ETV Bharat / state

দুর্নীতি করেছি প্রমাণ করলে রাজনীতি ছেড়ে দেব : শুভেন্দু - Purulia

পর্যবেক্ষক হয়ে পুরুলিয়ায় প্রথমবার এসেই সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী । দলের অভ্যন্তরীণ বিষয় জানা সাংবাদিকদের কাজ নয়, মন্তব্য শুভেন্দুর ।

সভায় শুভেন্দু
author img

By

Published : Jul 16, 2019, 11:19 PM IST

পুরুলিয়া, 16 জুলাই : সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী । বলেন, "আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেব ।"

কিছুদিন ধরেই বিরোধীরা অভিযোগ করছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে শুভেন্দু অধিকারী প্রভাব খাটিয়ে মেদিনীপুরের ছেলে-মেয়েদের চাকরি দিয়ে পুরুলিয়ায় পাঠাচ্ছেন । আজ পুরুলিয়ায় 21 জুলাইয়ের প্রস্তুতি সভা চলাকালীন দলীয় কর্মীরাও এই একই অভিযোগ জানান । উত্তরে তিনি বলেন, "অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব ।"

আজ সভাতেও বিরোধীদের বিরুদ্ধে খুব একটা সুর চড়াতে দেখা যায়নি তাঁকে । বরং নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভুল প্রমাণিত করতেই ব্যস্ত থাকতে দেখা গেল তাঁকে । সভা থেকে শুভেন্দু বলেন, "আমি মানুষের জন্য কাজ করি । ক্লাস ইলেভেন থেকে ছাত্র রাজনীতি করছি । শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন আর দেশপ্রেমের মধ্যে দিয়ে মানুষের সেবা করি ।"

আজ পুরুলিয়ার 21 জুলাই প্রস্তুতি সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন মলয় ঘটক, জেলা সভাপতি শান্তিরাম মাহাত, সন্ধ্যারানি টুডু, জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ জেলার অন্যান্য নেতারা ।

পুরুলিয়া, 16 জুলাই : সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী । বলেন, "আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেব ।"

কিছুদিন ধরেই বিরোধীরা অভিযোগ করছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে শুভেন্দু অধিকারী প্রভাব খাটিয়ে মেদিনীপুরের ছেলে-মেয়েদের চাকরি দিয়ে পুরুলিয়ায় পাঠাচ্ছেন । আজ পুরুলিয়ায় 21 জুলাইয়ের প্রস্তুতি সভা চলাকালীন দলীয় কর্মীরাও এই একই অভিযোগ জানান । উত্তরে তিনি বলেন, "অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব ।"

আজ সভাতেও বিরোধীদের বিরুদ্ধে খুব একটা সুর চড়াতে দেখা যায়নি তাঁকে । বরং নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভুল প্রমাণিত করতেই ব্যস্ত থাকতে দেখা গেল তাঁকে । সভা থেকে শুভেন্দু বলেন, "আমি মানুষের জন্য কাজ করি । ক্লাস ইলেভেন থেকে ছাত্র রাজনীতি করছি । শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন আর দেশপ্রেমের মধ্যে দিয়ে মানুষের সেবা করি ।"

আজ পুরুলিয়ার 21 জুলাই প্রস্তুতি সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন মলয় ঘটক, জেলা সভাপতি শান্তিরাম মাহাত, সন্ধ্যারানি টুডু, জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ জেলার অন্যান্য নেতারা ।

Intro:পুরুলিয়া : "আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেব l" মঙ্গলবার পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে জেলা তৃণমূলের পক্ষ থেকে "মেশিন নয় ব্যালট চাই" ডাক দিয়ে আয়োজিত 21 জুলাই প্রস্তুতি সভায় যোগ দিয়ে এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী lBody:ইতিপূর্বে পুরুলিয়া বিরোধীরা অভিযোগ করেছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে শুভেন্দু অধিকারী প্রভাব খাটিয়ে মেদিনীপুরের ছেলে মেয়েদের পুরুলিয়ায় চাকুরী দিয়ে পাঠিয়েছেন l কয়েকদিন আগে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালী l এদিন তাই মঞ্চে উঠে শুভেন্দুকে চ্যালেঞ্জ করে বলতে হয় "আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেব l আমি কাউন্সিলর থেকে সাংসদ এবং মন্ত্রী হয়েছি l নেতাই থেকে নন্দীগ্রাম, লালগড় থেকে পুরুলিয়া আন্দোলন করে উঠে এসেছি আমি l সুতরাং দুর্নীতির প্রশ্ন আসে না l" বস্তুত এদিন মঞ্চে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে শুভেন্দু যতটা সোচার ছিলেন বিজেপির বিরুদ্ধে ততটা ছিলেন না l আবার যখন জানতে চাওয়া হয় পুরুলিয়ার পর্যবেক্ষক হিসেবে তিনি আগে আসেননি কেন তখন বলেন দলের আভ্যন্তরিন বিষয়ে তিনি সাংবাদিকদের বলবেন না l ফলে অনেকটা ধোঁয়াশা থেকে গেল পর্যবেক্ষক প্রসঙ্গটি lConclusion:এছাড়াও পুরুলিয়া জেলার পর্যবেক্ষক কে, সেই আমোঘ প্রশ্ন l মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতায় পুরুলিয়ার জন্য দুই পর্যবেক্ষক মনোনীত করেছিলেন - শুভেন্দু অধিকারী ও মলয় ঘটক l ইতিপূর্বে মলয় ঘটক একাধিকবার পুরুলিয়ায় এসে সভা করলেও শুভেন্দু অধিকারী এই প্রথম এলেন পুরুলিয়ায় l এসেই পড়লেন এক ঝাঁক অপ্রিয় প্রশ্নের মুখে l এমনকি দলীয় কর্মীদের মুখে স্লোগানও শুনতে হল তাকে l

এদিন পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে 21 জুলাই প্রস্তুতি শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি শান্তিরাম মাহাতো, মন্ত্রী সন্ধ্যারাণী টুডু, জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জী সহ জেলার অন্যান্য নেতাকর্মী সমর্থকেরা l প্রস্তুতি সভা শেষ হতেই কয়েকজন তৃণমূল কর্মী মঞ্চের নিচে দাড়িয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন l তারা পরিষ্কার বলেন, "শান্তিরাম মাহাতোকে বসিয়ে দিয়ে বাইরের লোকদের আনা তারা পছন্দ করেন না l মেদিনীপুর আসানসোলের নেতারা তিনটে চারটে করে মন্ত্রীপদ নিয়ে বসে থাকবে আর পুরুলিয়ার নেতারা বঞ্চিত হবেন এটা মেনে নেওয়া যায় না l কেউ কেউ আবার শুভেন্দু অধিকারী গো ব্যাক স্লোগানও দেন l"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.