ETV Bharat / state

Poll Boycott in Purulia: অযোধ্যায় ভোট বয়কটের ডাক, অস্বস্তিতে তৃণমূল - অযোধ্যায় ভোট বয়কটের ডাক

নিজেদের দাবি-দাওয়া পূরণ করতে অযোধ্যা পাহাড়ের গ্রামে গ্রামে দেওয়াল লিখনের মাধ্যমে ভোট বয়কটের ডাক দিলেন আদিবাসীরা ৷

Etv Bharat
দেওয়াল লিখে ভোট বয়কটের ডাক আদিবাসীদের
author img

By

Published : May 7, 2023, 12:02 PM IST

পুরুলিয়া, 7 মে: রাজ্যের পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এই পাহাড়কে কেন্দ্র করে পুরুলিয়ার পর্যটন ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে । কিন্তু এই অযোধ্যা পাহাড়েই আদিবাসীরাই বঞ্চনার শিকার হচ্ছেন দিনের পর দিন, এমনটাই অভিযোগ তাঁদের । তাই নিজেদের দাবি জানিয়ে ভোট বয়কটের ডাক দিলেন আদিবাসীরা । দেওয়াল লিখে নিজেদের দাবির কথাও জানিয়েছেন তাঁরা ।

গ্রামবাসীদের দাবি, পরিবেশ বিরোধী কোনও প্রকল্প করা যাবে না এই পাহাড়ে ৷ এই মর্মে টুরগা-সহ বিভিন্ন প্রকল্প বাতিলের দাবি জানিয়ে ইতিমধ্যেই দেওয়াল লিখনের মাধ্য়মে ভোট বয়কটের দাবি করেছেন গ্রামবাসীরা ৷ পাশাপাশি আদিবাসী সংগঠন 'ভারত জাকাত মাঝি পারগানা মহলে'র সদস্যরা অযোধ্যা পাহাড়ের গ্রাম পরিক্রম করে তাঁরা । এদিকে এই ভোট বয়কটের জেরে অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল ।

আদিবাসী সংগঠন 'ভারত জাকাত মাঝি পারগানা মহলে'র সদস্য নকুলচন্দ্র বাস্কে, রতন লাল হাঁসদাদের দাবি, উন্নয়নের নামে অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক পরিবেশকে ধবংস করা হচ্ছে । অযোধ্যা পাহাড়ে জল-জঙ্গল-জমির ধ্বংস করে কোনও প্রকল্প হোটেল রিসর্ট তৈরি করা যাবে না ৷ গ্রামসভা এবং গ্রামের স্ব-শাসনকে স্বীকৃতি দিতে হবে । দাবি না মানলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে।

এই ঘটনায় পুরুলিয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, "মুখ্যমন্ত্রী দাবি করেন জঙ্গলমহল হাসছে, অথচ তৃণমূলের 12 বছরের শাসনে কোনওরকম উন্নয়নের কাজই হয়নি । বাম জমানা থেকে তৃণমূলের জমানা নরকে ঠেলে দিয়েছে । আগামিদিনে মানুষ-এর যোগ্য জবাব দেবে ।" অন্যদিকে পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জানান, আদিবাসী সংগঠন 'ভারত জাকাত মাঝি পারগানা মহল' আদিবাসীদেরন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে । সরকারকে অপদস্থ করার চেষ্টা চালাচ্ছে । ওদের উচিত প্রশাসনের সঙ্গে আলোচনায় বসা ।

আরও পড়ুন: এসপ্ল্যানেড মেট্রোর নাম বদলের দাবি শুভেন্দুর, ধর্মতলার স্বপক্ষে কথা বলবেন রেলমন্ত্রীর সঙ্গে

উল্লেখ্য, পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের অন্তর্গত অযোধ্যা পাহাড়ে তৎকালীন বাম জমানায় মাও আতঙ্কে মুখ ফিরিয়েছিল পর্যটকরা । বর্তমানে তৃণমূল জমানায় রাজ্যের কোথাও মাও আতঙ্ক আর নেই । স্বাভাবিক হয়েছে পুরুলিয়া জেলা । সেই অযোধ্যা পাহাড়েই এবার আদিবাসীদের বঞ্চনার অভিযোগ উঠল । আগামীদিনে তাদের এই দাবি পূরণ হয় কি না সেদিকেই তাকিয়ে সকলে ।

