ETV Bharat / state

বীজপুরে ব্যক্তিকে গুলি করে খুন - বীজপুর

বীজপুরের ভূতবাগান এলাকায় রাজু কুর্মি (38) নামে এক ব্যক্তিকে গুলি করে খুন । আজ সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা রাজুকে রক্তাক্ত অবস্থায় বীজপুরের পানবস্তি এলাকার রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন ৷ এরপর তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

বীজপুর
author img

By

Published : Oct 8, 2019, 1:10 PM IST

Updated : Oct 8, 2019, 3:19 PM IST

বীজপুর , 8 অক্টোবর : বীজপুর ভূতবাগান এলাকায় ব্যক্তিকে গুলি করে খুন ৷ মৃতের নাম রাজু কুর্মি (38) । রাজুর বাড়ি ভূতবাগান রেল কলোনি এলাকায় । পেশায় দিনমজুর ছিলেন ৷

আজ সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা রাজুকে রক্তাক্ত অবস্থায় বীজপুরের পানবস্তি এলাকার রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন ৷ এরপর তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

দেখুন ভিডিয়ো

রাজুকে খুনের ঘটনায় এলাকার দুষ্কৃতী পিন্টু শর্মার নাম উঠে এসেছে । মৃতের দাদা বলেন, পিন্টু কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় এসেছে ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত পিন্টু পলাতক ।

রাজু কুর্মি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন । কাঁচরাপাড়া তৃণমূলের আহ্বায়ক আলোরানি সরকারের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এই খুনের পিছনে । তবে কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, " বিরোধী রাজনৈতিক দলের দুষ্কৃতীরা রাজুকে নৃশংস ভাবে গুলি করে খুন করেছে ।" তবে BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনী পাত্র তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করে বলেন, " তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের ফলে এই খুনের ঘটনা ।"

সব মিলিয়ে পুজোর মধ্যে বীজপুরে এই খুনের ঘটনায় ফের রাজনৈতিক উত্তেজনা শুরু হল ব্যারাকপুর শিল্পাঞ্চলে । তবে কে বা কারা কী উদ্দেশ্যে খুন করেছে তা তদন্ত করে দেখছে বীজপুর থানার পুলিশ । এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । অভিযুক্ত পিন্টু শর্মার খোঁজ শুরু করেছে ।

বীজপুর , 8 অক্টোবর : বীজপুর ভূতবাগান এলাকায় ব্যক্তিকে গুলি করে খুন ৷ মৃতের নাম রাজু কুর্মি (38) । রাজুর বাড়ি ভূতবাগান রেল কলোনি এলাকায় । পেশায় দিনমজুর ছিলেন ৷

আজ সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা রাজুকে রক্তাক্ত অবস্থায় বীজপুরের পানবস্তি এলাকার রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন ৷ এরপর তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

দেখুন ভিডিয়ো

রাজুকে খুনের ঘটনায় এলাকার দুষ্কৃতী পিন্টু শর্মার নাম উঠে এসেছে । মৃতের দাদা বলেন, পিন্টু কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় এসেছে ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত পিন্টু পলাতক ।

রাজু কুর্মি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন । কাঁচরাপাড়া তৃণমূলের আহ্বায়ক আলোরানি সরকারের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এই খুনের পিছনে । তবে কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, " বিরোধী রাজনৈতিক দলের দুষ্কৃতীরা রাজুকে নৃশংস ভাবে গুলি করে খুন করেছে ।" তবে BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনী পাত্র তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করে বলেন, " তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের ফলে এই খুনের ঘটনা ।"

সব মিলিয়ে পুজোর মধ্যে বীজপুরে এই খুনের ঘটনায় ফের রাজনৈতিক উত্তেজনা শুরু হল ব্যারাকপুর শিল্পাঞ্চলে । তবে কে বা কারা কী উদ্দেশ্যে খুন করেছে তা তদন্ত করে দেখছে বীজপুর থানার পুলিশ । এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । অভিযুক্ত পিন্টু শর্মার খোঁজ শুরু করেছে ।

Intro:Body:বীজপুর ভুতবাগান এলাকায় রাজু কুর্মি (38)নামে এক যুবককে গুলি করে খুন। আজ সকালে পথচলতি মানুষ রক্তাক্ত অবস্থায় বীজপুর পানবস্তি এলাকায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা রাজু কে মৃত বলে ঘোষণা করে। পেশায় দিনমজুর রাজু কে খুনের ঘটনায় এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী পিন্টু শর্মার নাম উঠে এসেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পিন্টু পলাতক।Conclusion:
Last Updated : Oct 8, 2019, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.