ETV Bharat / state

Dilip Ghosh Slams TMC: সিবিআই-ইডি যেভাবে তদন্ত করছে অনেক নেতা দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না, কটাক্ষ দিলীপের - সিবিআই

আগামী 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ৷ তার আগে জেলায় দলের শীর্ষনেতারা মিছিল-সমাবেশ করছেন ৷ শনিবার পুরুলিয়া ওই সমাবেশ ও মিছিল হয় ৷ সেখানে দিলীপ ঘোষ (Dilip Ghosh), লকেট চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে অংশ নেন ৷

bjp-mp-dilip-ghosh-claims-many-tmc-leaders-have-to-stay-behind-bars-during-durga-puja
Dilip Ghosh Slams TMC: সিবিআই-ইডি যেভাবে তদন্ত করছে অনেক নেতা দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না, কটাক্ষ দিলীপের
author img

By

Published : Sep 10, 2022, 2:38 PM IST

পুরুলিয়া, 10 সেপ্টেম্বর : "ইডি, সিবিআই যেভাবে তদন্তে এগোচ্ছে, অনেক নেতা এবারে দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না, জেলে থাকতে হবে ।" পুরুলিয়ায় বিজেপির (BJP) কর্মসূচিতে যোগ দিয়ে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ।

আগামী 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন চলো (BJP Nabanna Abhijan) কর্মসূচির আগে শনিবার পুরুলিয়া শহরে বিজেপির মিছিল ও পথসভা আয়োজিত হয় । শনিবার এই কর্মসূচিতে যোগ দেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা ।

এদিন পুরুলিয়া শহরের রেল স্টেশন থেকে মিছিল শুরু হয়ে শহরের একাংশ পরিক্রমা করে পৌঁছায় হাটের মোড় পর্যন্ত যায় । সেখানেই একটি পথসভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়-সহ জেলার নেতারা । কার্যত একের পর এক সকলেই বর্তমান রাজ্য সরকারের এবং শাসক দলের নেতাদের তুলোধনা করেন ।

BJP MP Dilip Ghosh claims many TMC leaders have to stay behind bars during Durga Puja
পুরুলিয়ায় বিজেপির কর্মসূচিতে (বাঁদিক থেকে) জ্যোতির্ময় সিং মাহাতো, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়

দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, "ইডি (ED), সিবিআই (CBI) যেভাবে তদন্তে এগোচ্ছে, অনেক নেতা দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না । গাড়ি করে বউ বাচ্চা নিয়ে প্যান্ডেলে ঘুরতে পারবেন না । জেলে থাকতে হবে । বউ বাচ্চাকে দেখা করতে জেলে যেতে হবে । পুজোর মার্কেটিং করতে পারবেন না, জেলের মধ্যে দুর্গাপুজো করতে হবে ।" এছাড়াও দিলীপ ঘোষ বলেন, "গরিব মানুষদের সম্পত্তি লুঠ হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা লুঠ হয়েছে, চাকরি লুঠ হয়েছে । সেই টাকায় ফুটানি হচ্ছে ।"

একই ভাবে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় শাসক দলের নেতাদের কটাক্ষ করেন । প্রথমেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তুলোধনা করে লকেট বলেন, "এবার কেষ্ট বেরোবে না । জেলেই থাকবে । এত সম্পত্তি এল কোথা থেকে ? কোথায় চাকরি করে ? মানুষ সব বুঝতে পারছে । পুরুলিয়াতে এখনও হাত দেয়নি ।" এদিন পুরুলিয়ার শাসক দলের নেতাদের নাম ধরে ধরে লকেট বলেন, ‘‘সিবিআই, ইডি তদন্ত করে আসল সত্য বের করে আনবে ।"

সিবিআই-ইডি যেভাবে তদন্ত করছে অনেক নেতা দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না, কটাক্ষ দিলীপের

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী আগেই জানতেন অনুব্রত বেকসুর খালাস হবে, দাবি লকেটের

পুরুলিয়া, 10 সেপ্টেম্বর : "ইডি, সিবিআই যেভাবে তদন্তে এগোচ্ছে, অনেক নেতা এবারে দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না, জেলে থাকতে হবে ।" পুরুলিয়ায় বিজেপির (BJP) কর্মসূচিতে যোগ দিয়ে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ।

আগামী 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন চলো (BJP Nabanna Abhijan) কর্মসূচির আগে শনিবার পুরুলিয়া শহরে বিজেপির মিছিল ও পথসভা আয়োজিত হয় । শনিবার এই কর্মসূচিতে যোগ দেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা ।

এদিন পুরুলিয়া শহরের রেল স্টেশন থেকে মিছিল শুরু হয়ে শহরের একাংশ পরিক্রমা করে পৌঁছায় হাটের মোড় পর্যন্ত যায় । সেখানেই একটি পথসভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়-সহ জেলার নেতারা । কার্যত একের পর এক সকলেই বর্তমান রাজ্য সরকারের এবং শাসক দলের নেতাদের তুলোধনা করেন ।

BJP MP Dilip Ghosh claims many TMC leaders have to stay behind bars during Durga Puja
পুরুলিয়ায় বিজেপির কর্মসূচিতে (বাঁদিক থেকে) জ্যোতির্ময় সিং মাহাতো, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়

দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, "ইডি (ED), সিবিআই (CBI) যেভাবে তদন্তে এগোচ্ছে, অনেক নেতা দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না । গাড়ি করে বউ বাচ্চা নিয়ে প্যান্ডেলে ঘুরতে পারবেন না । জেলে থাকতে হবে । বউ বাচ্চাকে দেখা করতে জেলে যেতে হবে । পুজোর মার্কেটিং করতে পারবেন না, জেলের মধ্যে দুর্গাপুজো করতে হবে ।" এছাড়াও দিলীপ ঘোষ বলেন, "গরিব মানুষদের সম্পত্তি লুঠ হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা লুঠ হয়েছে, চাকরি লুঠ হয়েছে । সেই টাকায় ফুটানি হচ্ছে ।"

একই ভাবে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় শাসক দলের নেতাদের কটাক্ষ করেন । প্রথমেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তুলোধনা করে লকেট বলেন, "এবার কেষ্ট বেরোবে না । জেলেই থাকবে । এত সম্পত্তি এল কোথা থেকে ? কোথায় চাকরি করে ? মানুষ সব বুঝতে পারছে । পুরুলিয়াতে এখনও হাত দেয়নি ।" এদিন পুরুলিয়ার শাসক দলের নেতাদের নাম ধরে ধরে লকেট বলেন, ‘‘সিবিআই, ইডি তদন্ত করে আসল সত্য বের করে আনবে ।"

সিবিআই-ইডি যেভাবে তদন্ত করছে অনেক নেতা দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না, কটাক্ষ দিলীপের

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী আগেই জানতেন অনুব্রত বেকসুর খালাস হবে, দাবি লকেটের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.