ETV Bharat / state

আদালতের নির্দেশে জেলের ভিতরেই নির্যাতিতাকে বিয়ে করল অভিযুক্ত ধর্ষক - according to-the court

সরকারিভাবে বিয়ের রেজিস্ট্রিও হয়। জেলের মধ্যেই ভূরিভোজের ব্যবস্থা করা হয় । ভাত, মুড়িঘণ্ট ডাল, বেগুনি, মাছ, মুরগির মাংস, চাটনি, পাপড় রসগোল্লা, সন্দেশ । অবশেষে মিষ্টিপানও । জেলের আবাসিকদের মুখেও ছিল খুশির ঝলক । বসিরহাট উপসংশোধনাগারে এই প্রথম কোনও বিয়ে হল ।

marriage
যুবতী
author img

By

Published : Jan 31, 2020, 3:32 PM IST

বসিরহাট , 31 জানুয়ারি : আদালতের নির্দেশে জেলের ভিতরেই নির্যাতিতাকে বিয়ে করল ধর্ষণে অভিযুক্ত যুবক ৷ আর সেই বিয়ের সাক্ষী হল বসিরহাট মহকুমা উপসংশোধনাগার ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ থানা চকপাটলি গ্রামের 28 বছরের যুবক রহিম (নাম পরিবর্তিত) পেশায় শ্রমিক । গ্রামেরই এক যুবতির সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ কয়েক মাস ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রহিম ওই যুবতিকে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ । তারপর ওই যুবতি রহিমকে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করেন । কিন্তু রহিম বিয়ে করতে রাজি হয়নি বলে অভিযোগ । তখন ওই যুবতি রহিমের বিরুদ্ধে হাসনাবাদ থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ করেন । গত বছর 8 ডিসেম্বর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে । আদালত ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দেয় । সম্প্রতি রহিম বিচারকের কাছে ওই যুবতিকে বিয়ে করবে বলে কবুল করে ।

বসিরহাট মহকুমার আদালতের বিচারক ইন্দ্রাণী দত্ত ও মহকুমাশাসক বিবেক ভাসমের নির্দেশের বৃহস্পতিবার বসিরহাট উপসংশোধনাগারেই বিয়ের আয়োজন করা হয় । কাজি ইসলাম বৈদ্য বিয়ে পাঠ করেন। মুসলিম শরিয়তে নিয়মে বিয়ে শেষ হয় ।

সরকারিভাবে বিয়ের রেজিস্ট্রিও হয়। জেলের মধ্যেই ভূরিভোজের ব্যবস্থা করা হয় । ভাত, মুড়িঘণ্ট ডাল, বেগুনি, মাছ, মুরগির মাংস, চাটনি, পাপড় রসগোল্লা, সন্দেশ । অবশেষে মিষ্টিপানও । জেলের আবাসিকদের মুখেও ছিল খুশির ঝলক । বসিরহাট উপসংশোধনাগারে এই প্রথম কোনও বিয়ে হল ।

বসিরহাট , 31 জানুয়ারি : আদালতের নির্দেশে জেলের ভিতরেই নির্যাতিতাকে বিয়ে করল ধর্ষণে অভিযুক্ত যুবক ৷ আর সেই বিয়ের সাক্ষী হল বসিরহাট মহকুমা উপসংশোধনাগার ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ থানা চকপাটলি গ্রামের 28 বছরের যুবক রহিম (নাম পরিবর্তিত) পেশায় শ্রমিক । গ্রামেরই এক যুবতির সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ কয়েক মাস ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রহিম ওই যুবতিকে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ । তারপর ওই যুবতি রহিমকে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করেন । কিন্তু রহিম বিয়ে করতে রাজি হয়নি বলে অভিযোগ । তখন ওই যুবতি রহিমের বিরুদ্ধে হাসনাবাদ থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ করেন । গত বছর 8 ডিসেম্বর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে । আদালত ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দেয় । সম্প্রতি রহিম বিচারকের কাছে ওই যুবতিকে বিয়ে করবে বলে কবুল করে ।

