে মোবাইল ফোন অন রাখতে বলেছিল মনুয়া, যাতে ফোনের মাধ্যমে সে স্বামীর শেষ আর্তনাদ শুনতে পায় । খুনের সময় মনুয়া বারাসতে তার বাপের বাড়িতে ছিল ।

এই সংক্রান্ত খবর : আজ অনুপম হত্যা মামলার রায়

মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করে অনুপমকে খুন করা হয়েছিল । খুনি হিসেবে তাঁর স্ত্রীর প্রেমিক অজিতকে প্রাথমিকভাবে চিহ্নিত করতে পুলিশ সময় নেয় প্রায় দু'সপ্তাহ । এরপর 2017 সালের 16 মে বারাসত থানার পুলিশ মনুয়া ও অজিতকে গ্রেপ্তার করে ।

মনুয়া মামলার রায়দান পিছল

মাধ্যমিক অনুত্তীর্ণ অশোকনগর এলাকার বাসিন্দা অজিতের সঙ্গে দীর্ঘদিন ধরেই মনুয়ার সম্পর্ক ছিল । 2016 সালে মনুয়ার সঙ্গে বিয়ে হয় অনুপমের । কিন্তু তারপরও মনুয়া ও অজিতের পরকীয়া চলছিল । বিয়ের পরও মনুয়া বেশ কয়েকবার অজিতকে নিয়ে এসেছিল হৃদয়পুরের বাড়িতে । অনুপম বাড়িতে না থাকলেই হাজির হত অজিত । দীর্ঘক্ষণ অজিতের সঙ্গে ফোনেও কথা বলত মনুয়া । এনিয়ে মনুয়ার উপর সন্দেহ বাড়তে থাকে অনুপমের । পরকীয়ার বিষয়টি জানতে পারেন তিনি । এই নিয়ে অশান্তিও হয় । অভিযোগ, এরপরই অনুপমকে সরানোর পরিকল্পনা করে মনুয়া ও অজিত ।

এই সংক্রান্ত খবর : অপরাধীদের ফাঁসি চায় অনুপমের পরিবার

হত্যার 86 দিনের মাথায় চার্জশিট জমা দেন বারাসত থানার তদন্তকারীরা । তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ও ফরেন্সিক রিপোর্টও ছিল । 302 ও 120B ধারায় খুন ও ষড়যন্ত্রের মামলা চলে । 27 জনের সাক্ষ্য নেওয়া হয় । 469 পাতার চার্জশিটের পর আবার জমা পড়ে অতিরিক্ত চার্জশিট ।

বারাসত, 15 জুলাই : অনুপম সিংহ হত্যা মামলায় পিছিয়ে গেল রায়দান । আজ বারাসত ফাস্ট ট্র্যাক (ফোর্থ) কোর্টের বিচারক বৈষ্ণব সরকার রায়দান স্থগিত রাখেন । আগামী 25 জুলাই এই মামলার রায় দেওয়া হবে । সরকার পক্ষের আইনজীবী জানান, মামলার রায়দানের জন্য যে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়, তা এখনও সম্পন্ন হয়নি । সেকারণে আজ রায়দান স্থগিত রাখা হয়েছে ।


কোন পথে অনুপম সিংহ হত্যা মামলা, দেখে নেওয়া যাক :

2017 সালের 2 মে গভীর রাতে হৃদয়পুরে নিজের বাড়িতে খুন হন বেসরকারি সংস্থার কর্মী অনুপম সিংহ (34) । প্রথমে ধোঁয়াশা থাকলেও পরে স্পষ্ট হয়, অনুপম খুনের ঘটনায় জড়িত তাঁরই স্ত্রী মনুয়া মজুমদার ও প্রেমিক অজিত রায় ওরফে বুবাই । তদন্তে উঠে আসে, মনুয়া ও তার প্রেমিক অজিত খুনের পরিকল্পনা করে । পরিকল্পনা মাফিক অনুপমকে খুন করে অজিত । খুনের সময় অজিতকে মোবাইল ফোন অন রাখতে বলেছিল মনুয়া, যাতে ফোনের মাধ্যমে সে স্বামীর শেষ আর্তনাদ শুনতে পায় । খুনের সময় মনুয়া বারাসতে তার বাপের বাড়িতে ছিল ।

