পুরুলিয়া, 30 মে : পুরুলিয়ায় সরকারি বাস পরিষেবা চালু হলেও কার্যত যাত্রী শূন্য l লকডাউনের জেরে বিশেষ কারণ ছাড়া যাতায়াত করছেন না সাধারণ মানুষ l কোথাও যেতে হলে বেশিরভাগ মানুষই মোটর বাইক ব্যবহার করছেন l এদিকে যাত্রী পাওয়া যাবে না, এই আশঙ্কায় রাস্তায় নামানো হচ্ছে না বেসরকারি বাস।
রাজ্য সরকারের নির্দেশে বিশেষ রুটে কয়েকটি সরকারি বাস চলাচল শুরু হয়েছে পুরুলিয়ায় l আজ সকালে একটি বাস কলকাতার উদ্দেশে রওনা দিলে তাতে যাত্রী ছিলেন মাত্র 4 জন l দুর্গাপুর থেকে আসা একটি বাসে যাত্রী ছিলেন ছিল 1 জন l মানবাজার, বাঘমুণ্ডি, অযোধ্যায় বাস চললেও কার্যত যাত্রী শূন্যই দেখা গেল l
অন্যদিকে, রাজ্য সরকারের তরফে পুরুলিয়ায় 20 জন যাত্রী নিয়ে চলাচলের অনুমতি থাকলেও যাত্রীর অভাবে কোনও বাস মালিকই পথে নামাচ্ছে না বেসরকারি বাসগুলিকে l লকডাউনের মাঝে 20 জন যাত্রী তো অনেক দূর, হাতেগোনা 2-4 জনকে পাওয়াই মুশকিল l তাই লোকসানের ভয়ে রাস্তায় নামছে না বেসরকারি বাস l অথচ রয়েছে ডিজ়েলের খরচা, কর্মীদের বেতন, বাস রক্ষণাবেক্ষণের খরচ l বর্তমান সময়ে সেই খরচও উঠবে না, সেই আশঙ্কায় বেসরকারি বাস পথে নামাতে অনিচ্ছুক বাস মালিকেরা l তা ছাড়া বাস চালালে নিয়মিত স্যানিটাইজ় করতে হবে । সব ব্যবস্থা না করে বাস চালালে বিপদের আশঙ্কা থেকেই যাবে l
সরকারি বাসকর্মীরা জানান, “ রাজ্য সরকারের নির্দেশে সরকারি বাস চলাচল শুরু হয়েছে পুরুলিয়ায় l বিশেষ রুটে কয়েকটি বাস চালানো হলেও যাত্রী থাকছে হাতেগোনা l লকডাউনের কারণেই এই সমস্যা দেখা দিচ্ছে l"