বসিরহাট মহকুমার আদালতের বিচারক ইন্দ্রাণী দত্ত ও মহকুমাশাসক বিবেক ভাসমের নির্দেশের বৃহস্পতিবার বসিরহাট উপসংশোধনাগারেই বিয়ের আয়োজন করা হয় । কাজি ইসলাম বৈদ্য বিয়ে পাঠ করেন। মুসলিম শরিয়তে নিয়মে বিয়ে শেষ হয় ।

সরকারিভাবে বিয়ের রেজিস্ট্রিও হয়। জেলের মধ্যেই ভূরিভোজের ব্যবস্থা করা হয় । ভাত, মুড়িঘণ্ট ডাল, বেগুনি, মাছ, মুরগির মাংস, চাটনি, পাপড় রসগোল্লা, সন্দেশ । অবশেষে মিষ্টিপানও । জেলের আবাসিকদের মুখেও ছিল খুশির ঝলক । বসিরহাট উপসংশোধনাগারে এই প্রথম কোনও বিয়ে হল ।

Intro:আদালতের নির্দেশে জেলের ভিতরেই নির্যাতিতাকে বিয়ে করতে হল ধর্ষককে


বসিরহাটঃ আদালতের নির্দেশে জেলের ভিতরেই নির্যাতিতা যুবতীকে বিয়ে করতে বাধ্য হল ধর্ষক। আর সেই বিয়ের সাক্ষী হল বসিরহাট মহকুমা উপসংশোধনাগার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ থানা চকপাটলি গ্রামের 28 বছরের যুবক মইদুল গাজি পেশায় শ্রমিক। গ্রামেরই এক যুবতীর সঙ্গে মইদুলের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ কয়েক মাস ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মইদুল ওই যুবতীকে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। তারপর ওই যুবতী মহিদুলকে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করেন। কিন্তু মইদুল বিয়ে করতে রাজি হয়নি। তখন ওই যুবতী মইদুলের বিরুদ্ধে হাসনাবাদ থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ করেন। গত বছর ৮ ডিসেম্বর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। আদালত ধৃতকে জেল হেপাজতের নির্দেশ দেয়। সম্প্রতি মইদুল বিচারকের কাছে ওই যুবতীকে বিয়ে করবে বলে কবুল করে।
বসিরহাট মহকুমার আদালতের বিচারক ইন্দ্রানী দত্ত ও মহকুমা শাসক বিবেক ভাসমে নির্দেশের বৃহস্পতিবার বসিরহাট উপসংশোধনাগারেই বিয়ের আয়োজন করা হয়। কাজী ইসলাম বৈদ্য বিয়ে পাঠ করেন। মুসলিম শরিয়তে নিয়মে বিয়ে শেষ হয়। সরকারিভাবে বিয়ে রেজিস্ট্রিও হয়। জেলের মধ্যেই ভূরিভোজের ব্যবস্থা করা হয়। ভাত মুড়িঘণ্ট ডাল, বেগুনি, মাছ, মুরগির মাংস, চাটনি, পাপড় রসগোল্লা, সন্দেশ। অবশেষে মিষ্টিপানও।জেলের আবাসিকদের মুখেও ছিল খুশির ঝলক। বসিরহাট উপসংশোধনাগারে এই প্রথম কোনও বিয়ে হল।

বাইট---

1 অসিত মজুমদার, বিশিষ্ট সমাজসেবী

2 সুবীর ঘোষ, আইনজীবী

3 আসিফ আলম, আইনজীবীBody:আদালতের নির্দেশে জেলের ভিতরেই নির্যাতিতাকে বিয়ে করতে হল ধর্ষককে


