ETV Bharat / state

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, জেলা শাসকের দ্বারস্থ পরিবার

চিকিৎসায় গাফিলতির অভিযোগে জেলা শাসকের দ্বারস্থ পরিবার ৷ চিঠির অনুলিপি মুখ্যমন্ত্রী ও জেলা স্বাস্থ্য আধিকারিককেও পাঠানো হয়েছে বলে সেনগুপ্ত পরিবার সূত্রে খবর ।

author img

By

Published : Sep 14, 2019, 5:13 AM IST

Updated : Sep 14, 2019, 6:49 AM IST

ছবি

বারাসত, 14 সেপ্টেম্বর : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ বারাসতের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে । সুবিচার চেয়ে এবার জেলা শাসকের দ্বারস্থ মৃতের পরিবার ৷ হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে শাস্তির দাবিও তোলা হয়েছে ৷

তরুণকান্তি সেনগুপ্ত (77) নামে এক বৃদ্ধকে বুকে ব্যাথা নিয়ে 19 আগস্ট ভর্তি করা হয় বারাসতের এক বেসরকারি হাসপাতালে । শ্বাসকষ্টের সমস্যা থাকায় দ্রুত ভেন্টিলেশনে দেওয়ার কথা বলেন চিকিৎসক ৷ পরিবারের অভিযোগ, তারপরেও রোগীকে ভেন্টিলেশনে না দিয়ে জরুরি বিভাগে‌ প্রায় তিন ঘণ্টা রাখা হয় । আচমকা বলা হয় ভেন্টিলেশনে দিতে হবে না । পরে ICU রাখা হয় বৃদ্ধেকে ৷ সে দিন রাতেই মৃত্যু হয় তাঁর ৷

এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে জেলা শাসকের দ্বারস্থ পরিবার ৷ চিঠির অনুলিপি মুখ্যমন্ত্রী ও জেলা স্বাস্থ্য আধিকারিককেও পাঠানো হয়েছে বলে সেনগুপ্ত পরিবার সূত্রে খবর । মৃতের বড় ছেলে কৌশিক সেনগুপ্তের অভিযোগ, বার বার বললেও সংশ্লিষ্ট চিকিৎসক তাঁদের কথা শোনেননি ৷ অভিযুক্ত চিকিৎসক বলেন, "বিষয়টি জানা নেই । খোঁজ নেব৷" বিষয়টি নিয়ে জেলা শাসক চৈতালি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷

বারাসত, 14 সেপ্টেম্বর : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ বারাসতের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে । সুবিচার চেয়ে এবার জেলা শাসকের দ্বারস্থ মৃতের পরিবার ৷ হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে শাস্তির দাবিও তোলা হয়েছে ৷

তরুণকান্তি সেনগুপ্ত (77) নামে এক বৃদ্ধকে বুকে ব্যাথা নিয়ে 19 আগস্ট ভর্তি করা হয় বারাসতের এক বেসরকারি হাসপাতালে । শ্বাসকষ্টের সমস্যা থাকায় দ্রুত ভেন্টিলেশনে দেওয়ার কথা বলেন চিকিৎসক ৷ পরিবারের অভিযোগ, তারপরেও রোগীকে ভেন্টিলেশনে না দিয়ে জরুরি বিভাগে‌ প্রায় তিন ঘণ্টা রাখা হয় । আচমকা বলা হয় ভেন্টিলেশনে দিতে হবে না । পরে ICU রাখা হয় বৃদ্ধেকে ৷ সে দিন রাতেই মৃত্যু হয় তাঁর ৷

এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে জেলা শাসকের দ্বারস্থ পরিবার ৷ চিঠির অনুলিপি মুখ্যমন্ত্রী ও জেলা স্বাস্থ্য আধিকারিককেও পাঠানো হয়েছে বলে সেনগুপ্ত পরিবার সূত্রে খবর । মৃতের বড় ছেলে কৌশিক সেনগুপ্তের অভিযোগ, বার বার বললেও সংশ্লিষ্ট চিকিৎসক তাঁদের কথা শোনেননি ৷ অভিযুক্ত চিকিৎসক বলেন, "বিষয়টি জানা নেই । খোঁজ নেব৷" বিষয়টি নিয়ে জেলা শাসক চৈতালি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷

Intro:চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে বারাসতের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।তার সুবিচার চেয়ে এবার জেলাশাসকের দ্বারস্থ হলেন পরিবার!তার অনুলিপি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী থেকে জেলার মুখ‍্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও!ওই হাসপাতালের চিকিৎসক স্বরূপ পালের শাস্তির দাবিও তোলা হয়েছে অভিযোগপত্রে।Body:চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, সুবিচার চেয়ে জেলাশাসকের দ্বারস্থ পরিবার।

