ETV Bharat / state

স্কুল থেকে তুলে নিয়ে নাবালিকাকে ধর্ষণ, ধৃত যুবক - young boy

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবক । নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jul 3, 2019, 12:28 PM IST

Updated : Jul 3, 2019, 12:50 PM IST

পুরুলিয়া, 3 জুলাই: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবক । নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের নাম ফারুক আনসারি ।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, গতকাল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিল ওই নাবালিকা । অভিযুক্ত ফারুক স্কুল থেকে ওই নাবালিকাকে জোর করে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে । বিকেলে ওই নাবালিকা বাড়িতে ফিরলে ঘটনা জানাজানি হয়। এরপরই নাবালিকার পরিবার স্থানীয় থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে । ঘটনার পরই এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত ফারুক । অভিযোগ পেয়েই তদন্তে নেমে গতকাল রাতেই নড়রা গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।

ঘটনার কথা জানাজানি হতেই নাবালিকার পরিবার ও গ্রামবাসীরা অভিযুক্তর উপযুক্ত শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ দেখায় । পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আজ আদালতে তোলা হলে অভিযোগ স্বীকার করে নেয় ফারুক।

পুরুলিয়া, 3 জুলাই: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবক । নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের নাম ফারুক আনসারি ।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, গতকাল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিল ওই নাবালিকা । অভিযুক্ত ফারুক স্কুল থেকে ওই নাবালিকাকে জোর করে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে । বিকেলে ওই নাবালিকা বাড়িতে ফিরলে ঘটনা জানাজানি হয়। এরপরই নাবালিকার পরিবার স্থানীয় থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে । ঘটনার পরই এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত ফারুক । অভিযোগ পেয়েই তদন্তে নেমে গতকাল রাতেই নড়রা গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।

ঘটনার কথা জানাজানি হতেই নাবালিকার পরিবার ও গ্রামবাসীরা অভিযুক্তর উপযুক্ত শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ দেখায় । পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আজ আদালতে তোলা হলে অভিযোগ স্বীকার করে নেয় ফারুক।

Intro:পুরুলিয়া : 11 বছর বয়সী তৃতীয় শ্রেণীর নাবালিকা ছাত্রীকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে l ঘটনা প্রতিবাদে পুরুলিয়া মফস্বল থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবারের l অভিযোগের ভিত্তিতে আজ সকালে গ্রেফতার অভিযুক্ত ফারুক আনসারীকে গ্রেফতার করেছে পুলিশ l ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত পোখরিয়া গ্রামে l অভিযুক্তের শাস্তির দাবিতে থানায় এসে বিক্ষোভ নাবালিকা ছাত্রীর পরিবার ও গ্রামবাসীদের l Body:নির্যাতিতার পরিবারের অভিযোগ, "গতকাল অর্থাৎ মঙ্গলবার পোখরিয়া গ্রামের 11 বছর বয়সী তৃতীয় শ্রেণীর ছাত্রী পোখরিয়া প্রাথমিক বিদ্যালয়ে যায় l এরপরই ওই গ্রামেরই এক যুবক ফারুক আনসারী ওই নাবালিকা ছাত্রীকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত বিল্ডিংএ ধর্ষণ করে l বিকেলে ওই নাবালিকা ছাত্রী বাড়িতে এসে সমস্ত বিষয়টি জানায় l এরপরই নাবালিকার পরিবার স্থানীয় মফস্বল থানায় অভিযুক্ত যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করে l ঘটনার পরই গতকাল রাতে পুলিশ গিয়ে অভিযুক্ত যুবককে এরেস্ট করার জন্য রওনা দেয় l কিন্তু ততক্ষনে অভিযুক্ত পলাতক l এরপর দীর্ঘ খোঁজ চালানোর পর আজ সকালে মফস্বল থানার অন্তর্গত নড়রা গ্রাম থেকে ফারুক আনসারীকে এরেস্ট করে পুলিশ l"Conclusion:এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় l নাবালিকা ছাত্রীর পরিবার ও গ্রামের লোকজন থানায় এসে অভিযুক্তর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে l পুলিশ জানায় অভিযুক্ত ফারুক আনসারীকে আজ জেলা আদালতে পেশ করা হবে l
Last Updated : Jul 3, 2019, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.