ETV Bharat / technology

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় গুগলম্যাপ, কীভাবে ! - GOOGLE MAP FEATURES MOBILE

অফলাইনেও ব্যবহার করা যায় Google Maps ৷ এই ম্যাপে রয়েছে একাধিক বৈশিষ্ট্য যা অনেকরই আজানা ৷সেই সমস্ত অজানা তথ্য রইল প্রতিবেদনে ৷

Google Maps
গুগল ম্যাপ (গেটি ইমেজ)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 18, 2024, 3:40 PM IST

হায়দরাবাদ: প্রতিদিনের প্রয়োজন হোক কিংবা অচেনা রাস্তা খুঁজে পেতে সকলেরই ভরসা গুগল ম্য়াপ ৷ শুধুমাত্র রাস্তা নয়, ছোট ছোট গলি মতো রাস্তা খুঁজতে গুগল ম্যাপ খুলে বসেন অনেকে ৷ ব্যাবহারকারীদের কথা ভেবে গুগল ম্যাপেও বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে ৷ এবার থেকে কোথায় টোল প্লাজা আছে, কোথায় হাইওয়ে সেই হদিশ মিলবে গুগল ম্যাপে ৷

শিক্ষকের ভূমিকায় গুগলের নতুন AI 'লার্ন অ্যাবাউট'

সদ্যযোগ হওয়া এই ফিচার ব্যাবহারকারীকে জানিয়ে দেবে, 'টোল আছে', চাইলে এড়িয়ে যেতে পারেন ৷ এছাড়াও হাইওয়ে দিয়ে যেতে না চাইলেও, গুগল ম্যাপের সাহায্যে আগে থেকেই হদিশ পাওয়া যাবে ৷ এছাড়াও গুগল ম্যাপে রয়েছে আরও অনেক ফিচার সেগুলোর ব্যবহার অজানা অনেকের কাছেই ৷ এবার জেনে নেওয়া যাক গুগল ম্যাপে থাকা অজানা ফিচারের বৈশিষ্ট্য ৷

আসছে ভারতের সবচেয়ে বড় IPO ! এবার শেয়ারেও Reliance Jio-র ধামাকা

অফলাইন ব্যবহার: দেশ উন্নত হলেও অনেক জায়গা আছে যেখানে আজও ইন্টারনেট নেই ৷ বিশেষত দেশের কিছু প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ এখনও পৌঁছয়নি ৷ এই সমস্ত এলাকায় গেলে সমস্য়ায় পড়তে হয় ৷ এবার থেকে এই সমস্য়ারও সমাধান হতে চলেছে ৷ অফলাইনেও এবার ব্যবহার করা যাবে গুগল ম্যাপ ৷ তার জন্য আগে থেকে ডাউনলোড করতে রাখতে হবে গুগল ম্যাপটি ৷ ডাউনলোড করা ম্যাপেও নিরবচ্ছিন্ন নেভিগেশনের সুবিধা পাওয়া যাবে । এর জন্য গুগল ম্যাপ অ্যাপটি খুলে কোথায় যেতে চান তা উল্লেখ করে অনুসন্ধান করতে হবে ৷ এরপর ডাউনলোড বিকল্পটি নির্বাচন করতে হবে। ডাউনলোড করা থাকলে অফলাইনেও ব্যবহার করা যাবে এটি ৷

গাড়ি প্রেমীদের জন্য় চারটি ভ্যারিয়েন্টে 2025 Jeep Meridian

রিয়েলটাইম অবস্থান: সাধারণত ম্যাপে যখন কোনও অবস্থান সেট করা হয় তখন সেটির প্রিভিউ দেখা যায়। এছাড়াও আপনি যদি রিয়েল-টাইম অবস্থানগুলি দেখার প্রয়োজন হবে সেটা সম্ভব হবে ৷ তার জন্য রুটের পাশে থাকা তিনটি বিন্দু সিলেক্ট করতে হবে ৷ তারপরে স্যাটেলাইট এবং ট্র্যাফিক বিকল্প সিলেক্ট করলেই রিয়েল টাইম পাওয়া যাবে ৷

রিয়েল টাইম ট্রাফিক আপডেট: যানজট এড়াতে গুগল ম্যাপে রিয়েল টাইম ট্রাফিক আপডেট ফিচার ব্যবহার করা যায় । গুগল ম্যাপ বর্তমান ট্রাফিক পরিস্থিতি বিশ্লেষণ করে। ভারী যানবাহন চলা-চলের রাস্তা ও সেই সঙ্গে ট্রাফিক এড়াতে বিকল্প রাস্তারও সন্ধান দেবে গুগল ম্যাপ ৷ ব্যস্ত সময়ে ট্রাফিকের সমস্যা থেকেও রেহাই মিলবে ৷

রাস্তার দৃশ্য: Google মানচিত্রে রাস্তার দৃশ্য বৈশিষ্ট্যটি গন্তব্যে পৌঁছানোর আগে গ্রাউন্ড-লেভেল ভিউ প্রদান করে। এই বৈশিষ্ট্যটি ল্যান্ডমার্ক খুঁজতে সাহায্য করে ৷ এর সাহায্যে নতুন অজানা জায়গাগুলিকে দেখতে খুব সহজ হয়ে যায় ৷ শহুরে পরিবেশ পরিদর্শন করার জন্য এটি বিশেষভাবে কার্যকর।

ভয়েস কমান্ড: এই ভয়েস কমান্ড বৈশিষ্ট্যটি গাড়ি চালানোর সময়ে বেশি ব্যবহার করা হয় ৷ এর সাহায্যে হাত ব্যবহার না করে Google মানচিত্র পরিচালনা করা যায় ৷ এর জন্য আপনাকে ভয়েস কমান্ডগুলি সক্রিয় করতে হবে। ব্যবহারকারীরা 'Hey Google' বলে এবং কম্যান্ড করেই এটি ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলের ফাঁদ! টাকা ফেরত পেলেন বৃদ্ধ

