ETV Bharat / state

পুরুলিয়ায় শুরু স্যানিটাইজ়িং, হাত লাগালেন দমকল কর্মীরা - lock down

পুরুলিয়া শহরকে জীবাণুমুক্ত করতে আজ থেকে পুরুলিয়া শহরজুড়ে শুরু হল পরিষ্কার-পরিচ্ছনতার কাজ । কোরোনার প্রভাব না কাটা পর্যন্ত এভাবেই কাজ চলবে বলে জানিয়েছে পৌরসভার ভাইস চেয়ারম্যান ।

purulia
পুরুলিয়া
author img

By

Published : Mar 31, 2020, 10:34 PM IST

পুরুলিয়া, 31 মার্চ : পুরুলিয়ায় শুরু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ । শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি ধোওয়া হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে । কাজে হাত লাগিয়েছে পুরুলিয়া পৌরসভার কর্মীরা । এই উদ্যোগে শামিল হয়েছেন দমকল কর্মীরাও । আজ সকাল থেকে শহরের অলিগলিতে ও প্রশাসনিক ভবন চত্বর ধুয়ে সাফ করে তারা । কোরোনার প্রভাব না কাটা পর্যন্ত এভাবে কাজ চলবে বলে জানিয়েছে তারা ।

পুরুলিয়া পৌরসভার 23 ওয়ার্ড, সদর হাসপাতাল, জেলা আদালত চত্বর, জেলাশাসক দপ্তর কার্যালয় চত্বর, জেলা পরিষদ কার্যালয় চত্বর, হাটবাজারসহ প্রতিটি পুরুলিয়া গুরুত্বপূর্ণ এলাকা জীবাণুমুক্ত করতে করা হবে ফিনাইল স্প্রে ও ব্লিচিং স্প্রে । দমকলের ট্যাঙ্কেই এই ফিনাইল বা ব্লিচিং মেশানো হবে । পাশাপাশি পৌরবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়া হবে কোরোনার সতর্ক বার্তা ।

purulia
এভাবেই রাখছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ

এবিষয়ে পুরুলিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান বৈদ্যনাথ মণ্ডল ও কাউন্সিলর বিভাসরঞ্জন দাস বলেন, "পুরুলিয়া শহরকে জীবাণুমুক্ত করতে আজ থেকে পুরুলিয়া শহরজুড়ে শুরু হল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ । আপাতত কাজ চলবে । পুরুলিয়া শহরের মানুষ যাতে সুস্থ থাকে সে জন্য এই উদ্যোগ ।" তবে, এর সঙ্গে তিনি আরও বলেন, এভাবে এলাকা পরিষ্কার করার চেষ্টা হলেও সাধারণ মানুষ নিজে না পরিষ্কার রাখলে জীবাণুমুক্ত করা সহজ কাজ হবে না । ফলে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও ।

পুরুলিয়া পৌরসভা ও দমকল বিভাগের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুরুলিয়া শহরবাসী । নিয়মিতভাবে পুরুলিয়াজুড়ে এ ধরনের কাজ চললে সকলেই ভালো থাকবে, বলছেন তাঁরা ৷

পুরুলিয়া, 31 মার্চ : পুরুলিয়ায় শুরু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ । শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি ধোওয়া হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে । কাজে হাত লাগিয়েছে পুরুলিয়া পৌরসভার কর্মীরা । এই উদ্যোগে শামিল হয়েছেন দমকল কর্মীরাও । আজ সকাল থেকে শহরের অলিগলিতে ও প্রশাসনিক ভবন চত্বর ধুয়ে সাফ করে তারা । কোরোনার প্রভাব না কাটা পর্যন্ত এভাবে কাজ চলবে বলে জানিয়েছে তারা ।

পুরুলিয়া পৌরসভার 23 ওয়ার্ড, সদর হাসপাতাল, জেলা আদালত চত্বর, জেলাশাসক দপ্তর কার্যালয় চত্বর, জেলা পরিষদ কার্যালয় চত্বর, হাটবাজারসহ প্রতিটি পুরুলিয়া গুরুত্বপূর্ণ এলাকা জীবাণুমুক্ত করতে করা হবে ফিনাইল স্প্রে ও ব্লিচিং স্প্রে । দমকলের ট্যাঙ্কেই এই ফিনাইল বা ব্লিচিং মেশানো হবে । পাশাপাশি পৌরবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়া হবে কোরোনার সতর্ক বার্তা ।

purulia
এভাবেই রাখছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ

এবিষয়ে পুরুলিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান বৈদ্যনাথ মণ্ডল ও কাউন্সিলর বিভাসরঞ্জন দাস বলেন, "পুরুলিয়া শহরকে জীবাণুমুক্ত করতে আজ থেকে পুরুলিয়া শহরজুড়ে শুরু হল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ । আপাতত কাজ চলবে । পুরুলিয়া শহরের মানুষ যাতে সুস্থ থাকে সে জন্য এই উদ্যোগ ।" তবে, এর সঙ্গে তিনি আরও বলেন, এভাবে এলাকা পরিষ্কার করার চেষ্টা হলেও সাধারণ মানুষ নিজে না পরিষ্কার রাখলে জীবাণুমুক্ত করা সহজ কাজ হবে না । ফলে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও ।

পুরুলিয়া পৌরসভা ও দমকল বিভাগের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুরুলিয়া শহরবাসী । নিয়মিতভাবে পুরুলিয়াজুড়ে এ ধরনের কাজ চললে সকলেই ভালো থাকবে, বলছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.