এই সংক্রান্ত খবর : আজ অনুপম হত্যা মামলার রায়

মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করে অনুপমকে খুন করা হয়েছিল । খুনি হিসেবে তাঁর স্ত্রীর প্রেমিক অজিতকে প্রাথমিকভাবে চিহ্নিত করতে পুলিশ সময় নেয় প্রায় দু'সপ্তাহ । এরপর 2017 সালের 16 মে বারাসত থানার পুলিশ মনুয়া ও অজিতকে গ্রেপ্তার করে ।

মনুয়া মামলার রায়দান পিছল

মাধ্যমিক অনুত্তীর্ণ অশোকনগর এলাকার বাসিন্দা অজিতের সঙ্গে দীর্ঘদিন ধরেই মনুয়ার সম্পর্ক ছিল । 2016 সালে মনুয়ার সঙ্গে বিয়ে হয় অনুপমের । কিন্তু তারপরও মনুয়া ও অজিতের পরকীয়া চলছিল । বিয়ের পরও মনুয়া বেশ কয়েকবার অজিতকে নিয়ে এসেছিল হৃদয়পুরের বাড়িতে । অনুপম বাড়িতে না থাকলেই হাজির হত অজিত । দীর্ঘক্ষণ অজিতের সঙ্গে ফোনেও কথা বলত মনুয়া । এনিয়ে মনুয়ার উপর সন্দেহ বাড়তে থাকে অনুপমের । পরকীয়ার বিষয়টি জানতে পারেন তিনি । এই নিয়ে অশান্তিও হয় । অভিযোগ, এরপরই অনুপমকে সরানোর পরিকল্পনা করে মনুয়া ও অজিত ।

এই সংক্রান্ত খবর : অপরাধীদের ফাঁসি চায় অনুপমের পরিবার

হত্যার 86 দিনের মাথায় চার্জশিট জমা দেন বারাসত থানার তদন্তকারীরা । তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ও ফরেন্সিক রিপোর্টও ছিল । 302 ও 120B ধারায় খুন ও ষড়যন্ত্রের মামলা চলে । 27 জনের সাক্ষ্য নেওয়া হয় । 469 পাতার চার্জশিটের পর আবার জমা পড়ে অতিরিক্ত চার্জশিট ।

Intro:আজ রাজ্যে আলোড়ন সৃষ্টি করা পরকীয়া খুন মামলার রায় ঘোষণা। স্বামী অনুপম সিংহ হত্যা মামলায় মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত দাস ওরফে বুবাইকে আদালত কী রায় দেয় সেদিকে তাকিয়ে গোটা রাজ্য।Body:কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যে সবচেয়ে আলোচিত পরকীয়া খুনের রায় ঘোষণা হতে চলেছে। স্বামীকে হত্যার অভিযোগে বিচার হওয়া স্ত্রী মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত দাসকে কী রায় দেয় আদালত সেই দিকে তাকিয়ে গোটা রাজ্য।

খুনের ২৬ মাস পরে সোমবারই বারাসতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টে মামলার রায় ঘোষণা হবে। ২ মে, ২০১৭ সালের পরকীয়ার পথের কাঁটা সরাতে অনুপম সিংহকে খুন করা হয়েছিল। খুনের ১৩ দিনের মাথায় পুলিশ বারাসত থেকে মনুয়া মজুমদার ও তাঁর প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেপ্তার করে ।

২০১৭ সালে মে মাসের তিন তারিখ সকালে বৈদেশিক মুদ্রা লেনদেন সংস্থায় কর্মরত অনুপম সিংহ (৩৪)কে তাঁর বাড়িতেই নৃশংসভাবে খুন হয়ে পড়ে থাকতে দেখা যায়। তদন্তে জানা যায়, তাঁর মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছিল আগের রাতেই। খুনি হিসেবে প্রেমিক বুবাইকে প্রাথমিকভাবে চিহ্নিত করতে পুলিশ সময় নেয় প্রায় দু'সপ্তাহ। কারণ পুলিশ তদন্তটিকে বিভিন্ন আবর্তে মোড়া বলেই জানিয়েছিল। তবে অর্থ বিনিময়কারী সংস্থার কর্মী আর্থিক ভাবে অবস্থাপন্ন ঘরের ছেলে অনুপমের খুনের পিছনে টাকাপয়সার প্রত্যক্ষ সংযোগ পুলিশ খুঁজে পায়নি। তবে নোট বাতিলের সময় হুন্ডির সঙ্গে অনুপমের সংস্থার প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে জানা গেলেও খুনের সংগে এই বিষয়ের যোগসাজশ পাওয়া যায়নি। ২ তারিখ গভীর রাতে খুন হয়েছিলেন অনুপম। সেই সময় তাঁর স্ত্রী বাপের বাড়িতে থাকলেও ঘটনার দিন দুপুরে হৃদয়পুরে অনুপমের বাড়িতে অনুপমের অগোচরে অজিত মনুয়ার উপস্থিতি ও স্বামীর হাত থেকে এনগেজমেন্ট আংটির অন্তর্ধান-সহ একাধিক বিষয় পুলিশকে স্ত্রী মনুয়া ও অজিতের দিকে তদন্তের কেন্দ্রবিন্দু করতে বাধ্য করেছিল। জানা যায়, মনুয়া ওই বাড়ি থেকে বারাসতে বাপের বাড়ি ফিরলেও ওই ঘরে থেকে গিয়েছিল অজিত। পুলিশ সেই সূত্র ধরেই তদন্তের জাল গুটিয়ে আনতে থাকে।

