ETV Bharat / state

বিজেপিতে যোগদানে তৃণমূলের আপদ বিদায় হচ্ছে : মমতা - তৃণমূল নেত্রী

তিনি চান যে যাঁরা দল ছাড়ছে ছাড়ুক, বাকিরা যেন সেই পথে পা না বাড়িয়ে দেন৷ সেই কারণেই তিনি বলেছেন, ‘‘যে যায় বিজেপিতে যাকগে৷ আমরা মাথা বিক্রি করব না৷’’ এর পরই তাঁর মন্তব্য, রোজ রোজ শাড়ি বদলানো যায়৷ কিন্তু রোজ রোজ চরিত্র, আদর্শ বদলানো যায় না৷

mamata-attcks-those-leaders-who-joned-bjp-from-tmc
বিজেপিতে যোগদানে তৃণমূলের আপদ বিদায় হচ্ছে : মমতা
author img

By

Published : Jan 19, 2021, 4:54 PM IST

কলকাতা, 19 জানুয়ারি : তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার যে ঘটনা ইদানীং রাজ্য রাজনীতিতে ঘটে চলেছে, তাতে বিন্দুমাত্র চিন্তিত নন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্তত তৃণমূল নেত্রীর কথায় সেটাই স্পষ্ট হয়েছে মঙ্গলবার৷ তিনি সরাসরি জানিয়েছেন, ‘‘যারা যাচ্ছে, আপদ বিদায় হয়েছে৷ ’’

মঙ্গলবার পুরুলিয়ার হুটমুড়ায় তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল৷ সেখানেই বক্তৃতা করতে উঠে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন৷ কেন তিনি এই মন্তব্য করছেন, সেই ব্যাখ্যাও এদিন মিলেছে মমতার ভাষণে৷ তাঁর কথায়, যাঁরা দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, তাঁরা তৃণমূল কংগ্রেসে থাকলে ঝামেলা বাঁধাতেন৷

তাই তিনি চান যে যাঁরা দল ছাড়ছে ছাড়ুক, বাকিরা যেন সেই পথে পা না বাড়িয়ে দেন৷ সেই কারণেই তিনি বলেছেন, ‘‘যে যায় বিজেপিতে যাকগে৷ আমরা মাথা বিক্রি করব না৷’’ এর পরই তাঁর মন্তব্য, রোজ রোজ শাড়ি বদলানো যায়৷ কিন্তু রোজ রোজ চরিত্র, আদর্শ বদলানো যায় না৷

সাম্প্রতিক কালে রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় দল বদলের ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরে৷ সেই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর সঙ্গে রাজ্যের বিভিন্ন একাংশের একাধিক তৃণমূল নেতা ও তৃণমূলের হয়ে ভোটে জেতা জন প্রতিনিধিও দল ছেড়েছেন৷ তার পর থেকেই এই ঘটনা তৃণমূলের জন্য বড় ধাক্কা বলে অনেকে ব্যাখ্যা করছিলেন৷ কিন্তু তৃণমূলে এর কোনও প্রভাব পড়বে না বলেই এদিন স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তাঁর লক্ষ্য যে শুভেন্দু-সহ দলত্যাগীরা, তাও স্পষ্ট হয়েছে এদিন৷

আরও পড়ুন : একুশের নির্বাচন মমতা বনাম শুভেন্দু ?

এদিন তিনি বিজেপির সমালোচনা করেন৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা তুলে ধরেন৷ আর সেই কারণেই বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি৷

কলকাতা, 19 জানুয়ারি : তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার যে ঘটনা ইদানীং রাজ্য রাজনীতিতে ঘটে চলেছে, তাতে বিন্দুমাত্র চিন্তিত নন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্তত তৃণমূল নেত্রীর কথায় সেটাই স্পষ্ট হয়েছে মঙ্গলবার৷ তিনি সরাসরি জানিয়েছেন, ‘‘যারা যাচ্ছে, আপদ বিদায় হয়েছে৷ ’’

মঙ্গলবার পুরুলিয়ার হুটমুড়ায় তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল৷ সেখানেই বক্তৃতা করতে উঠে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন৷ কেন তিনি এই মন্তব্য করছেন, সেই ব্যাখ্যাও এদিন মিলেছে মমতার ভাষণে৷ তাঁর কথায়, যাঁরা দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, তাঁরা তৃণমূল কংগ্রেসে থাকলে ঝামেলা বাঁধাতেন৷

তাই তিনি চান যে যাঁরা দল ছাড়ছে ছাড়ুক, বাকিরা যেন সেই পথে পা না বাড়িয়ে দেন৷ সেই কারণেই তিনি বলেছেন, ‘‘যে যায় বিজেপিতে যাকগে৷ আমরা মাথা বিক্রি করব না৷’’ এর পরই তাঁর মন্তব্য, রোজ রোজ শাড়ি বদলানো যায়৷ কিন্তু রোজ রোজ চরিত্র, আদর্শ বদলানো যায় না৷

সাম্প্রতিক কালে রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় দল বদলের ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরে৷ সেই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর সঙ্গে রাজ্যের বিভিন্ন একাংশের একাধিক তৃণমূল নেতা ও তৃণমূলের হয়ে ভোটে জেতা জন প্রতিনিধিও দল ছেড়েছেন৷ তার পর থেকেই এই ঘটনা তৃণমূলের জন্য বড় ধাক্কা বলে অনেকে ব্যাখ্যা করছিলেন৷ কিন্তু তৃণমূলে এর কোনও প্রভাব পড়বে না বলেই এদিন স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তাঁর লক্ষ্য যে শুভেন্দু-সহ দলত্যাগীরা, তাও স্পষ্ট হয়েছে এদিন৷

আরও পড়ুন : একুশের নির্বাচন মমতা বনাম শুভেন্দু ?

এদিন তিনি বিজেপির সমালোচনা করেন৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা তুলে ধরেন৷ আর সেই কারণেই বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.