ETV Bharat / state

স্বাস্থ্যসাথী ইন্টারন্যাশনাল ঢপ, ইমামভাতা বিভাজনের রাজনীতি ; বললেন অসাম্প্রদায়িক আব্বাস - West Bengal Assembly Election 2021

আব্বাসের কথায়, বিজেপিকে ভোট দিলে দিদির সুবিধা হবে ৷ দিদিকে ভোট দিলে বিজেপির উপকার হবে ৷ বিজেপিকে ভোট দিলে গুজরাত হবে ৷ একদিকে ঘোমটা দিয়ে দিদি মোল্লাদের নিয়ে রাজনীতি করবে, অন্যদিকে হিন্দু সেজে বিজেপি রাজনীতি করবে ৷

abbas-siddiqui-proved-himself-secular-at-meeting-in-khejuri-in-the-support-of-cpim-candidate
abbas-siddiqui-proved-himself-secular-at-meeting-in-khejuri-in-the-support-of-cpim-candidate
author img

By

Published : Mar 18, 2021, 1:58 PM IST

Updated : Mar 18, 2021, 2:53 PM IST

খেজুরি, 18 মার্চ : সংযুক্তা মোর্চা সব ধর্মের মানুষের লড়াইয়ের মঞ্চ ৷ হিমাংশু দাসের সমর্থনে খেজুরির মঞ্চ থেকে বার্তা আব্বাস সিদ্দিকীর ৷ বুধবার আগ্রাসী আব্বাস বললেন, মুসলিম সেবা রাজনীতি নয়, হিন্দু সেবা রাজনীতি নয়, মসজিদ সেবা রাজনীতি নয়, মন্দির সেবাও রাজনীতি নয় ৷ রাজনীতি হল দেশের মানুষের সেবা ৷ হাজার বছর ধরে আমরা একসঙ্গে আছি, ভালো আছি ৷ এখন চক্রান্ত হচ্ছে ৷

মোদি-শাহ ও বিজেপিকে আক্রমণ করে আব্বাস সিদ্দিকী বলেন, মাতৃভূমিকে লুট করার চক্রান্ত হচ্ছে ৷ রুখতে হবে ৷ আর সেই কারণেই সংযুক্ত মোর্চাকে ভোট দিতে হবে আপনাদের ৷ রাজ্যে যাতে মা-বোনেদের সম্মান থাকে, উত্তরপ্রদেশের মতো ধর্ষণ যাতে না হয় ৷ এদিনের বক্তব্যে আব্বাস বার বার মনে করিয়ে দেন, তিনি অসাম্প্রদায়িক, আইএসএফ ধর্মনিরপেক্ষ দল ৷ আব্বাস বলেন, মতুয়া থেকে মুসলিম, দলিত, অধিকাংশ মানুষ কষ্টে আছে ৷ জঙ্গলমহলের আদিবাসী যুবকদের মিথ্যে কেস দিচ্ছে রাজ্য সরকার ৷ মতুয়াদের ব্যবহার করা হচ্ছে ৷ বিজেপিকে আক্রমণ করে ফুরফুরা শরীফের পিরজ়াদা বলেন, যে দেশে সত্তর শতাংশ মানুষ গরিব, সেখানে কখনওই সব কিছু ডিজ়িটাল হতে পারে না ৷ তাই সংযুক্ত মোর্চার স্বপ্ন দেখেছিলাম ৷ যেখানে হিন্দু-মুসলিম-ক্রিস্টান সবাই এসে দাঁড়াতে পারে ৷ আমার নেতা হওয়ার শখ নেই, এমপি-এমএলএ হতে আসিনি ৷ আমি একজন দেশপ্রেমিক ৷

আরও পড়ুন: ব্রিগেডে থাকবেন আব্বাস সিদ্দিকী

খেজুরির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন আব্বাস সিদ্দিকী ৷ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত ৷ সিঙ্গুরে কারখানা বন্ধ করে দিয়েছে ৷ স্বাস্থীসাথী ইন্টারন্যাশনাল ঢপ ছাড়া কিছু না ৷ ইমামদের ভাতা দিয়ে হিন্দু-মুসলিম বিভাজন করেছেন দিদিমণি ৷ দেশের জনগণের টাকা ফালতু খরচ করার অধিকার কারও নেই ৷ হিন্দু সমাজেও গরিব রয়েছে ৷ আব্বাসের কথায়, বিজেপিকে ভোট দিলে দিদির সুবিধা হবে ৷ দিদিকে ভোট দিলে বিজেপির উপকার হবে ৷ বিজেপিকে ভোট দিলে গুজরাত হবে ৷ বলছে তো ওরা, গুজরাত মডেল হবে ৷ একদিকে ঘোমটা দিয়ে দিদি মোল্লাদের নিয়ে রাজনীতি করবে, অন্যদিকে হিন্দু সেজে বিজেপি রাজনীতি করবে ৷