বসিরহাটঃ আদালতের নির্দেশে জেলের ভিতরেই নির্যাতিতা যুবতীকে বিয়ে করতে বাধ্য হল ধর্ষক। আর সেই বিয়ের সাক্ষী হল বসিরহাট মহকুমা উপসংশোধনাগার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ থানা চকপাটলি গ্রামের 28 বছরের যুবক মইদুল গাজি পেশায় শ্রমিক। গ্রামেরই এক যুবতীর সঙ্গে মইদুলের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ কয়েক মাস ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মইদুল ওই যুবতীকে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। তারপর ওই যুবতী মহিদুলকে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করেন। কিন্তু মইদুল বিয়ে করতে রাজি হয়নি। তখন ওই যুবতী মইদুলের বিরুদ্ধে হাসনাবাদ থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ করেন। গত বছর ৮ ডিসেম্বর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। আদালত ধৃতকে জেল হেপাজতের নির্দেশ দেয়। সম্প্রতি মইদুল বিচারকের কাছে ওই যুবতীকে বিয়ে করবে বলে কবুল করে।
বসিরহাট মহকুমার আদালতের বিচারক ইন্দ্রানী দত্ত ও মহকুমা শাসক বিবেক ভাসমে নির্দেশের বৃহস্পতিবার বসিরহাট উপসংশোধনাগারেই বিয়ের আয়োজন করা হয়। কাজী ইসলাম বৈদ্য বিয়ে পাঠ করেন। মুসলিম শরিয়তে নিয়মে বিয়ে শেষ হয়। সরকারিভাবে বিয়ে রেজিস্ট্রিও হয়। জেলের মধ্যেই ভূরিভোজের ব্যবস্থা করা হয়। ভাত মুড়িঘণ্ট ডাল, বেগুনি, মাছ, মুরগির মাংস, চাটনি, পাপড় রসগোল্লা, সন্দেশ। অবশেষে মিষ্টিপানও।জেলের আবাসিকদের মুখেও ছিল খুশির ঝলক। বসিরহাট উপসংশোধনাগারে এই প্রথম কোনও বিয়ে হল।

বাইট---

1 অসিত মজুমদার, বিশিষ্ট সমাজসেবী

2 সুবীর ঘোষ, আইনজীবী

3 আসিফ আলম, আইনজীবীConclusion:আদালতের নির্দেশে জেলের ভিতরেই নির্যাতিতাকে বিয়ে করতে হল ধর্ষককে


বসিরহাটঃ আদালতের নির্দেশে জেলের ভিতরেই নির্যাতিতা যুবতীকে বিয়ে করতে বাধ্য হল ধর্ষক। আর সেই বিয়ের সাক্ষী হল বসিরহাট মহকুমা উপসংশোধনাগার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ থানা চকপাটলি গ্রামের 28 বছরের যুবক মইদুল গাজি পেশায় শ্রমিক। গ্রামেরই এক যুবতীর সঙ্গে মইদুলের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ কয়েক মাস ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মইদুল ওই যুবতীকে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। তারপর ওই যুবতী মহিদুলকে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করেন। কিন্তু মইদুল বিয়ে করতে রাজি হয়নি। তখন ওই যুবতী মইদুলের বিরুদ্ধে হাসনাবাদ থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ করেন। গত বছর ৮ ডিসেম্বর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। আদালত ধৃতকে জেল হেপাজতের নির্দেশ দেয়। সম্প্রতি মইদুল বিচারকের কাছে ওই যুবতীকে বিয়ে করবে বলে কবুল করে।
বসিরহাট মহকুমার আদালতের বিচারক ইন্দ্রানী দত্ত ও মহকুমা শাসক বিবেক ভাসমে নির্দেশের বৃহস্পতিবার বসিরহাট উপসংশোধনাগারেই বিয়ের আয়োজন করা হয়। কাজী ইসলাম বৈদ্য বিয়ে পাঠ করেন। মুসলিম শরিয়তে নিয়মে বিয়ে শেষ হয়। সরকারিভাবে বিয়ে রেজিস্ট্রিও হয়। জেলের মধ্যেই ভূরিভোজের ব্যবস্থা করা হয়। ভাত মুড়িঘণ্ট ডাল, বেগুনি, মাছ, মুরগির মাংস, চাটনি, পাপড় রসগোল্লা, সন্দেশ। অবশেষে মিষ্টিপানও।জেলের আবাসিকদের মুখেও ছিল খুশির ঝলক। বসিরহাট উপসংশোধনাগারে এই প্রথম কোনও বিয়ে হল।

বাইট---

1 অসিত মজুমদার, বিশিষ্ট সমাজসেবী

2 সুবীর ঘোষ, আইনজীবী

3 আসিফ আলম, আইনজীবী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.