পুরুলিয়া, 7 মে: রাজ্যের পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এই পাহাড়কে কেন্দ্র করে পুরুলিয়ার পর্যটন ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে । কিন্তু এই অযোধ্যা পাহাড়েই আদিবাসীরাই বঞ্চনার শিকার হচ্ছেন দিনের পর দিন, এমনটাই অভিযোগ তাঁদের । তাই নিজেদের দাবি জানিয়ে ভোট বয়কটের ডাক দিলেন আদিবাসীরা । দেওয়াল লিখে নিজেদের দাবির কথাও জানিয়েছেন তাঁরা ।

গ্রামবাসীদের দাবি, পরিবেশ বিরোধী কোনও প্রকল্প করা যাবে না এই পাহাড়ে ৷ এই মর্মে টুরগা-সহ বিভিন্ন প্রকল্প বাতিলের দাবি জানিয়ে ইতিমধ্যেই দেওয়াল লিখনের মাধ্য়মে ভোট বয়কটের দাবি করেছেন গ্রামবাসীরা ৷ পাশাপাশি আদিবাসী সংগঠন 'ভারত জাকাত মাঝি পারগানা মহলে'র সদস্যরা অযোধ্যা পাহাড়ের গ্রাম পরিক্রম করে তাঁরা । এদিকে এই ভোট বয়কটের জেরে অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল ।

আদিবাসী সংগঠন 'ভারত জাকাত মাঝি পারগানা মহলে'র সদস্য নকুলচন্দ্র বাস্কে, রতন লাল হাঁসদাদের দাবি, উন্নয়নের নামে অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক পরিবেশকে ধবংস করা হচ্ছে । অযোধ্যা পাহাড়ে জল-জঙ্গল-জমির ধ্বংস করে কোনও প্রকল্প হোটেল রিসর্ট তৈরি করা যাবে না ৷ গ্রামসভা এবং গ্রামের স্ব-শাসনকে স্বীকৃতি দিতে হবে । দাবি না মানলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে।

এই ঘটনায় পুরুলিয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, "মুখ্যমন্ত্রী দাবি করেন জঙ্গলমহল হাসছে, অথচ তৃণমূলের 12 বছরের শাসনে কোনওরকম উন্নয়নের কাজই হয়নি । বাম জমানা থেকে তৃণমূলের জমানা নরকে ঠেলে দিয়েছে । আগামিদিনে মানুষ-এর যোগ্য জবাব দেবে ।" অন্যদিকে পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জানান, আদিবাসী সংগঠন 'ভারত জাকাত মাঝি পারগানা মহল' আদিবাসীদেরন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে । সরকারকে অপদস্থ করার চেষ্টা চালাচ্ছে । ওদের উচিত প্রশাসনের সঙ্গে আলোচনায় বসা ।

আরও পড়ুন: এসপ্ল্যানেড মেট্রোর নাম বদলের দাবি শুভেন্দুর, ধর্মতলার স্বপক্ষে কথা বলবেন রেলমন্ত্রীর সঙ্গে

উল্লেখ্য, পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের অন্তর্গত অযোধ্যা পাহাড়ে তৎকালীন বাম জমানায় মাও আতঙ্কে মুখ ফিরিয়েছিল পর্যটকরা । বর্তমানে তৃণমূল জমানায় রাজ্যের কোথাও মাও আতঙ্ক আর নেই । স্বাভাবিক হয়েছে পুরুলিয়া জেলা । সেই অযোধ্যা পাহাড়েই এবার আদিবাসীদের বঞ্চনার অভিযোগ উঠল । আগামীদিনে তাদের এই দাবি পূরণ হয় কি না সেদিকেই তাকিয়ে সকলে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.