রাজু বিশ্বাস,বারাসত:-চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে বারাসতের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।তার সুবিচার চেয়ে এবার জেলাশাসকের দ্বারস্থ হলেন মৃতের পরিবার! পাশাপাশি,ওই হাসপাতালের চিকিৎসক স্বরূপ পালের শাস্তির দাবিও তোলা হয়েছে! পরিবার সূত্রে জানা গেছে,তরুন কান্তি দেবনাথ(৭৭) নামে এক বৃদ্ধকে বুকে ব‍্যাথা নিয়ে ১৯ আগস্ট ভর্তি করা হয় বারাসত যশোর রোডের ধারে নারায়ণী হাসপাতালে। তিনি বারাসত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শিব মন্দির এলাকার বাসিন্দা। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে ওই বৃদ্ধের। ওইদিন শ্বাসকষ্টের সঙ্গে বুকে ব‍্যাথাও হচ্ছিল তরুন কান্তি বাবুর।তাই,দেরি না করে যশোর রোডের ধারে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করতে বাধ‍্য হন পরিবারের লোকেরা।চেস্ট মেডিসিন ডাঃ স্বরূপ পালের তত্ত্বাবধানে ভর্তি করা হয় তাকে। ভর্তির পর‌ই তাকে ভেন্টিলেশনে দিতে হবে বলে জানানো হয় হাসপাতালের তরফে।রাজি হন পরিবার‌ও। কিন্তু, তারপরেও রোগীকে ভেন্টিলেশনে না দিয়ে হাসপাতালের জরুরি বিভাগে‌ই প্রায় তিন ঘন্টা ফেলে রাখা হয় বলে অভিযোগ।এরপর, আচমকাই হাসপাতালর তরফে পরিবারকে বলা হয় ভেন্টিলেশনে দিতে হবেনা রোগীকে।ফলে, অদ্ভুত পরিস্থিতিতে পড়েন রোগীর পরিবার।পরে, অবশ্য ওই রোগীকে আইসিইউতে রেখে চিকিৎসা শুরু হয়! ওইদিন রাতেই পরিবারের লোককে জানানো হয় মৃত্যু হয়েছে তাঁর!আর এই মৃত্যু নিয়েই চিকিৎসার গাফিলতির অভিযোগ এনেছেন পরিবার! মৃতের বড় ছেলে কৌশিক সেনগুপ্ত বলেন,"আমার বাবা তিনবছর ধরে শ্বাসকষ্টজনিত (COPD)রোগে ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল কলকাতার এক বেসরকারি হাসপাতালে।১৯ আগস্ট হঠাত‌ই বাবার শ্বাসকষ্টের সঙ্গে বুকে ব‍্যাথা অনুভব হয়।তখন আমি অফিসে ছিলাম। ফোনে আমাকে বিষয়টি জানানো হলে আমি পরিবারকে জানাই, বাবাকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু,বাবার শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকেরা বারাসতের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করতে বাধ‍্য হয়"। তাঁর অভিযোগ,"বাবার বুকে অসহ্য যন্ত্রনা হ‌ওয়া সত্বেও তাঁর কোনও চিকিৎসায় হয়নি! চিকিৎসক স্বরূপ পালকে বারবার বলা হয়েছিল,সেই চিকিৎসার সুবন্দোবস্ত করতে! কিন্তু, তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি!বলেন, শ্বাসকষ্টজনিত রোগে বুকে ব‍্যাথা অনুভব হয়"। কৌশিক বাবুর কথায়,"চিকিৎসার গাফিলতির অভিযোগের সাথে চিকিৎসক স্বরূপ পালের উপযুক্ত শাস্তি চেয়ে আজ আমরা জেলাশাসকের দ্বারস্থ হয়েছি।তার অনুলিপি মুখ্যমন্ত্রী ও জেলা স্বাস্থ্য আধিকারিককেও পাঠানো হয়েছে।আমার একটাই আবেদন,আমি আমার বাবাকে হারিয়েছি।আর যাতে কোন‌ও সন্তান তাঁর বাবাকে না হারায় মুখ্যমন্ত্রী সেইদিকে যেন দেখে"। এদিকে,যার বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে, সেই চিকিৎসক স্বরূপ পালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,"বিষয়টি ঠিক আমার জানা নেই। খোঁজ নিয়ে বলত পারব"।অন‍্যদিকে, এবিষয়ে জেলাশাসক চৈতালি চক্রবর্তীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।Conclusion:এদিকে,যার বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে সেই চিকিৎসক স্বরূপ পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"বিষয়টি ঠিক আমার জানা নেই। খোঁজ নিয়ে বলতে পারবে"।অন‍্যদিকে, এবিষয়ে জেলাশাসক চৈতালি চক্রবর্তীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
Last Updated : Sep 14, 2019, 6:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.