ETV Bharat / state

BJP-র বিজয় মিছিলের বাজি থেকে আগুন, প্রতিবাদ করে আক্রান্ত 6

রবিবার পিঁড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় BJP-র এক বিজয় মিছিলের আয়োজন করা হয় । সেই মিছিলে BJP কর্মীরা বাজি পটকা ফাটায় । সেই বাজি থেকে আগুন লেগে যায় খড়ের গাদায় l এর প্রতিবাদ করেন খড়ের গাদার মালিক গৌতম রাজোয়াড় l BJP কর্মীরা তাঁকে মারতে তেড়ে আসে বলে অভিযোগ l

আহত গ্রামবাসী
author img

By

Published : Jun 2, 2019, 11:29 PM IST

পুরুলিয়া, 2 জুন : BJP-র বিজয় মিছিলের বাজি থেকে আগুন। অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে BJP কর্মীদের হাতে আক্রান্ত হন গ্রামবাসীরা। হামলায় গুরুতর জখম চার মহিলা সহ মোট 6 জন l ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার মফস্বল থানার পিঁড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় l

রবিবার পিঁড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় BJP-র এক বিজয় মিছিলের আয়োজন করা হয় । সেই মিছিলে BJP কর্মীরা বাজি পটকা ফাটায় । সেই বাজি থেকে আগুন লেগে যায় খড়ের গাদায় l এর প্রতিবাদ করেন খড়ের গাদার মালিক গৌতম রাজোয়াড় l BJP কর্মীরা তাঁকে মারতে তেড়ে আসে বলে অভিযোগ l

তাঁকে বাঁচাতে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা এগিয়ে আসেন । অভিযোগ, সেই সময়ই BJP কর্মীরা আনন্দ রাজোয়াড়, সমলা রাজোয়াড়, কমলা রাজোয়াড়, ধবল রাজোয়াড় সহ ছয় জনকে বেদম মারধর করে । আহতদের পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত গ্রামবাসীদের অভিযোগ, ওই মিছিলে সিভিক পুলিশ ও রাজ্য পুলিশ উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে তারা l তাদের দাবি, "ঘটনায় ওই BJP কর্মীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক ।"

যদিও এই হামলার ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব l তাদের দাবি, যারা হামলা চালিয়েছে তারা BJP-র সঙ্গে যুক্ত নয় l পারিবারিক শত্রুতার কারণে কারণে এই ঘটনা ঘটতে পারে l

পুরুলিয়া, 2 জুন : BJP-র বিজয় মিছিলের বাজি থেকে আগুন। অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে BJP কর্মীদের হাতে আক্রান্ত হন গ্রামবাসীরা। হামলায় গুরুতর জখম চার মহিলা সহ মোট 6 জন l ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার মফস্বল থানার পিঁড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় l

রবিবার পিঁড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় BJP-র এক বিজয় মিছিলের আয়োজন করা হয় । সেই মিছিলে BJP কর্মীরা বাজি পটকা ফাটায় । সেই বাজি থেকে আগুন লেগে যায় খড়ের গাদায় l এর প্রতিবাদ করেন খড়ের গাদার মালিক গৌতম রাজোয়াড় l BJP কর্মীরা তাঁকে মারতে তেড়ে আসে বলে অভিযোগ l

তাঁকে বাঁচাতে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা এগিয়ে আসেন । অভিযোগ, সেই সময়ই BJP কর্মীরা আনন্দ রাজোয়াড়, সমলা রাজোয়াড়, কমলা রাজোয়াড়, ধবল রাজোয়াড় সহ ছয় জনকে বেদম মারধর করে । আহতদের পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত গ্রামবাসীদের অভিযোগ, ওই মিছিলে সিভিক পুলিশ ও রাজ্য পুলিশ উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে তারা l তাদের দাবি, "ঘটনায় ওই BJP কর্মীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক ।"

যদিও এই হামলার ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব l তাদের দাবি, যারা হামলা চালিয়েছে তারা BJP-র সঙ্গে যুক্ত নয় l পারিবারিক শত্রুতার কারণে কারণে এই ঘটনা ঘটতে পারে l

Intro:পুরুলিয়া : বিজেপির বিজয় মিছিলে মাত্রাতিরিক্ত বাজি পটকা ফাটানোয় আগুন ধরে যায় খড়ের গাদায় l এই ঘটনায় প্রতিবাদ করলে গেলে বিজেপি কর্মীদের মারের আঘাতে গুরুতর জখম হন চার মহিলা সহ মোট 6 জন গ্রামবাসী l ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি এলাকায় l রবিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার পিঁড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় l Body:প্রসঙ্গত, রবিবার পিঁড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির এক বিজয় মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে বিজেপি মাত্রাতিরিক্ত ভাবে বাজি পটকা ফাটায় বলে অভিযোগ l সেই বাজি পটকা থেকে আগুন লাগে এক গ্রামবাসীর খড়ের গাদায় l আর এই ঘটনায় প্রথমে প্রতিবাদ করতে যায় গ্রামবাসী গৌতম রাজোয়াড় l সেই সময়ই মিছিলে অংশগ্রহণকারী বিজেপি কর্মীরা তাকে মারতে তেড়ে আসে l বিজেপি কর্মীদের মারের হাত থেকে তাকে বাঁচাতে যায় তাদের পরিবারের লোকজন ও গ্রামবাসীরা l সেই সময়ই বিজেপি কর্মীরা মাদকাসক্ত অবস্থায় আনন্দ রাজোয়াড়, সমলা রাজোয়াড়, কমলা রাজোয়াড়, ধবল রাজোয়াড় সহ ছয় জনকে বেদম মারধর করে । ঘটনাকে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় l ঘটনায় বন্ধ হয়ে যায় বিজেপির ওই বিজয় মিছিল l গ্রামবাসীরা আহতদের তৎক্ষণাৎ উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসে l Conclusion:আহত গ্রামবাসীদের অভিযোগ, ওই মিছিলে সিভিক পুলিশ ও রাজ্য পুলিশ উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে তারা l তাদের দাবি, "ঘটনায় ওই বিজেপি কর্মীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করুক l" যদিও এই হামলার ঘটনার কথা অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব l তাদের দাবি, যারা হামলা চালিয়েছে তারা বিজেপির সঙ্গে যুক্ত নয় l পারিবারিক শত্রুতার কারণে কারণে এই ঘটনা ঘটতে পারে l"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.