ETV Bharat / state

BJP-র ক্যাম্প অফিসে ভাঙচুর, মার খেয়ে এজেন্ট হাসপাতালে

BJP-র ক‍্যাম্প অফিসে ভাঙচুর চালিয়ে এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে । এজেন্টের নাম নিতাই কর ।

ভাঙচুরের পর BJP ক্যাম্প অফিস
author img

By

Published : May 20, 2019, 4:00 AM IST

Updated : May 20, 2019, 8:08 AM IST

হাবরা, 20 মে : BJP-র ক‍্যাম্প অফিসে ভাঙচুর চালিয়ে এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে । এজেন্টের নাম নিতাই কর ।

বুথ এজেন্ট নিতাইবাবুর অভিযোগ, রবিবার দুপুরে ভোট চলাকালীন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ, লাঠি নিয়ে তাঁর উপর চড়াও হয়। তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। নিতাইবাবুর মাথায়, বুকে ও পায়ে গুরুতর চোট লেগেছে । তাঁকে হাবরা স্টেট জেনেরাল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

নিতাইবাবুর উপর হামলা চালানোর পাশাপাশি BJP-র ক‍্যাম্প অফিসের চেয়ার, টেবিল ভেঙে দেওয়া হয় । ফ্ল্যাগ, ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয় । তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রঞ্জিত পালের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ BJP নেতাদের।

দেখুন ভিডিয়ো

নিতাইবাবুকে হাসপাতালে দেখতে যান বারাসত লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী মৃণালকান্তি দেবনাথ । তিনি এই ঘটনায় ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন । তিনি বলেন, "দেগঙ্গা, হাবরা সহ বারাসত লোকসভার বিভিন্ন জায়গায় যারা যারা গন্ডগোল পাকাতে পারে তাদের নাম তিনদিন আগেই আমরা পুলিশ প্রশাসনের হাতে দিয়েছিলাম। কিন্তু তারপরেও কোন‌ও ব্যবস্থা নেওয়া হয়নি।"

নিতাইবাবুর উপর হামলার ঘটনায় গতকাল পুলিশকে ঘিরে বিক্ষোভ‌ দেখায় BJP কর্মী, সমর্থকরা । পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেয় ।

হাবরা, 20 মে : BJP-র ক‍্যাম্প অফিসে ভাঙচুর চালিয়ে এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে । এজেন্টের নাম নিতাই কর ।

বুথ এজেন্ট নিতাইবাবুর অভিযোগ, রবিবার দুপুরে ভোট চলাকালীন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ, লাঠি নিয়ে তাঁর উপর চড়াও হয়। তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। নিতাইবাবুর মাথায়, বুকে ও পায়ে গুরুতর চোট লেগেছে । তাঁকে হাবরা স্টেট জেনেরাল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

নিতাইবাবুর উপর হামলা চালানোর পাশাপাশি BJP-র ক‍্যাম্প অফিসের চেয়ার, টেবিল ভেঙে দেওয়া হয় । ফ্ল্যাগ, ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয় । তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রঞ্জিত পালের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ BJP নেতাদের।

দেখুন ভিডিয়ো

নিতাইবাবুকে হাসপাতালে দেখতে যান বারাসত লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী মৃণালকান্তি দেবনাথ । তিনি এই ঘটনায় ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন । তিনি বলেন, "দেগঙ্গা, হাবরা সহ বারাসত লোকসভার বিভিন্ন জায়গায় যারা যারা গন্ডগোল পাকাতে পারে তাদের নাম তিনদিন আগেই আমরা পুলিশ প্রশাসনের হাতে দিয়েছিলাম। কিন্তু তারপরেও কোন‌ও ব্যবস্থা নেওয়া হয়নি।"

নিতাইবাবুর উপর হামলার ঘটনায় গতকাল পুলিশকে ঘিরে বিক্ষোভ‌ দেখায় BJP কর্মী, সমর্থকরা । পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেয় ।

New Delhi, May 19 (ANI): Two miscreants were shot dead in a gunfight between police between two notorious gangs in Delhi's Dwarka on Sunday. After listening to gunfire sound between two notorious gangs' police reached at the spot. While speaking to mediapersons, police officials said, "The incident occurred during gunfight between two notorious gangs. Soon after learning about the incident, police also reached the spot." The identities of the deceased are yet.
Last Updated : May 20, 2019, 8:08 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.