ETV Bharat / state

বিধিনিষেধে বন্ধ হোটেল ব্যবসা , আঁধার নেমেছে অযোধ্যা পাহাড়ে

author img

By

Published : Jun 17, 2021, 3:27 AM IST

করোনার জেরে সাধারণ মানুষও খুব দরকার না হলে বাইরে যাচ্ছেন না ৷ মাথায় হাত অযোধ্যা পাহাড়ের হোটেল ব্যবসায়ীদের ৷ সারাবছরই অযোধ্যা পাহাড়ে পর্যটকদের আনাগোনা লেগেই থাকত ৷ কিন্তু এখন তা একবারেই নেই ৷

Corona restrictions
Corona restrictions

পুরুলিয়া, 17 জুন : করোনার জেরে বিপর্যস্ত জনজীবন ৷ ধীরে ধীরে করোনার সংক্রমণ কমলেও স্বাভাবিক অবস্থা কবে ফিরবে তা কেউ জানে না ৷ পরিস্থিতি সামলাতে গত বছরের মতো এবারও পর্যটনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এর জেরে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অযোধ্যা পাহাড়ের হোটেল ব্যবসায়ীদের ৷

করোনার জেরে সাধারণ মানুষও খুব দরকার না হলে বাইরে যাচ্ছেন না ৷ তাছাড়া রেল সহ দুরপাল্লার সড়ক পরিবহণও বন্ধ ৷ এই পরিস্থিতিতে ঘুরতে যাওয়ার কথা একপ্রকার স্থগিত রাখছেন সকলেই ৷ মাথায় হাত অযোধ্যা পাহাড়ের হোটেল ব্যবসায়ীদের ৷ সারাবছরই অযোধ্যা পাহাড়ে পর্যটকদের আনাগোনা লেগেই থাকত ৷ কিন্তু এখন তা একবারেই নেই ৷

অযোধ্যা পাহাড়ের এক হোটেল ম্যানেজার কাঞ্চন কুম্ভকার জানিয়েছেন তাঁদের দুর্দশার কথা ৷ তিনি বলেন,"আগে পাহাড় পর্যটকদের ভিড়ে গমগম করত, আর এখন একদম ফাঁকা ৷ কলকাতা তো বটেই রাজ্যের অন্যান্য শহর থেকেও পাহাড়প্রেমীদের আনাগোনা লেগেই থাকত ৷ শুধু তাই নয় বাইরের রাজ্য থেকেও পর্যটকরা আসতেন অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে ৷ এখন কেউ কেউ ফোন করে খবর নিচ্ছেন, তবে আসছেন না ৷ "

অযোধ্যা পাহাড়ের রামকৃষ্ণ মিশন আশ্রমের কর্মী তথা স্থানীয় বাসিন্দা তপন মাহাত বলেন," প্রায় দেড়-দুমাস ধরে পাহাড়ের হোটেল-রিসর্টগুলির অবস্থা খুবই খারাপ ৷ কবে পরিস্থিতি ঠিক হবে কেউ জানে না ৷ "

পুরুলিয়া, 17 জুন : করোনার জেরে বিপর্যস্ত জনজীবন ৷ ধীরে ধীরে করোনার সংক্রমণ কমলেও স্বাভাবিক অবস্থা কবে ফিরবে তা কেউ জানে না ৷ পরিস্থিতি সামলাতে গত বছরের মতো এবারও পর্যটনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এর জেরে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অযোধ্যা পাহাড়ের হোটেল ব্যবসায়ীদের ৷

করোনার জেরে সাধারণ মানুষও খুব দরকার না হলে বাইরে যাচ্ছেন না ৷ তাছাড়া রেল সহ দুরপাল্লার সড়ক পরিবহণও বন্ধ ৷ এই পরিস্থিতিতে ঘুরতে যাওয়ার কথা একপ্রকার স্থগিত রাখছেন সকলেই ৷ মাথায় হাত অযোধ্যা পাহাড়ের হোটেল ব্যবসায়ীদের ৷ সারাবছরই অযোধ্যা পাহাড়ে পর্যটকদের আনাগোনা লেগেই থাকত ৷ কিন্তু এখন তা একবারেই নেই ৷

অযোধ্যা পাহাড়ের এক হোটেল ম্যানেজার কাঞ্চন কুম্ভকার জানিয়েছেন তাঁদের দুর্দশার কথা ৷ তিনি বলেন,"আগে পাহাড় পর্যটকদের ভিড়ে গমগম করত, আর এখন একদম ফাঁকা ৷ কলকাতা তো বটেই রাজ্যের অন্যান্য শহর থেকেও পাহাড়প্রেমীদের আনাগোনা লেগেই থাকত ৷ শুধু তাই নয় বাইরের রাজ্য থেকেও পর্যটকরা আসতেন অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে ৷ এখন কেউ কেউ ফোন করে খবর নিচ্ছেন, তবে আসছেন না ৷ "

অযোধ্যা পাহাড়ের রামকৃষ্ণ মিশন আশ্রমের কর্মী তথা স্থানীয় বাসিন্দা তপন মাহাত বলেন," প্রায় দেড়-দুমাস ধরে পাহাড়ের হোটেল-রিসর্টগুলির অবস্থা খুবই খারাপ ৷ কবে পরিস্থিতি ঠিক হবে কেউ জানে না ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.