পটাশপুর, 9 এপ্রিল : লকডাউনের মধ্যে তৃণমূল-BJPর হাতাহাতিতে উত্তপ্ত পটাশপুর । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের পটাশপুর 1 নম্বর ব্লকের নৈপুর এলাকার চকগোপাল গ্রামের । জখম এক BJP কর্মী। নাম তুফান পাত্র । BJP-র অভিযোগ, পুলিশের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালাচ্ছে । অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, এই ঘটনা BJP-র গোষ্ঠী কোন্দলের ফল । ঘটনায় আটক BJP-র তিন নেতা-কর্মী ।
গতকাল বেলার দিকে চাষের জমিতে কীটনাশক দেওয়ার জন্য গিয়েছিলেন BJP কর্মী তুফান পাত্র । হঠাৎ করে মাঠের মধ্যে তৃণমূলের দুষ্কৃতীরা এসে তুফানকে লোহার রড দিয়ে পেটায় বলে অভিযোগ । এমনকী তার স্ত্রীকেও হেনস্থা করে । তুফান পাত্রকে পটাশপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করার সময় দুই পক্ষের মধ্যে ফের বচসা শুরু হয় , চলে হাতাহাতিও । এই খবর করতে এসে দুষ্কৃতীর হাতে আক্রান্তের শিকার হন এক সংবাদকর্মীও । তাঁর মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি তাঁকেও হেনস্থাও করা হয় । এমনকী প্রাণনাশের হুমকিও দেওয়া হয় । ঘটনায় পুলিশ BJP-র 3 জনকে আটক করেছে ।
BJP-র কাঁথির জেলা সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, " বিগত কয়েকদিন পুলিশের মদতে এই লকডাউনের মধ্যে আমাদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূলের গুন্ডাবাহিনী । আমাদের কর্মীকে তৃণমূলের দুষ্কৃতীরা ব্যাপক মারধর করেছে । তিনি এখন হাসপাতালে ভরতি আছেন । "
যদিও BJP-র এই সমস্ত অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা পটাশপুর এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস মাঝি বলেন , "এই ঘটনা BJP-র নিজস্ব গোষ্ঠী কোন্দলের ফল । এর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই । আমরা বর্তমানে সাধারণ মানুষের পাশে আছি ত্রাণ দেওয়ার জন্য । আর ওদের গোষ্ঠী কোন্দল এত ব্যাপক হারে ছড়িয়েছে, যা আজকে হাসপাতাল চত্বরেও দেখা গেছে । আর এখন রাজনীতি করার সময় নেই । মানুষের পাশে দাঁড়ানোর সময় ।"