ETV Bharat / state

গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে সকাল সকাল বুথে ভোটাররা - purulia

পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দরডি গ্রামের 243/49 নম্বর বুথে সকাল সকাল লম্বা লাইন ভোটারদের।

ভোটের লাইনে ভোটাররা
author img

By

Published : May 12, 2019, 8:14 AM IST

Updated : May 12, 2019, 10:16 AM IST

পুরুলিয়া, 12 মে : গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে সকাল সকাল ভোটের লাইনে দাঁড়ালেন এলাকার বাসিন্দারা। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দরডি গ্রামের 243/49 নম্বর বুথের ঘটনা । এই বুথে কোনও কেন্দ্রীয় বাহিনী নেই।

ভোটারদের বক্তব্য, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আরও বাড়বে । তাই ভোট শুরুর আগেই বুথে পৌঁছে যান তাঁরা। বলেন, "কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই । শান্তিপূর্ণভাবেই ভোট হবে এলাকায় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনদিন আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া অফিস । সেই সতর্কবার্তার জেরেই আজ সকাল সকাল পুরুলিয়ার এই বুথে ভোট দিতে দেখা গেল এলাকার বাসিন্দাদের ।

পুরুলিয়া, 12 মে : গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে সকাল সকাল ভোটের লাইনে দাঁড়ালেন এলাকার বাসিন্দারা। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দরডি গ্রামের 243/49 নম্বর বুথের ঘটনা । এই বুথে কোনও কেন্দ্রীয় বাহিনী নেই।

ভোটারদের বক্তব্য, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আরও বাড়বে । তাই ভোট শুরুর আগেই বুথে পৌঁছে যান তাঁরা। বলেন, "কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই । শান্তিপূর্ণভাবেই ভোট হবে এলাকায় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনদিন আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া অফিস । সেই সতর্কবার্তার জেরেই আজ সকাল সকাল পুরুলিয়ার এই বুথে ভোট দিতে দেখা গেল এলাকার বাসিন্দাদের ।

Intro:পুরুলিয়া : রোদ্রের প্রখরতা থেকে বাঁচতে সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন ভোটাররা l পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দরডি গ্রামে 243/49 নম্বর বুথে সময়ের আগেই লম্বা লাইনে বসে পড়েছেন মহিলা ও পুরুষ ভোটাররা l বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে l Body:পুরুলিয়া : রোদ্রের প্রখরতা থেকে বাঁচতে সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন ভোটাররা l পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দরডি গ্রামে 243/49 নম্বর বুথে সময়ের আগেই লম্বা লাইনে বসে পড়েছেন মহিলা ও পুরুষ ভোটাররা l বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে l Conclusion:পুরুলিয়া : রোদ্রের প্রখরতা থেকে বাঁচতে সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন ভোটাররা l পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দরডি গ্রামে 243/49 নম্বর বুথে সময়ের আগেই লম্বা লাইনে বসে পড়েছেন মহিলা ও পুরুষ ভোটাররা l বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে l
Last Updated : May 12, 2019, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.