ETV Bharat / state

ধেয়ে আসছে যশ, কতটা প্রস্তুত পূর্ব মেদিনীপুর ? - সাইক্লোন মোকাবিলায় পূর্ব মেদিনীপুরে প্রস্তুতি

পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী দিঘা, তাজপুর, মন্দারমনি, চাঁদপুর, শংকরপুর, জুনপুট, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া-সহ বিভিন্ন এলাকার মানুষ এখন রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে ৷ বলতে গেলে আমফানের স্মৃতি এখনও কেউ ভুলতে পারেনি ৷ আবার আরেকটা ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি রাতের ঘুম কেড়ে নিয়েছে ওই এলাকার মানুষগুলির ৷ জেলা প্রশাসনের তরফে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে ৷

ধেয়ে আসছে যশ, কতটা প্রস্তুত পূর্ব মেদিনীপুর
ধেয়ে আসছে যশ, কতটা প্রস্তুত পূর্ব মেদিনীপুর
author img

By

Published : May 22, 2021, 6:00 PM IST

কাঁথি, 22 মে: বছর পার হলেও আমফানের ক্ষত এখনও সারেনি ৷ 20 মে আমফান আছড়ে পড়ার কারণে ওলট-পালট হয়ে গিয়েছিল সারা রাজ্য ৷ বিশেষ করে উপকূলবর্তী এলাকা ৷ ভেঙে পড়ে একাধিক কাঁচা বাড়ি ৷ মৃত্যু হয় অনেকের ৷ কোথাও দিনের পর দিন বিদ্যুৎ নেই ৷ জল নেই ৷ ঘর নেই ৷ সব ছেড়ে সেন্টারে রাতের পর রাত কাটাতে হয়েছে মানুষকে ৷ সে যেন এক বিভীষিকা ৷ কেউ আর তা মনে করতে চায় না ৷ সেই পরিস্থিতিতে কেউ আর পড়তে চায় না ৷ কিন্তু, এরই মাঝে আবার একটা ঘূর্ণিঝড় আসছে ৷ 26 মে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে যশ ৷ আর সব থেকে বেশি ক্ষতির আশঙ্কা উপকূলবর্তী এলাকাগুলিতে ৷

পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী দিঘা, তাজপুর, মন্দারমনি, চাঁদপুর, শংকরপুর, জুনপুট, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া-সহ বিভিন্ন এলাকার মানুষ এখন রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে ৷ আমফানে ঘর-বাড়ির যেভাবে ক্ষতি হয়েছিল কোথাও সবে মাত্র হয়তো মেরামত হয়েছে ৷ কোথাও এখনও অনেক কাজ বাকি ৷ বলতে গেলে আমফানের স্মৃতি এখনও কেউ ভুলতে পারেনি ৷ আবার আরেকটা ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি রাতের ঘুম কেড়ে নিয়েছে ওই এলাকার মানুষগুলির ৷ রামনগর এক নম্বর ব্লকের চাঁদপুর এলাকায় প্রতিনিয়ত জল গ্রামের মধ্যে ঢুকে যায় । সে ক্ষেত্রে বাঁধ পুনর্নির্মাণ করা হয়েছে ৷ যশের মোকাবিলায় জেলা প্রশাসনের তরফে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে ?

  • সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং করা হচ্ছে ৷
  • সরকারের তরফে আয়লা সেন্টার করা হয়েছে ৷
  • মৎস্যজীবীদের 22 তারিখের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে ৷
  • কাঁচা বাড়িতে যাঁরা রয়েছেন, তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে ৷
  • শুকনো খাবার ও অত্যাবশ্যকীয় জিনিস রাখতে বলা হচ্ছে ৷
  • বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণের কাজ চলছে ৷

আরও পড়ুন, ঘূর্ণিঝড় যশ নিয়ে সতর্কবার্তা জারি করল রাজ্য

পূর্ব মেদিনীপুরে সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণের কাজ চলছে
পূর্ব মেদিনীপুরে সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণের কাজ চলছে

কিন্তু অনেকের অভিযোগ, যশের মোকাবিলায় সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷ কোথাও কাজ এখনও আটকে রয়েছে ৷ করোনা আতঙ্কে অনেকে কাজ করতে চাইছে না বলে অভিযোগ জানালেন পুষ্প চন্দ নামে এক বাসিন্দা ৷ তিনি আরও জানান, "আমরা সব সময় ভয়ে রয়েছি ৷ কোথায় যাব আমরা ? থাকতে হয় তাই আছি ৷ ভয়েই কাটাচ্ছি সব সময় ৷" সরকারের তরফে আয়লা সেন্টার করা হলেও অনেকে সেখানে করোনার জন্য যেতে ভয় পাচ্ছেন ৷ তাঁরা জানাচ্ছেন, আমরা যেতে চাই ৷ কিন্তু, সেখানে গেলে করোনায় আক্রান্ত হব না তার কি নিশ্চয়তা আছে ? সব মিলিয়ে আমরা নিরাপদে থাকতে চাই ৷

ধেয়ে আসছে যশ, কতটা প্রস্তুত পূর্ব মেদিনীপুর ? শুনে নিন...