হায়দরাবাদ: প্রতিদিনের প্রয়োজন হোক কিংবা অচেনা রাস্তা খুঁজে পেতে সকলেরই ভরসা গুগল ম্য়াপ ৷ শুধুমাত্র রাস্তা নয়, ছোট ছোট গলি মতো রাস্তা খুঁজতে গুগল ম্যাপ খুলে বসেন অনেকে ৷ ব্যাবহারকারীদের কথা ভেবে গুগল ম্যাপেও বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে ৷ এবার থেকে কোথায় টোল প্লাজা আছে, কোথায় হাইওয়ে সেই হদিশ মিলবে গুগল ম্যাপে ৷

শিক্ষকের ভূমিকায় গুগলের নতুন AI 'লার্ন অ্যাবাউট'

সদ্যযোগ হওয়া এই ফিচার ব্যাবহারকারীকে জানিয়ে দেবে, 'টোল আছে', চাইলে এড়িয়ে যেতে পারেন ৷ এছাড়াও হাইওয়ে দিয়ে যেতে না চাইলেও, গুগল ম্যাপের সাহায্যে আগে থেকেই হদিশ পাওয়া যাবে ৷ এছাড়াও গুগল ম্যাপে রয়েছে আরও অনেক ফিচার সেগুলোর ব্যবহার অজানা অনেকের কাছেই ৷ এবার জেনে নেওয়া যাক গুগল ম্যাপে থাকা অজানা ফিচারের বৈশিষ্ট্য ৷

আসছে ভারতের সবচেয়ে বড় IPO ! এবার শেয়ারেও Reliance Jio-র ধামাকা

অফলাইন ব্যবহার: দেশ উন্নত হলেও অনেক জায়গা আছে যেখানে আজও ইন্টারনেট নেই ৷ বিশেষত দেশের কিছু প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ এখনও পৌঁছয়নি ৷ এই সমস্ত এলাকায় গেলে সমস্য়ায় পড়তে হয় ৷ এবার থেকে এই সমস্য়ারও সমাধান হতে চলেছে ৷ অফলাইনেও এবার ব্যবহার করা যাবে গুগল ম্যাপ ৷ তার জন্য আগে থেকে ডাউনলোড করতে রাখতে হবে গুগল ম্যাপটি ৷ ডাউনলোড করা ম্যাপেও নিরবচ্ছিন্ন নেভিগেশনের সুবিধা পাওয়া যাবে । এর জন্য গুগল ম্যাপ অ্যাপটি খুলে কোথায় যেতে চান তা উল্লেখ করে অনুসন্ধান করতে হবে ৷ এরপর ডাউনলোড বিকল্পটি নির্বাচন করতে হবে। ডাউনলোড করা থাকলে অফলাইনেও ব্যবহার করা যাবে এটি ৷

গাড়ি প্রেমীদের জন্য় চারটি ভ্যারিয়েন্টে 2025 Jeep Meridian

রিয়েলটাইম অবস্থান: সাধারণত ম্যাপে যখন কোনও অবস্থান সেট করা হয় তখন সেটির প্রিভিউ দেখা যায়। এছাড়াও আপনি যদি রিয়েল-টাইম অবস্থানগুলি দেখার প্রয়োজন হবে সেটা সম্ভব হবে ৷ তার জন্য রুটের পাশে থাকা তিনটি বিন্দু সিলেক্ট করতে হবে ৷ তারপরে স্যাটেলাইট এবং ট্র্যাফিক বিকল্প সিলেক্ট করলেই রিয়েল টাইম পাওয়া যাবে ৷

রিয়েল টাইম ট্রাফিক আপডেট: যানজট এড়াতে গুগল ম্যাপে রিয়েল টাইম ট্রাফিক আপডেট ফিচার ব্যবহার করা যায় । গুগল ম্যাপ বর্তমান ট্রাফিক পরিস্থিতি বিশ্লেষণ করে। ভারী যানবাহন চলা-চলের রাস্তা ও সেই সঙ্গে ট্রাফিক এড়াতে বিকল্প রাস্তারও সন্ধান দেবে গুগল ম্যাপ ৷ ব্যস্ত সময়ে ট্রাফিকের সমস্যা থেকেও রেহাই মিলবে ৷

রাস্তার দৃশ্য: Google মানচিত্রে রাস্তার দৃশ্য বৈশিষ্ট্যটি গন্তব্যে পৌঁছানোর আগে গ্রাউন্ড-লেভেল ভিউ প্রদান করে। এই বৈশিষ্ট্যটি ল্যান্ডমার্ক খুঁজতে সাহায্য করে ৷ এর সাহায্যে নতুন অজানা জায়গাগুলিকে দেখতে খুব সহজ হয়ে যায় ৷ শহুরে পরিবেশ পরিদর্শন করার জন্য এটি বিশেষভাবে কার্যকর।

ভয়েস কমান্ড: এই ভয়েস কমান্ড বৈশিষ্ট্যটি গাড়ি চালানোর সময়ে বেশি ব্যবহার করা হয় ৷ এর সাহায্যে হাত ব্যবহার না করে Google মানচিত্র পরিচালনা করা যায় ৷ এর জন্য আপনাকে ভয়েস কমান্ডগুলি সক্রিয় করতে হবে। ব্যবহারকারীরা 'Hey Google' বলে এবং কম্যান্ড করেই এটি ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলের ফাঁদ! টাকা ফেরত পেলেন বৃদ্ধ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.