খেজুরি, 28 নভেম্বর : তিনি রাজ্যের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন ৷ এখনও দল ছাড়েননি ৷ জল্পনা, পদ্মবনে মুকুল-কাননের মতো তিনিও শোভাবৃদ্ধি করতে পারেন ৷ কিন্তু জল্পনা আর বাস্তবের মাঝে অঙ্ক মিলতে এখনও দেরি আছে ৷ ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তৃণমূলেই থাকবেন, এমন আশার কথা শুনিয়েছেন দলের সাংসদ সৌগত রায় ৷ কিন্তু তাতে কী ? গেরুয়া শিবির ধরেই নিয়েছে,শুভেন্দু BJP-তেই আসছেন ৷ এই উৎসাহের তোড়ে খেজুরির ছয়টি তৃণমূলের পার্টি অফিস-ই "দখল" করে নিল স্থানীয় BJP সমর্থকেরা ৷ অন্তত এমনই অভিযোগে আজ হেঁড়িয়া বোগা রাজ্য সড়কে খেজুরি থানার মিয়াঁ মোড়ের কাছে তৃণমূল পথ অবরোধ ও বিক্ষোভ দেখায় ৷ বিক্ষোভকারীদের দাবি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তৃণমূল নেতা শেখ নাওসেদ আলি বলেন, "গতকাল শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর সন্ধ্যা থেকে মোটর সাইকেল বাহিনী রাতের মধ্যে তৃণমূলের ছ'টি পার্টি অফিস ভাঙচুর চালিয়ে দখল করে BJPর ঝান্ডা লাগিয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি ।" এখন পর্যন্ত দুটি পার্টি অফিস উদ্ধার করা গেলেও, বাকি পার্টি অফিসগুলো উদ্ধার করা যায়নি। এই নিয়ে এলাকায় টানটান উত্তেজনা রয়েছে। এই বিষয়ে BJP-র কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দল। BJP-এর সঙ্গে জড়িত নয়। আসলে তৃণমূলের অত্যাচারে তৃণমূলের লোকেরা BJP-র ঝান্ডা নিয়ে দখল করেছে।"
এলাকার তৃণমূলের পার্টি অফিসে জ্বলজ্বল করছে BJP-র দলীয় পতাকা ৷ তবে এই কাজ BJP-র না-কি "দাদা অনুগামী"দের কাজ সে নিয়েও জল্পনা শুরু হয়েছে ৷ তবে খেজুরিতে পায়ের তলায় জমি হারাতে চায় না তৃণমূলও ৷ জমি কার দখলে থাকে সেই নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ ভোটের ঢাকে কাঠি পড়তে এখনও বাকি ৷ যত দিন এগিয়ে আসবে তত উত্তেজনা বাড়বে বলেই আশঙ্কা করছে স্থানীয়রা ৷