একদিকে করোনা ৷ অন্যদিকে যশ ৷ মানুষ এখন এই দুই আতঙ্কে জর্জরিত ৷ তাঁরা একটু ভাল ভাবে বাঁচতে চাইছে ৷ নিরাপত্তা চাইছে ৷ শান্তি চাইছে ৷

কাঁথি, 22 মে: বছর পার হলেও আমফানের ক্ষত এখনও সারেনি ৷ 20 মে আমফান আছড়ে পড়ার কারণে ওলট-পালট হয়ে গিয়েছিল সারা রাজ্য ৷ বিশেষ করে উপকূলবর্তী এলাকা ৷ ভেঙে পড়ে একাধিক কাঁচা বাড়ি ৷ মৃত্যু হয় অনেকের ৷ কোথাও দিনের পর দিন বিদ্যুৎ নেই ৷ জল নেই ৷ ঘর নেই ৷ সব ছেড়ে সেন্টারে রাতের পর রাত কাটাতে হয়েছে মানুষকে ৷ সে যেন এক বিভীষিকা ৷ কেউ আর তা মনে করতে চায় না ৷ সেই পরিস্থিতিতে কেউ আর পড়তে চায় না ৷ কিন্তু, এরই মাঝে আবার একটা ঘূর্ণিঝড় আসছে ৷ 26 মে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে যশ ৷ আর সব থেকে বেশি ক্ষতির আশঙ্কা উপকূলবর্তী এলাকাগুলিতে ৷

পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী দিঘা, তাজপুর, মন্দারমনি, চাঁদপুর, শংকরপুর, জুনপুট, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া-সহ বিভিন্ন এলাকার মানুষ এখন রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে ৷ আমফানে ঘর-বাড়ির যেভাবে ক্ষতি হয়েছিল কোথাও সবে মাত্র হয়তো মেরামত হয়েছে ৷ কোথাও এখনও অনেক কাজ বাকি ৷ বলতে গেলে আমফানের স্মৃতি এখনও কেউ ভুলতে পারেনি ৷ আবার আরেকটা ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি রাতের ঘুম কেড়ে নিয়েছে ওই এলাকার মানুষগুলির ৷ রামনগর এক নম্বর ব্লকের চাঁদপুর এলাকায় প্রতিনিয়ত জল গ্রামের মধ্যে ঢুকে যায় । সে ক্ষেত্রে বাঁধ পুনর্নির্মাণ করা হয়েছে ৷ যশের মোকাবিলায় জেলা প্রশাসনের তরফে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে ?

  • সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং করা হচ্ছে ৷
  • সরকারের তরফে আয়লা সেন্টার করা হয়েছে ৷
  • মৎস্যজীবীদের 22 তারিখের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে ৷
  • কাঁচা বাড়িতে যাঁরা রয়েছেন, তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে ৷
  • শুকনো খাবার ও অত্যাবশ্যকীয় জিনিস রাখতে বলা হচ্ছে ৷
  • বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণের কাজ চলছে ৷

আরও পড়ুন, ঘূর্ণিঝড় যশ নিয়ে সতর্কবার্তা জারি করল রাজ্য

পূর্ব মেদিনীপুরে সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণের কাজ চলছে
পূর্ব মেদিনীপুরে সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণের কাজ চলছে

কিন্তু অনেকের অভিযোগ, যশের মোকাবিলায় সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷ কোথাও কাজ এখনও আটকে রয়েছে ৷ করোনা আতঙ্কে অনেকে কাজ করতে চাইছে না বলে অভিযোগ জানালেন পুষ্প চন্দ নামে এক বাসিন্দা ৷ তিনি আরও জানান, "আমরা সব সময় ভয়ে রয়েছি ৷ কোথায় যাব আমরা ? থাকতে হয় তাই আছি ৷ ভয়েই কাটাচ্ছি সব সময় ৷" সরকারের তরফে আয়লা সেন্টার করা হলেও অনেকে সেখানে করোনার জন্য যেতে ভয় পাচ্ছেন ৷ তাঁরা জানাচ্ছেন, আমরা যেতে চাই ৷ কিন্তু, সেখানে গেলে করোনায় আক্রান্ত হব না তার কি নিশ্চয়তা আছে ? সব মিলিয়ে আমরা নিরাপদে থাকতে চাই ৷

ধেয়ে আসছে যশ, কতটা প্রস্তুত পূর্ব মেদিনীপুর ? শুনে নিন...

একদিকে করোনা ৷ অন্যদিকে যশ ৷ মানুষ এখন এই দুই আতঙ্কে জর্জরিত ৷ তাঁরা একটু ভাল ভাবে বাঁচতে চাইছে ৷ নিরাপত্তা চাইছে ৷ শান্তি চাইছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.