ETV Bharat / state

পুরুলিয়ায় BJP-তে যোগদান ৫৮টি পরিবারের - bjp

পুরুলিয়ায় কংগ্রেস, CPI(M) এবং তৃণমূল কংগ্রেস থেকে ৫৮টি পরিবার গতকাল BJP-তে যোগ দেয়। BJP-র পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

bjp তে যোগদান
author img

By

Published : Mar 18, 2019, 5:03 AM IST

পুরুলিয়া, ১৮ মার্চ : লোকসভা ভোটের মুখে পুরুলিয়ায় কংগ্রেস, CPI(M) এবং তৃণমূল কংগ্রেস থেকে ৫৮টি পরিবার গতকাল BJP-তে যোগ দেয়। BJP-র পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

পুরুলিয়ার দুলমি নডিহা এলাকায় BJP-র কার্যালয়ে এক অনুষ্ঠানে ওই পরিবারগুলি BJP-তে যোগদান করে। তার মধ্যে বেশিরভাগই নবীন প্রজন্মের ভোটার। BJP জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "সারাদেশে BJP-র ঢেউ উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে দেশের মানুষ ধ্বনি দিচ্ছে। দেশের সুরক্ষার স্বার্থে নরেন্দ্র মোদিকেই প্রয়োজন। তাই পুরুলিয়ার বিভিন্ন ওয়ার্ড থেকে অন্যান্য দলের কর্মীরা দলে দলে BJP-তে যোগ দিচ্ছেন। বেশিরভাগই যুবক।"

এই প্রসঙ্গে BJP-র শহর মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, "পুরুলিয়া শহরে যুবদের মধ্যে নবজাগরণের একটা উচ্ছাস দেখা গেছে। উন্নয়নমূলক কাজে লিপ্ত হতেই আজ তাঁরা BJP-তে যোগ দিলেন।"

পুরুলিয়া, ১৮ মার্চ : লোকসভা ভোটের মুখে পুরুলিয়ায় কংগ্রেস, CPI(M) এবং তৃণমূল কংগ্রেস থেকে ৫৮টি পরিবার গতকাল BJP-তে যোগ দেয়। BJP-র পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

পুরুলিয়ার দুলমি নডিহা এলাকায় BJP-র কার্যালয়ে এক অনুষ্ঠানে ওই পরিবারগুলি BJP-তে যোগদান করে। তার মধ্যে বেশিরভাগই নবীন প্রজন্মের ভোটার। BJP জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "সারাদেশে BJP-র ঢেউ উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে দেশের মানুষ ধ্বনি দিচ্ছে। দেশের সুরক্ষার স্বার্থে নরেন্দ্র মোদিকেই প্রয়োজন। তাই পুরুলিয়ার বিভিন্ন ওয়ার্ড থেকে অন্যান্য দলের কর্মীরা দলে দলে BJP-তে যোগ দিচ্ছেন। বেশিরভাগই যুবক।"

এই প্রসঙ্গে BJP-র শহর মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, "পুরুলিয়া শহরে যুবদের মধ্যে নবজাগরণের একটা উচ্ছাস দেখা গেছে। উন্নয়নমূলক কাজে লিপ্ত হতেই আজ তাঁরা BJP-তে যোগ দিলেন।"

Intro:পুরুলিয়া : মিছিলে সামনের সারিতে নেতা-নেত্রীদের রেখে ‘সংহতি দিবস’ পালন করল জেলা তৃণমূল কংগ্রেস। বৃহষ্পতিবার, দুপুরে পুরুলিয়া শহরে মিছিল আয়োজিত হয়। জুবিলি ময়দান থেকে শুরু হয়ে মেইন রোড ধরে মিছিলটি পুরুলিয়া শহরের একটি অংশ পরিক্রমা করে। মিছিলের অন্যতম আয়োজক তৃণমূলের যুব সংগঠনের জেলা সভাপতি সুশান্ত মাহাতো জানান, ‘বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি, কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে পুরুলিয়ায় সংহতি দিবস উপলক্ষে জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মহা মিছিল আয়োজিত হল পুরুলিয়া শহরেI Body:এদিন এই মিছিলে পা মেলান পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, সাংসদ মৃগাঙ্ক মাহাতো, তৃণমূল যুব সভাপতি সুশান্ত মাহাতো, সহ জেলা নেতৃত্ব। পুরুলিয়া শহর পরিক্রমা করে ট্যাক্সি স্ট্যান্ডে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন তৃণমূলের নেতাকর্মীরা।Conclusion:এদিন এই মিছিলে পা মেলান পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, সাংসদ মৃগাঙ্ক মাহাতো, তৃণমূল যুব সভাপতি সুশান্ত মাহাতো, সহ জেলা নেতৃত্ব। পুরুলিয়া শহর পরিক্রমা করে ট্যাক্সি স্ট্যান্ডে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন তৃণমূলের নেতাকর্মীরা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.