ETV Bharat / state

নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণ ! অভিযুক্ত বাবাকে পুলিশে দিলেন প্রতিবেশীরা - BARUIPUR RAPE

মা বাড়িতে না থাকায় দিনের পর দিন বাবার কাছে ধর্ষণের শিকার হয়েছে ওই নাবালিকা মেয়েটি। ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

BARUIPUR RAPE
ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 4:07 PM IST

বারুইপুর, 18 নভেম্বর: মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে বাবাকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে।

অভিযোগ, মা বাড়িতে না থাকার সুযোগে দিনের পর দিন ধর্ষণের শিকার হয়েছে ওই নাবালিকা মেয়েকে। নাবালিকা মেয়ের অভিযোগ, রবিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন বাবা ৷ সেই সময় তার মা বাড়িতে ছিলেন না ৷ মা না থাকার সুযোগে মেয়েকে রাতে ধর্ষণ করে তার বাবা। ভোরের আলো ফুটতেই, ঘর থেকে কোনওক্রমে বেরিয়ে, প্রতিবেশীদের জানায় ওই নাবালিকা। ঘটনার কথা জানানি হতেই প্রতিবেশীরা একত্রিত হয় এলাকায়। বাড়ি থেকে বের করে শুরু হয় মারধর। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে। নাবালিকাকেও উদ্ধার করে তাঁর শারীরিক পরীক্ষার জন্য পাঠায় পুলিশ।

নির্যাতিতার মা বলেন, "আমার অবর্তমানে আমার নাবালিকা মেয়ের ওপর দিনের পর দিন অত্যাচার চালাত স্বামী। আমার মেয়ে ভয়ে কিছু বলতেই পারেনি। গতকাল রাতে মদ্যপ অবস্থায় গিয়ে নাবালিকা মেয়ের উপর শারীরিক নির্যাতন করে। এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দু'মাস ধরে মাঝে মধ্যেই স্ত্রী না থাকার সুযোগে নাবালিকা মেয়েকে ধর্ষণ করছিল বাবা। ভয়ে, লজ্জায় সে কথা কাউকে বলেনি ওই নাবালিকা ৷ রবিবার চরম অত্যাচার শিকার হয় ওই নাবালিকা। ধর্ষণের কথা প্রতিবেশীদের জানাতেই অভিযুক্তকে বাড়ির সামনে বেঁধে রাখে তারা ৷ খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার করায়। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকাকেও উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বারুইপুর, 18 নভেম্বর: মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে বাবাকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে।

অভিযোগ, মা বাড়িতে না থাকার সুযোগে দিনের পর দিন ধর্ষণের শিকার হয়েছে ওই নাবালিকা মেয়েকে। নাবালিকা মেয়ের অভিযোগ, রবিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন বাবা ৷ সেই সময় তার মা বাড়িতে ছিলেন না ৷ মা না থাকার সুযোগে মেয়েকে রাতে ধর্ষণ করে তার বাবা। ভোরের আলো ফুটতেই, ঘর থেকে কোনওক্রমে বেরিয়ে, প্রতিবেশীদের জানায় ওই নাবালিকা। ঘটনার কথা জানানি হতেই প্রতিবেশীরা একত্রিত হয় এলাকায়। বাড়ি থেকে বের করে শুরু হয় মারধর। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে। নাবালিকাকেও উদ্ধার করে তাঁর শারীরিক পরীক্ষার জন্য পাঠায় পুলিশ।

নির্যাতিতার মা বলেন, "আমার অবর্তমানে আমার নাবালিকা মেয়ের ওপর দিনের পর দিন অত্যাচার চালাত স্বামী। আমার মেয়ে ভয়ে কিছু বলতেই পারেনি। গতকাল রাতে মদ্যপ অবস্থায় গিয়ে নাবালিকা মেয়ের উপর শারীরিক নির্যাতন করে। এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দু'মাস ধরে মাঝে মধ্যেই স্ত্রী না থাকার সুযোগে নাবালিকা মেয়েকে ধর্ষণ করছিল বাবা। ভয়ে, লজ্জায় সে কথা কাউকে বলেনি ওই নাবালিকা ৷ রবিবার চরম অত্যাচার শিকার হয় ওই নাবালিকা। ধর্ষণের কথা প্রতিবেশীদের জানাতেই অভিযুক্তকে বাড়ির সামনে বেঁধে রাখে তারা ৷ খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার করায়। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকাকেও উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.