আব্বাস জানান, আইএসএফ নন্দীগ্রামে প্রার্থী দিত কিন্তু বিমানদার (বসু) কথায় নন্দীগ্রামে বোন মীনাক্ষীকে আসন ছেড়েছি ৷ পীরজ়াদার সর্বধর্ম সমন্বয়ের কথা যে কথার কথা না, তা বুঝিয়ে দিতে বলেন, আইএসএফ-এর সম্পাদক হবেন একজন হিন্দু ৷ তাঁর কথায়, নিজেদের স্বার্থে আইএসএফকে সাম্প্রদায়িক তকমা দিচ্ছে বিজেপি আর তৃণমূল ৷ খেজুরির সিপিআইএম প্রার্থী হিমাংশু দাসের সমর্থনের সভামঞ্চ থেকে আত্মবিশ্বাসী আব্বাস জানিয়ে দেন, সংযুক্তা মোর্চা 180টা আসন পাবে ৷

খেজুরি, 18 মার্চ : সংযুক্তা মোর্চা সব ধর্মের মানুষের লড়াইয়ের মঞ্চ ৷ হিমাংশু দাসের সমর্থনে খেজুরির মঞ্চ থেকে বার্তা আব্বাস সিদ্দিকীর ৷ বুধবার আগ্রাসী আব্বাস বললেন, মুসলিম সেবা রাজনীতি নয়, হিন্দু সেবা রাজনীতি নয়, মসজিদ সেবা রাজনীতি নয়, মন্দির সেবাও রাজনীতি নয় ৷ রাজনীতি হল দেশের মানুষের সেবা ৷ হাজার বছর ধরে আমরা একসঙ্গে আছি, ভালো আছি ৷ এখন চক্রান্ত হচ্ছে ৷

মোদি-শাহ ও বিজেপিকে আক্রমণ করে আব্বাস সিদ্দিকী বলেন, মাতৃভূমিকে লুট করার চক্রান্ত হচ্ছে ৷ রুখতে হবে ৷ আর সেই কারণেই সংযুক্ত মোর্চাকে ভোট দিতে হবে আপনাদের ৷ রাজ্যে যাতে মা-বোনেদের সম্মান থাকে, উত্তরপ্রদেশের মতো ধর্ষণ যাতে না হয় ৷ এদিনের বক্তব্যে আব্বাস বার বার মনে করিয়ে দেন, তিনি অসাম্প্রদায়িক, আইএসএফ ধর্মনিরপেক্ষ দল ৷ আব্বাস বলেন, মতুয়া থেকে মুসলিম, দলিত, অধিকাংশ মানুষ কষ্টে আছে ৷ জঙ্গলমহলের আদিবাসী যুবকদের মিথ্যে কেস দিচ্ছে রাজ্য সরকার ৷ মতুয়াদের ব্যবহার করা হচ্ছে ৷ বিজেপিকে আক্রমণ করে ফুরফুরা শরীফের পিরজ়াদা বলেন, যে দেশে সত্তর শতাংশ মানুষ গরিব, সেখানে কখনওই সব কিছু ডিজ়িটাল হতে পারে না ৷ তাই সংযুক্ত মোর্চার স্বপ্ন দেখেছিলাম ৷ যেখানে হিন্দু-মুসলিম-ক্রিস্টান সবাই এসে দাঁড়াতে পারে ৷ আমার নেতা হওয়ার শখ নেই, এমপি-এমএলএ হতে আসিনি ৷ আমি একজন দেশপ্রেমিক ৷

আরও পড়ুন: ব্রিগেডে থাকবেন আব্বাস সিদ্দিকী

খেজুরির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন আব্বাস সিদ্দিকী ৷ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত ৷ সিঙ্গুরে কারখানা বন্ধ করে দিয়েছে ৷ স্বাস্থীসাথী ইন্টারন্যাশনাল ঢপ ছাড়া কিছু না ৷ ইমামদের ভাতা দিয়ে হিন্দু-মুসলিম বিভাজন করেছেন দিদিমণি ৷ দেশের জনগণের টাকা ফালতু খরচ করার অধিকার কারও নেই ৷ হিন্দু সমাজেও গরিব রয়েছে ৷ আব্বাসের কথায়, বিজেপিকে ভোট দিলে দিদির সুবিধা হবে ৷ দিদিকে ভোট দিলে বিজেপির উপকার হবে ৷ বিজেপিকে ভোট দিলে গুজরাত হবে ৷ বলছে তো ওরা, গুজরাত মডেল হবে ৷ একদিকে ঘোমটা দিয়ে দিদি মোল্লাদের নিয়ে রাজনীতি করবে, অন্যদিকে হিন্দু সেজে বিজেপি রাজনীতি করবে ৷

আব্বাস জানান, আইএসএফ নন্দীগ্রামে প্রার্থী দিত কিন্তু বিমানদার (বসু) কথায় নন্দীগ্রামে বোন মীনাক্ষীকে আসন ছেড়েছি ৷ পীরজ়াদার সর্বধর্ম সমন্বয়ের কথা যে কথার কথা না, তা বুঝিয়ে দিতে বলেন, আইএসএফ-এর সম্পাদক হবেন একজন হিন্দু ৷ তাঁর কথায়, নিজেদের স্বার্থে আইএসএফকে সাম্প্রদায়িক তকমা দিচ্ছে বিজেপি আর তৃণমূল ৷ খেজুরির সিপিআইএম প্রার্থী হিমাংশু দাসের সমর্থনের সভামঞ্চ থেকে আত্মবিশ্বাসী আব্বাস জানিয়ে দেন, সংযুক্তা মোর্চা 180টা আসন পাবে ৷

Last Updated : Mar 18, 2021, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.