পুরুলিয়া, 19 এপ্রিল : লকডাউন ভেঙে রাস্তায় বিক্ষোভ দেখানোর অভিযোগে পুরুলিয়ায় গ্রেপ্তার করা হয় CPI(M)-এর 11 জন নেতা-কর্মীকে l গতরাতে CPI(M)-এর উত্তর এরিয়া কমিটির সম্পাদক নিলয় মুখোপাধ্যায়সহ 8 জনকে এবং হুড়া ব্লকের 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ l আজ সকালে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয় l রাজ্য নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ পুরুলিয়া শহরসহ জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ আন্দোলন শুরু করে CPI(M) l
নিলয় মুখোপাধ্যায় বলেন, " গতকাল সামাজিক দূরত্ব মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে পুরুলিয়া শহর ও হুড়া ব্লকে 7 দফা দাবিতে বিক্ষোভ আন্দোলন করা হয় l ঘন্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ l এরপরই রাতে পুলিশ শহরের 8 জনকে এবং হুড়া ব্লকের 3 জনকে গ্রেপ্তার করে l আজ সকালে ছেড়ে দেওয়া হয় l আমরা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ দেখানো সত্ত্বেও পুলিশ কী অভিযোগে কর্মীদের গ্রেপ্তার করল ? আমরা এই ঘটনার এবং রাজ্য নেতাদের গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি l তাই আজ জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে l"
গতকাল পুরুলিয়া শহরের অলোঙ্গিডাঙা মোড়ে দুস্থদের অ্যাকাউন্টে টাকা, রেশন দুর্নীতি বন্ধ করা, পুরুলিয়া সদর হাসপাতালে কোরোনা টেস্ট শুরু করাসহ 7 দফা দাবিতে বিক্ষোভ দেখান CPI(M) কর্মী- সমর্থকেরা । উপস্থিত ছিলেন CPI(M) -এর উত্তর এরিয়া কমিটির সম্পাদক নিলয় মুখোপাধ্যায় । ঘণ্টাখানেক চলে এই বিক্ষোভ কর্মসূচি । শরীরে পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁরা l এই অভিযোগেই পুরুলিয়া জেলা পুলিশ গ্রেপ্তার করে CPI(M) নেতা-কর্মীদের l