ETV Bharat / state

ধর্ষণের জেরে গর্ভবতী, গ্রেপ্তার প্রতিবেশী - arrest

ধর্ষণের কথা বললে খুনের হুমকি দিত ওই প্রতিবেশী ।

rape
author img

By

Published : Jun 7, 2019, 9:05 PM IST

বারাসত, 7 জুন : মানসিক ভারসাম্যহীন মূক ও বধির যুবতিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক । ঘটনাটি দত্তপুকুরের শ্রীকৃষ্ণনগরের ।

সম্প্রতি ওই যুবতি অসুস্থ হয়ে পড়ে । চিকিৎসকের কাছে গেলে জানা যায় সে পাঁচমাসের গর্ভবতী । এরপর আকার ইঙ্গিতে বোঝায়, কে তার সঙ্গে কুকর্ম করেছে । ঘটনায় এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুবতির পরিবার ।

আজ সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে দত্তপুকুর থানার পুলিশ । তার শারীরিক পরীক্ষার পর বারাসত আদালতে তোলা হয় । অন্যদিকে যুবতির শারীরিক পরীক্ষা হয় দত্তপুকুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ।

বারাসত, 7 জুন : মানসিক ভারসাম্যহীন মূক ও বধির যুবতিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক । ঘটনাটি দত্তপুকুরের শ্রীকৃষ্ণনগরের ।

সম্প্রতি ওই যুবতি অসুস্থ হয়ে পড়ে । চিকিৎসকের কাছে গেলে জানা যায় সে পাঁচমাসের গর্ভবতী । এরপর আকার ইঙ্গিতে বোঝায়, কে তার সঙ্গে কুকর্ম করেছে । ঘটনায় এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুবতির পরিবার ।

আজ সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে দত্তপুকুর থানার পুলিশ । তার শারীরিক পরীক্ষার পর বারাসত আদালতে তোলা হয় । অন্যদিকে যুবতির শারীরিক পরীক্ষা হয় দত্তপুকুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ।

বনগাঁ পুরসভাও তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে। অনাস্থা আনলেন ১১ জন কাউন্সলর বনগাঁঃ তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই ১১ জন কাউন্সিলর। শুক্রবার সকালে তাঁরা স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র মহকুমা শাসকের কাছে জমা দিয়েছেন। সেই আবেদনপত্রে তাঁরা পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ২২ আসন বিশিষ্ট বনগাঁ পুরসভায় তৃণমূলের দখলে রয়েছে ২০টি। কংগ্রেস ও সিপিএমের একজন করে কাউন্সলর রয়েছেন। পুরপ্রধান পদে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শংকর আঢ্য। লোকসভা ভোটের ফলপ্রকাশের পর বনগাঁয় তৃণমূলের সাংগঠনিক বাঁধন অনেকটাই আলগা হয়ে গিয়েছে। সূত্রের খবর, তলে তলে অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তারই মধ্যে এদিন ১১ জন কাউন্সিলর বনগাঁর মহকুমা শাসকের কাছে পুরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা ভোটের দাবি জানান। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বনগাঁয় বিজেপি জিতেছে। ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বনগাঁ পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে ২১টিতে বিজেপি প্রার্থী লিড পেয়েছেন। আর তারপরই বনগাঁ পুরবোর্ডে ফাটল চওড়া হয়ে পড়েছে। তৃণমূল কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়ার অভিযোগ, 'পুরপ্রধান শংকর আঢ‍্যর কাজকর্মে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন বনগাঁর সাধারণ মানুষ। তার প্রমাণও মিলেছে এই লোকসভা নির্বাচনে। পুর নাগরিকদের পাশাপাশি পুরপ্রধানের কাজকর্মে ক্ষুব্ধ বেশিরভাগ কাউন্সিলরাও। আর এই অবস্থায় অনাস্থা আনা ছাড়া কোনও উপায় ছিল না।' পুরপ্রধান শংকর আঢ্য বাইরে রয়েছেন। তাই তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। তৃণমূল নেতা তথা বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ বলেন, 'কাউন্সিলরদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন মহকুমা শাসকের কাছে লিখিত কিছু একটা জমা দিয়েছেন বলে শুনেছি। এটা দলের অভ্যন্তরীণ বিষয়। দলের ভিতরেই তা মিটিয়ে নেওয়া হবে।'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.