পুরুলিয়া, ১৮ মার্চ : লোকসভা ভোটের মুখে পুরুলিয়ায় কংগ্রেস, CPI(M) এবং তৃণমূল কংগ্রেস থেকে ৫৮টি পরিবার গতকাল BJP-তে যোগ দেয়। BJP-র পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
পুরুলিয়ার দুলমি নডিহা এলাকায় BJP-র কার্যালয়ে এক অনুষ্ঠানে ওই পরিবারগুলি BJP-তে যোগদান করে। তার মধ্যে বেশিরভাগই নবীন প্রজন্মের ভোটার। BJP জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "সারাদেশে BJP-র ঢেউ উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে দেশের মানুষ ধ্বনি দিচ্ছে। দেশের সুরক্ষার স্বার্থে নরেন্দ্র মোদিকেই প্রয়োজন। তাই পুরুলিয়ার বিভিন্ন ওয়ার্ড থেকে অন্যান্য দলের কর্মীরা দলে দলে BJP-তে যোগ দিচ্ছেন। বেশিরভাগই যুবক।"
এই প্রসঙ্গে BJP-র শহর মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, "পুরুলিয়া শহরে যুবদের মধ্যে নবজাগরণের একটা উচ্ছাস দেখা গেছে। উন্নয়নমূলক কাজে লিপ্ত হতেই আজ তাঁরা BJP-তে যোগ দিলেন।"