ETV Bharat / state

যুবতিকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গ্রেপ্তার প্রেমিক - যুবতি

জঙ্গল থেকে উদ্ধার হল যুবতির দেহ। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। ঘটনাটি কাশিপুর থানা এলাকার।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 7, 2019, 10:47 AM IST

পুরুলিয়া, ৭ মার্চ : জঙ্গল থেকে উদ্ধার হল যুবতির দেহ। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। ঘটনাটি কাশিপুর থানা এলাকার। ঘটনায় ওই যুবতির প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কাশীপুর থানা এলাকার বাসিন্দা সারদা (নাম পরিবর্তিত) মামার বাড়িতে মানুষ। সেই সূত্রে ওই গ্রামের যুবক রাহুলের (নাম পরিবর্তিত) সঙ্গে সারদার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ একবছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর বাড়িতে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাঁদের সম্পর্ক মানতে অস্বীকার করে। এরপর সোমবার থেকে আর খুঁজে পাওয়া যায়নি সারদাকে। পরিবারের দাবি, রাহুলের সঙ্গেই পালিয়ে যায় সারদা। ঘটনায় সারদার পরিবারের তরফে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

তিনদিন নিখোঁজ থাকার পর গতকাল জঙ্গলের মধ্যে সারদার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। সেখান থেকে দেহ উদ্ধার করে দেবেন মাহাত সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। সারদার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই যুবকের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই যুবককে।

undefined

পুরুলিয়া, ৭ মার্চ : জঙ্গল থেকে উদ্ধার হল যুবতির দেহ। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। ঘটনাটি কাশিপুর থানা এলাকার। ঘটনায় ওই যুবতির প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কাশীপুর থানা এলাকার বাসিন্দা সারদা (নাম পরিবর্তিত) মামার বাড়িতে মানুষ। সেই সূত্রে ওই গ্রামের যুবক রাহুলের (নাম পরিবর্তিত) সঙ্গে সারদার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ একবছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর বাড়িতে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাঁদের সম্পর্ক মানতে অস্বীকার করে। এরপর সোমবার থেকে আর খুঁজে পাওয়া যায়নি সারদাকে। পরিবারের দাবি, রাহুলের সঙ্গেই পালিয়ে যায় সারদা। ঘটনায় সারদার পরিবারের তরফে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

তিনদিন নিখোঁজ থাকার পর গতকাল জঙ্গলের মধ্যে সারদার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। সেখান থেকে দেহ উদ্ধার করে দেবেন মাহাত সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। সারদার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই যুবকের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই যুবককে।

undefined
পুরুলিরা : তিন দিন ধরে নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে উদ্ধার উচ্ছমাধ্যমিকের ছাত্রীর দেহ l ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় l মৃত ওই ছাত্রীর নাম সন্তোষী বাউরি (20) l ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার কাশিপুর থানার রামবনি গ্রামে l বুধবার সকালে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয় রামবনি গ্রাম সংলগ্ন এলাকারএকটি জঙ্গলের মধ্যে থাকা পরিত্যক্ত বাড়িতে l ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ওই গ্রামেরই যুবক বুলেট সিং সর্দারের বিরুদ্ধে l অভিযোগের ভিত্তিতে কাশিপুর থানার পুলিশ অভিযুক্ত যুবক বুলেট সিংসরদারকে আটক করেছে l এই ঘটনায় ওই যুবকের ফাঁসির দাবি জানিয়েছেন মৃত ওই ছাত্রীর পরিবারের সদস্যরা l 

পুলিশ ও স্থানীয়বাসিন্দাদের কাছ থেকে পাওয়া সূত্র থেকে জানা গিয়েছে, সন্তোষী বাউরির বাবা অনেক দিন হল মারা গিয়েছেন l সে রামবনি গ্রামে তার মামার বাড়িতেই মানুষ হয় l সন্তোষীর সাথে  বুলেট সিং সর্দারের দীর্ঘ প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে l কিন্তু দুই পরিবারের সদস্যরাই তাদের প্রেমের সম্পর্ককে অস্বীকার করে l এরপরই বিগত তিন দিন আগে নিখোঁজ হয়ে যায় বুলেট ও সন্তোষী l দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি l সন্তোষীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় নিখোঁজ ডায়ারিও করা হয় l কিন্তু এদিন ভোরবেলা জঙ্গলের মধ্যে সন্তোষীর মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা l খবর দেওয়া হয় পুলিশে l  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় l সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেবেন মাহাতো সদর হাসপাতালে l ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া l তবে এই ঘটনার আসল রহস্য কি তা জানতে তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ l 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.