ETV Bharat / state

এই সরকার ক্ষমতায় ফিরবে না, তৃণমূলের প্রচারে যশবন্ত সিনহা - narendra modi

আজ হরিপুরে আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের সমর্থনে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন BJP নেতা যশবন্ত সিনহা । তিনি নরেন্দ্র মোদি ও অমিত শাহকে "দুর্যোধন ও দুঃশাসন" বলে কটাক্ষ করেন ।

যশবন্ত সিনহা
author img

By

Published : Apr 23, 2019, 12:00 AM IST

দুর্গাপুর, 22 এপ্রিল : দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের হরিপুরে জনসভায় BJP নেতা যশবন্ত সিনহা নাম না করে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে "দুর্যোধন ও দুঃশাসন " বলে কটাক্ষ করলেন । আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের সমর্থনে আজ পাণ্ডবেশ্বর হরিপুরে জনসভায় এসে যোগ দেন বর্ষীয়ান BJP নেতা যশবন্ত সিনহা ।

বেশ কিছুদিন ধরেই নরেন্দ্র মোদি ও অমিত শাহের সমালোচনা করছেন BJP নেতা যশবন্ত সিনহা। ইতিপূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে "দেশের যোগ্য প্রধানমন্ত্রী" বলেছেন তিনি । আজ তিনি তৃণমূল প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন । হরিপুরের এই জনসভায় তিনি বলেন, "মহাভারতের কথা আপনাদের মনে আছে? পঞ্চপাণ্ডবের নাম আপনারা সবাই জানেন । একদিকে পঞ্চপাণ্ডব আর অন্যদিকে কৌরবদের 100 জন ভাই । কিন্তু সেই 100 ভাই তাদের মধ্যে বড় দুর্যোধন ও তারপর দুঃশাসন । এই দুটো নাম আপনারা জানেন । তারপর আর কোনও ভাইয়ের নাম আপনারা জানেন না ।"

তিনি আরও বলেন, "আমরা শুনছি মাঝেমধ্যেই বলছে পাকিস্তানকে আমরা ঘরে ঢুকে মেরে আসব । তাহলে আমাদের লড়াই কি শুধু পাকিস্তানের সঙ্গে? পাকিস্তান কি তাহলে আমাদের সমতুল্য? আর চিনকে দেখুন । চিন এই দেখে হাসছে । দেখুন মাত্র কয়েক বছর আগে রাষ্ট্রপুঞ্জে মাসুদ আজ়হারকে যখন আন্তর্জাতিক জঙ্গি বলা হচ্ছিল তখন চিনের বাধায় সেই ঘোষণা আটকে যায় । তখন ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে একটি লিখিত রিপোর্ট পেশ করা হয় । সেখানে কোথাও একটি বারও চিনের বাধায় মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি বলা যাচ্ছে না এমন কথা ভারতীয় বিদেশমন্ত্রক উল্লেখ করেনি । 56 ইঞ্চি ছাতি কোথায় ছিল তখন? চিনের কথা শুনলেই 56 ইঞ্চি ছাতি কোথায় চলে যায়? ভারতবর্ষের মানুষ জানতে পারছেন না যে একবার চিনের সাথে ভারতীয় সেনাদের সামনাসামনি হয়ে গেছিল । চিনা সেনারা পিছু হটলে ভারতীয় সেনারাও পিছু হটে । কিন্তু তারপর চিনাদের যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য তারা সফল করে । এই খবর ভারতবর্ষের মানুষকে জানতে দেয়নি ।"

নাম না করে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আক্রমণ করে তিনি বলেন, "আমি মুখোশ পরে থাকতে পারলাম না । কারণ এই দলে থাকতে কোথাও অস্বস্তি হচ্ছিল । আর অস্বস্তির কারণ মাত্র দু'জন ।" মোদি সরকার আর ক্ষমতায় ফিরতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন। বলেন, "দেখবেন আগামী 23 মে যখন নির্বাচনের ফল ঘোষণা হবে, তখন এরা বুঝতে পারবে দেশের মানুষ এক হয়ে এই সরকারকে আর চায়নি । এরা হয়তো EVM ক্যালকুলেট করে অনেক কিছু চেষ্টা চালাবে । কিন্তু কোনও কিছুই আর হবে না ।"

দুর্গাপুর, 22 এপ্রিল : দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের হরিপুরে জনসভায় BJP নেতা যশবন্ত সিনহা নাম না করে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে "দুর্যোধন ও দুঃশাসন " বলে কটাক্ষ করলেন । আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের সমর্থনে আজ পাণ্ডবেশ্বর হরিপুরে জনসভায় এসে যোগ দেন বর্ষীয়ান BJP নেতা যশবন্ত সিনহা ।

বেশ কিছুদিন ধরেই নরেন্দ্র মোদি ও অমিত শাহের সমালোচনা করছেন BJP নেতা যশবন্ত সিনহা। ইতিপূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে "দেশের যোগ্য প্রধানমন্ত্রী" বলেছেন তিনি । আজ তিনি তৃণমূল প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন । হরিপুরের এই জনসভায় তিনি বলেন, "মহাভারতের কথা আপনাদের মনে আছে? পঞ্চপাণ্ডবের নাম আপনারা সবাই জানেন । একদিকে পঞ্চপাণ্ডব আর অন্যদিকে কৌরবদের 100 জন ভাই । কিন্তু সেই 100 ভাই তাদের মধ্যে বড় দুর্যোধন ও তারপর দুঃশাসন । এই দুটো নাম আপনারা জানেন । তারপর আর কোনও ভাইয়ের নাম আপনারা জানেন না ।"

