ETV Bharat / state

পুরুলিয়ায় উদ্বোধন গাইড ম্যাপের, পুজোর বিকেলে শহরের রাস্তায় বন্ধ গাড়ি চলাচল

দুর্গাপুজো উপলক্ষ্যে পুরুলিয়া শহরের গাইড ম্যপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুলিশ সুপার আকাশ মাঘারিয়া ৷ পুজো উপলক্ষ্যে শহরে বাড়ানো হয়েছে CCTV-ও ৷

পুরুলিয়ায় উদ্বোধন গাইড ম্যাপের
author img

By

Published : Oct 3, 2019, 9:16 PM IST

Updated : Oct 3, 2019, 11:13 PM IST

পুরুলিয়া, 3 অক্টোবর : দুর্গাপুজো উপলক্ষ্যে পুরুলিয়া শহরের গাইড ম্যপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুলিশ সুপার আকাশ মাঘারিয়া ৷ সঙ্গে জানান, সুষ্ঠুভাবে পুজো পরিচালনায় জন্য আড়াই হাজার পুলিশ ও 400 টাকা বেতনভিত্তিক চার হাজার হোমগার্ড মোতায়েন করা হবে শহরে ৷

যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরুলিয়া শহর, বলরামপুর, বরাবাজার, আদ্রা, রঘুনাথপুরে থাকবে সিভিল ড্রেসে স্পেশাল ক্রাইম টিম ৷ পুজো উপলক্ষ্যে শহরে বাড়ানো হয়েছে CCTV-ও ৷

ভিডিয়োয় শুনুন পুলিশ সুপারের বক্তব্য

পুরুলিয়া মফঃস্বল থানা আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রতিটি থানার পুলিশ আধিকারিক, পুজো কমিটির উদ্যোক্তা ও বিশিষ্টজনেরা ৷ পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, "উৎসবের দিনগুলিতে শহরে যানজট এড়াতে যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে ৷ শহরের মাঝের সব রাস্তাতেই বিকেল 5টা থেকে রাত 12 টা পর্যন্ত গাড়ি চলাচল একেবারে বন্ধ থাকবে ৷ বাড়ানো হবে CCTV ৷ থাকবে সাদা পোশাকের পুলিশও ৷"

প্রতিটি পুজো মণ্ডপে থাকবে পুলিশের টিম ৷ আপৎকালীন যানবাহন, যেমন- অ্যাম্বুলেন্স, দমকলের ব্যবস্থা শহরে থাকবে বলেও জানান পুলিশ সুপার ৷

পুরুলিয়া, 3 অক্টোবর : দুর্গাপুজো উপলক্ষ্যে পুরুলিয়া শহরের গাইড ম্যপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুলিশ সুপার আকাশ মাঘারিয়া ৷ সঙ্গে জানান, সুষ্ঠুভাবে পুজো পরিচালনায় জন্য আড়াই হাজার পুলিশ ও 400 টাকা বেতনভিত্তিক চার হাজার হোমগার্ড মোতায়েন করা হবে শহরে ৷

যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরুলিয়া শহর, বলরামপুর, বরাবাজার, আদ্রা, রঘুনাথপুরে থাকবে সিভিল ড্রেসে স্পেশাল ক্রাইম টিম ৷ পুজো উপলক্ষ্যে শহরে বাড়ানো হয়েছে CCTV-ও ৷

ভিডিয়োয় শুনুন পুলিশ সুপারের বক্তব্য

পুরুলিয়া মফঃস্বল থানা আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রতিটি থানার পুলিশ আধিকারিক, পুজো কমিটির উদ্যোক্তা ও বিশিষ্টজনেরা ৷ পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, "উৎসবের দিনগুলিতে শহরে যানজট এড়াতে যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে ৷ শহরের মাঝের সব রাস্তাতেই বিকেল 5টা থেকে রাত 12 টা পর্যন্ত গাড়ি চলাচল একেবারে বন্ধ থাকবে ৷ বাড়ানো হবে CCTV ৷ থাকবে সাদা পোশাকের পুলিশও ৷"

প্রতিটি পুজো মণ্ডপে থাকবে পুলিশের টিম ৷ আপৎকালীন যানবাহন, যেমন- অ্যাম্বুলেন্স, দমকলের ব্যবস্থা শহরে থাকবে বলেও জানান পুলিশ সুপার ৷

Intro:পুরুলিয়া : দুর্গা পুজো উপলক্ষে পুরুলিয়া শহরের গাইড ম্যাপ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া l এছাড়াও এবার সুষ্ঠুভাবে পুজো পরিচালনায় জন্য থাকছে আড়াই হাজার পুলিশ l প্রতিদিন 400 টাকার বেতন ভিত্তিক 4 হাজার হোমগার্ডও মোতায়েন করা হবে শহরে l যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরুলিয়া শহর, বলরামপুর, বরাবাজার, আদ্রা, রঘুনাথপুরে থাকবে সিভিল ড্রেসে স্পেশাল ক্রাইম টিম এছাড়াও পুজো উপলক্ষে শহরের বাড়ানো হয়েছে সিসিটিভি l বৃহস্পতিবার পুরুলিয়া মফস্বল থানায় আয়োজিত এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রতিটি থানার পুলিশ আধিকারিকেরা এবং পুরুলিয়া শহরের পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে সঙ্গে বিশিষ্ট জনেরাও l Body:জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া জানান, উৎসবের দিনগুলিতে শহরে যানজট এড়াতে যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে l শহরের মধ্যেখানের সব রাস্তাতেই সন্ধ্যা 5 টা থেকে রাত্রি 12 টা অবধি গাড়ি চলাচল একেবারেই বন্ধ l বাড়ানো হবে ক্লোজ সার্কিট টিভি, থাকবে সাদা পোশাকে পুলিশ l প্রতিটি পুজো মণ্ডপে থাকবে পুলিশের টিম l তবে আপত্কালীন যানবাহন, যেমন এম্বুলেন্স, দমকল গাড়িগুলির ব্যবস্থা থাকছে শহরে বলে জানান তিনি lConclusion:পুরুলিয়া
Last Updated : Oct 3, 2019, 11:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.