পুরুলিয়া, 10 সেপ্টেম্বর : "ইডি, সিবিআই যেভাবে তদন্তে এগোচ্ছে, অনেক নেতা এবারে দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না, জেলে থাকতে হবে ।" পুরুলিয়ায় বিজেপির (BJP) কর্মসূচিতে যোগ দিয়ে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ।
আগামী 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন চলো (BJP Nabanna Abhijan) কর্মসূচির আগে শনিবার পুরুলিয়া শহরে বিজেপির মিছিল ও পথসভা আয়োজিত হয় । শনিবার এই কর্মসূচিতে যোগ দেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা ।
এদিন পুরুলিয়া শহরের রেল স্টেশন থেকে মিছিল শুরু হয়ে শহরের একাংশ পরিক্রমা করে পৌঁছায় হাটের মোড় পর্যন্ত যায় । সেখানেই একটি পথসভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়-সহ জেলার নেতারা । কার্যত একের পর এক সকলেই বর্তমান রাজ্য সরকারের এবং শাসক দলের নেতাদের তুলোধনা করেন ।
দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, "ইডি (ED), সিবিআই (CBI) যেভাবে তদন্তে এগোচ্ছে, অনেক নেতা দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না । গাড়ি করে বউ বাচ্চা নিয়ে প্যান্ডেলে ঘুরতে পারবেন না । জেলে থাকতে হবে । বউ বাচ্চাকে দেখা করতে জেলে যেতে হবে । পুজোর মার্কেটিং করতে পারবেন না, জেলের মধ্যে দুর্গাপুজো করতে হবে ।" এছাড়াও দিলীপ ঘোষ বলেন, "গরিব মানুষদের সম্পত্তি লুঠ হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা লুঠ হয়েছে, চাকরি লুঠ হয়েছে । সেই টাকায় ফুটানি হচ্ছে ।"
একই ভাবে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় শাসক দলের নেতাদের কটাক্ষ করেন । প্রথমেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তুলোধনা করে লকেট বলেন, "এবার কেষ্ট বেরোবে না । জেলেই থাকবে । এত সম্পত্তি এল কোথা থেকে ? কোথায় চাকরি করে ? মানুষ সব বুঝতে পারছে । পুরুলিয়াতে এখনও হাত দেয়নি ।" এদিন পুরুলিয়ার শাসক দলের নেতাদের নাম ধরে ধরে লকেট বলেন, ‘‘সিবিআই, ইডি তদন্ত করে আসল সত্য বের করে আনবে ।"
আরও পড়ুন : মুখ্যমন্ত্রী আগেই জানতেন অনুব্রত বেকসুর খালাস হবে, দাবি লকেটের