তিনি আরও বলেন, "আমরা শুনছি মাঝেমধ্যেই বলছে পাকিস্তানকে আমরা ঘরে ঢুকে মেরে আসব । তাহলে আমাদের লড়াই কি শুধু পাকিস্তানের সঙ্গে? পাকিস্তান কি তাহলে আমাদের সমতুল্য? আর চিনকে দেখুন । চিন এই দেখে হাসছে । দেখুন মাত্র কয়েক বছর আগে রাষ্ট্রপুঞ্জে মাসুদ আজ়হারকে যখন আন্তর্জাতিক জঙ্গি বলা হচ্ছিল তখন চিনের বাধায় সেই ঘোষণা আটকে যায় । তখন ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে একটি লিখিত রিপোর্ট পেশ করা হয় । সেখানে কোথাও একটি বারও চিনের বাধায় মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি বলা যাচ্ছে না এমন কথা ভারতীয় বিদেশমন্ত্রক উল্লেখ করেনি । 56 ইঞ্চি ছাতি কোথায় ছিল তখন? চিনের কথা শুনলেই 56 ইঞ্চি ছাতি কোথায় চলে যায়? ভারতবর্ষের মানুষ জানতে পারছেন না যে একবার চিনের সাথে ভারতীয় সেনাদের সামনাসামনি হয়ে গেছিল । চিনা সেনারা পিছু হটলে ভারতীয় সেনারাও পিছু হটে । কিন্তু তারপর চিনাদের যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য তারা সফল করে । এই খবর ভারতবর্ষের মানুষকে জানতে দেয়নি ।"

নাম না করে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আক্রমণ করে তিনি বলেন, "আমি মুখোশ পরে থাকতে পারলাম না । কারণ এই দলে থাকতে কোথাও অস্বস্তি হচ্ছিল । আর অস্বস্তির কারণ মাত্র দু'জন ।" মোদি সরকার আর ক্ষমতায় ফিরতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন। বলেন, "দেখবেন আগামী 23 মে যখন নির্বাচনের ফল ঘোষণা হবে, তখন এরা বুঝতে পারবে দেশের মানুষ এক হয়ে এই সরকারকে আর চায়নি । এরা হয়তো EVM ক্যালকুলেট করে অনেক কিছু চেষ্টা চালাবে । কিন্তু কোনও কিছুই আর হবে না ।"

Intro:""আমাদের মেয়ের গায়ের রং ছিল কালো।এক অন্য মেয়ের সাথে তাই অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল জামাই।আর আমাদের মেয়েকে প্রতিনিয়ত তার স্বামী পণ্যের জন্য তাকে চাপ দিত, শ্বশুর বাড়ি থেকে প্রচুর জিনিসপত্র আনার জন্য বলতো।অবৈধ সম্পর্কের কথা আমাদের শিক্ষিত মেয়ে জেনে ফেলার কারনেই তাকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী,শ্বাশুড়ি ও তার দুই ননদ""- কাঁকসা থানা এলাকার অজয় পল্লীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর পর এমন অভিযোগ জানালেন মৃতার মামা।

মঙ্গলবার কাঁকসার অজয় পল্লীতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। কাঁকসা অজয়পল্লির বাসিন্দা আনন্দ হালদারের সাথে ধুমধাম করে দুবছর আগে গলসী গ্রামের বাসিন্দা মৌসুমি হালদারের বিবাহ হয়।মৌসুমী উচ্চশিক্ষিত। কিন্তু তার গায়ের রঙ ছিল কালো বলে বিয়ের পর থেকেই মৌসুমীর ওপর নানানভাবে তার স্বামী অত্যাচার চালাত বলে অভিযোগ মৌসুমীর মামা জয়দেব সরকারের।এর আগে মৌসুমীর স্বামী আনন্দ হালদার মৌসুমীকে তার বাপের বাড়ি থেকে জিনিষপত্র ও টাকা আনার জন্য চাপ দিত বলে অভিযোগ। মৌসুমীর পরিবার তাদের শিক্ষিত মেয়েকে নিজেদের কাছে নিয়ে যেতে চাইলেও মৌসুমী বলেছিল "" আমি সংসার করব।আমি বেঁচে থাকব।"" কিন্তু আজ সকালে মৌসুমীকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা ।ঘটনার পর থেকেই আনন্দ হালদার ও তার মা পলাতক। দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রতিবেশীরাই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । মৌসুমীর পরিবারের পক্ষ থেকে কাঁকসা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। বাড়ির লোকেরা অভিযোগ করে মৌসুমীর স্বামী আনন্দ হালদারের অন্য এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল তাই তাকে মেরে ফেলেছে তার স্বামী। অবৈধ সম্পর্কের জেরেই মৌসুমীকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের।দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেহ ময়নাতদন্তের পরে মৃত্যুর কারন জানা যাবে বলে কাঁকসা থানার পুলিশ জানায়।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.