ETV Bharat / state

Night Shelter for Homeless : আশ্রয়হীনদের ঠাঁই দিতে উদ্যোগী পুরুলিয়া পৌরসভা

শীতে গৃহহীনদের রাতে থাকার ব্যবস্থা করে দিতে উদ্যোগী হল পুরুলিয়া পৌরসভা (Night Shelter for Homeless at Purulia) ৷ মঙ্গলবার রাতে পুরুলিয়া শহরে গিয়ে প্রচার করেন পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি ৷

purulia municipality arrange night shelter for homeless
Night Shelter for Homeless : আশ্রয়হীনদের ঠাঁই দিতে উদ্যোগী পুরুলিয়া পৌরসভা
author img

By

Published : Dec 29, 2021, 6:40 PM IST

পুরুলিয়া, 28 ডিসেম্বর : পুরুলিয়া জেলায় পড়েছে হাড়হিম করা শীত। ঠান্ডায় কাবু জেলাবাসী । এই সময় নজিরবিহীন সিদ্ধান্ত নিল পুরুলিয়া পৌরসভা (purulia municipality arrange night shelter for homeless) । শীতে কাহিল ফুটপাতবাসী ও অসহায় গৃহহীনদের ঠাঁই দিতে এগিয়ে এলেন পুরুলিয়ার পৌরসভার প্রশাসক নিজে (Night Shelte for Homeless at Purulia) ।

পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি জানিয়েছেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন এই শীতে গৃহহীন অসহায় মানুষদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে পুরুলিয়া পৌরসভা । এমনকি রাতে যারা থাকবেন, তাঁদের কম্বল ও খাবারের ব্যবস্থাও করা হবে ।

গতকাল, মঙ্গলবার রাতে পুরুলিয়া পৌরসভার প্রশাসক নিজে পুরুলিয়া রেল স্টেশন, বাস স্ট্যান্ড-সহ বিভিন্ন জায়গায় এ বিষয়ে প্রচার করেন । চারজন অসহায়কে চিহ্নিত করে কালই রাতে থাকার ব্যবস্থাও করেছেন ৷

শহুরে গৃহহীনদের শীতকালীন রাত্রিবাস নামের এই ব্যবস্থাতে পুরুলিয়া শহরের মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন নবেন্দু মাহালি ।

Night Shelter for Homeless : আশ্রয়হীনদের ঠাঁই দিতে উদ্যোগী পুরুলিয়া পৌরসভা

আরও পড়ুন : Wall Art in Purulia School : স্কুলের বারান্দায় আস্ত ট্রেন ! শিল্পীর রং তুলিতে সেজে উঠল পুরুলিয়ার স্কুল

তিনি আরও জানান, যতজন মানুষ আসবেন কোনও অসুবিধা নেই, সাধারণ নাগরিকদের কাছেও এই বিষয়ে আবেদন করেন নবেন্দু মাহালি ৷ তেমন কোনও ব্যক্তি থাকলে যেন পুরুলিয়া পৌরসভাকে খবর দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন ।

পুরুলিয়া, 28 ডিসেম্বর : পুরুলিয়া জেলায় পড়েছে হাড়হিম করা শীত। ঠান্ডায় কাবু জেলাবাসী । এই সময় নজিরবিহীন সিদ্ধান্ত নিল পুরুলিয়া পৌরসভা (purulia municipality arrange night shelter for homeless) । শীতে কাহিল ফুটপাতবাসী ও অসহায় গৃহহীনদের ঠাঁই দিতে এগিয়ে এলেন পুরুলিয়ার পৌরসভার প্রশাসক নিজে (Night Shelte for Homeless at Purulia) ।

পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি জানিয়েছেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন এই শীতে গৃহহীন অসহায় মানুষদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে পুরুলিয়া পৌরসভা । এমনকি রাতে যারা থাকবেন, তাঁদের কম্বল ও খাবারের ব্যবস্থাও করা হবে ।

গতকাল, মঙ্গলবার রাতে পুরুলিয়া পৌরসভার প্রশাসক নিজে পুরুলিয়া রেল স্টেশন, বাস স্ট্যান্ড-সহ বিভিন্ন জায়গায় এ বিষয়ে প্রচার করেন । চারজন অসহায়কে চিহ্নিত করে কালই রাতে থাকার ব্যবস্থাও করেছেন ৷

শহুরে গৃহহীনদের শীতকালীন রাত্রিবাস নামের এই ব্যবস্থাতে পুরুলিয়া শহরের মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন নবেন্দু মাহালি ।

Night Shelter for Homeless : আশ্রয়হীনদের ঠাঁই দিতে উদ্যোগী পুরুলিয়া পৌরসভা

আরও পড়ুন : Wall Art in Purulia School : স্কুলের বারান্দায় আস্ত ট্রেন ! শিল্পীর রং তুলিতে সেজে উঠল পুরুলিয়ার স্কুল

তিনি আরও জানান, যতজন মানুষ আসবেন কোনও অসুবিধা নেই, সাধারণ নাগরিকদের কাছেও এই বিষয়ে আবেদন করেন নবেন্দু মাহালি ৷ তেমন কোনও ব্যক্তি থাকলে যেন পুরুলিয়া পৌরসভাকে খবর দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.