ETV Bharat / state

সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টায় নাম জড়াল বিহারের পাপ্পু গ্যাংস্টারের - SUSHANTA GHOSH

সুশান্ত ঘোষের হত্যার চেষ্টার ঘটনায় নাম জড়াল বিহারের পাপ্পু গ্যাংস্টারের ৷ বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশ ৷

ETV BHARAT
সুশান্ত ঘোষের হত্যার চেষ্টায় নাম জড়াল বিহারের পাপ্পু গ্যাংস্টারের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 3:37 PM IST

কলকাতা, 18 নভেম্বর: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় আগে থেকেই বিহারের অস্ত্র ব্যবসায়ীদের নাম পেয়েছিলেন তদন্তকারীরা । এবার এই ঘটনায় মূল অভিযুক্ত ধৃত গুলজারকে জেরা করে বিহারের গ্যাংস্টার পাপ্পুর যোগ পেলেন তদন্তকারীরা । গুলজারের মুখ থেকে বিহারের কুখ্যাত গ্যাংস্টারের নাম শোনার পর কলকাতা পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয় বিহার পুলিশের এসটিএফয়ের সঙ্গে ।ইতিমধ্যেই পাপ্পুর সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছে কলকাতা পুলিশ ।

জানা গিয়েছে, এর আগে গুলজার একাধিকবার বিহারে গিয়ে গ্যাংস্টার পাপ্পুর দলবলের সঙ্গে দেখা করে । তাদের কাছ থেকেই সুপারি কিলার ভাড়া করার জন্য মোটা অংকের টাকা পাপ্পু গ্যাংস্টারকে দিয়েছিল গুলজার । ইতিমধ্যেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা জানতে পেরেছেন যে, ধৃত গুলজার এর আগেও বিহারে একাধিক অপরাধের ঘটনায় যুক্ত থেকেছে । এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, তাহলে কি পাপ্পু গ্যাংস্টারের হাত ধরেই বিহার ও ঝাড়খণ্ড সীমানা টপকে এই রাজ্যে ঢুকত বেআইনি আগ্নেয়াস্ত্র ?

এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, কে এই পাপ্পু গ্যাংস্টার ? এই বিষয়ে বিহার পুলিশের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে কলকাতা পুলিশ জানতে পেরেছে যে, পাপ্পু গ্যাংস্টার মূলত অস্ত্র ব্যবসায়ী । বিহারের কুখ্যাত দুষ্কৃতী দলের সঙ্গে চুরি, ডাকাতি ও অপহরণের মতো কাজ করত পাপ্পু । পরে নিজের দল বানিয়ে নেয় সে । তবে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার এক আধিকারিক বলেন, "আমরা বিহার পুলিশের কাছ থেকে পাপ্পুর ডিটেইলস চেয়েছি ।"

পাশাপাশি তৃণমূল কাউন্সিলরকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় যে বাইক ব্যবহার করা হয়েছিল, সেই বাইকটি যাঁর কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল, সেই ব্যবসায়ীকে আজ লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । জানা গিয়েছে, বাইকটি ভাড়া নিয়ে সেই বাইকে নকল নম্বর প্লেট লাগিয়ে নিয়েছিল অভিযুক্তরা ।

কলকাতা, 18 নভেম্বর: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় আগে থেকেই বিহারের অস্ত্র ব্যবসায়ীদের নাম পেয়েছিলেন তদন্তকারীরা । এবার এই ঘটনায় মূল অভিযুক্ত ধৃত গুলজারকে জেরা করে বিহারের গ্যাংস্টার পাপ্পুর যোগ পেলেন তদন্তকারীরা । গুলজারের মুখ থেকে বিহারের কুখ্যাত গ্যাংস্টারের নাম শোনার পর কলকাতা পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয় বিহার পুলিশের এসটিএফয়ের সঙ্গে ।ইতিমধ্যেই পাপ্পুর সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছে কলকাতা পুলিশ ।

জানা গিয়েছে, এর আগে গুলজার একাধিকবার বিহারে গিয়ে গ্যাংস্টার পাপ্পুর দলবলের সঙ্গে দেখা করে । তাদের কাছ থেকেই সুপারি কিলার ভাড়া করার জন্য মোটা অংকের টাকা পাপ্পু গ্যাংস্টারকে দিয়েছিল গুলজার । ইতিমধ্যেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা জানতে পেরেছেন যে, ধৃত গুলজার এর আগেও বিহারে একাধিক অপরাধের ঘটনায় যুক্ত থেকেছে । এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, তাহলে কি পাপ্পু গ্যাংস্টারের হাত ধরেই বিহার ও ঝাড়খণ্ড সীমানা টপকে এই রাজ্যে ঢুকত বেআইনি আগ্নেয়াস্ত্র ?

এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, কে এই পাপ্পু গ্যাংস্টার ? এই বিষয়ে বিহার পুলিশের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে কলকাতা পুলিশ জানতে পেরেছে যে, পাপ্পু গ্যাংস্টার মূলত অস্ত্র ব্যবসায়ী । বিহারের কুখ্যাত দুষ্কৃতী দলের সঙ্গে চুরি, ডাকাতি ও অপহরণের মতো কাজ করত পাপ্পু । পরে নিজের দল বানিয়ে নেয় সে । তবে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার এক আধিকারিক বলেন, "আমরা বিহার পুলিশের কাছ থেকে পাপ্পুর ডিটেইলস চেয়েছি ।"

পাশাপাশি তৃণমূল কাউন্সিলরকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় যে বাইক ব্যবহার করা হয়েছিল, সেই বাইকটি যাঁর কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল, সেই ব্যবসায়ীকে আজ লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । জানা গিয়েছে, বাইকটি ভাড়া নিয়ে সেই বাইকে নকল নম্বর প্লেট লাগিয়ে নিয়েছিল অভিযুক্তরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.