জানা গিয়েছে, মাধ্যমিক অনুত্তীর্ণ অশোকনগর এলাকার বাসিন্দা অজিতের সঙ্গে মনুয়ার দীর্ঘদিন ধরেই অনুপমের অজ্ঞাতে পরকীয়া চলছিল। হৃদয়পুর তালতলা এলাকার বাসিন্দা আদি বাংলাদেশের বাসিন্দা অনুপম বাড়িতে না থাকলেই হাজির হত বুবাই। বিষয়টি অনুপম জেনে ফেলার পর থেকে পথের কাঁটা সরিয়ে দিতে মনুয়ার সঙ্গে মিলে অজিত চক্রান্ত করে। সেই মতো হত্যার রাতে হেক্সাগোনাল শেপের ভারী অস্ত্র দিয়ে একাধিক আঘাত হানে আততায়ী বুবাই। গোপন প্রেমের কথা যে সম্ভবত অনুপমের কাছে আর গোপন ছিল না আর সে ব্যাপারে যে তার আপত্তি সে জাহির করেছিল তা পরিষ্কার হয় খুনির মোডাস অপারেন্ডি থেকে। আরও একটি বিষয় তদন্তে বেরিয়ে আসে, স্বামী-স্ত্রী সম্পর্কে ফাটল ধরছিল। তার উপরে প্রণয়ীর সঙ্গে সম্পর্কে বিধিনিষেধ জারির চেষ্টার পরিণতিতে অনুপমের ওপরে প্রত্যাঘাত আসে নিষ্ঠুর ভাবে। একটি দাঁত অবশিষ্ট ছিল না নিহত অনুপমের মুখে। পুরো থেঁতলে দেওয়া হয়েছিল তাকে। তদন্তের জাল গুটিয়ে আনতে পুলিশ পলাশ বলে জনৈক যুবক-সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে রহস্যের জট ছাড়িয়ে ফেলতে সক্ষম হয়।তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় জানিয়েছিলেন, খুনের সময় স্ত্রী মোবাইলে অনলাইনে ছিল ও স্বামীর শেষ আর্তনাদ নিজের কানে শুনেছে। অভিযুক্ত দু'জনকেই নেওয়া হয় পুলিশি হেফাজতে ।

অবশেষে হত্যার ৮৬ দিন পরে চার্জশিট জমা দেয় বারাসাত থানার তদন্তকারী পুলিশ। তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ও ফরেনসিক রিপোর্টও ছিল। ৩০২ ও ১২০বি ধারায় খুন ও ষড়যন্ত্রের মামলা চলে। ২৭ জন সাক্ষী ছিলেন। ৪৬৯ পাতার চার্জশিটের পরে আবার জমা পড়ে চার্জশিট। দীর্ঘ ২৩ মাস শুনানির পরে ঘোষণা হতে চলেছে রায়। ইতিমধ্যেই নিহত অনুপমের পরিবার ও বন্ধুরা অভিযুক্ত দুজনের মৃত্যুদণ্ড দাবী করেছেন। রবিবার বিকেলেও অনুপম সিংহের বন্ধুরা নৃশংস হত্যকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড চেয়ে বারাসতে ঘোরেন।

date of murder 2-5-17
arrest 15-5-17Conclusion:আজ রায়দান হওয়ার পর আগামীকাল বিচারক দোষীদের সাজা ঘোষণা করবেন।
Last Updated : Jul 15, 2019, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.