ETV Bharat / state

আন্তর্জাতিক চক্র ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সরব মোদি

পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা৷ সেই জনসভা থেকে কৃষক বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী ৷ বললেন, ‘‘এখন আন্তর্জাতিক চক্র ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ দেশ এই ষড়যন্ত্রের জবাব দেবে৷’’

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Feb 7, 2021, 5:42 PM IST

Updated : Feb 7, 2021, 6:08 PM IST

হলদিয়া, 7 ফেব্রুয়ারি : আন্তর্জাতিক চক্র ভারতকে বদনাম করতে চাইছে৷ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ রবিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সভা থেকে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে ভারতীয় জনতা পার্টির তরফে আয়োজিত সভা থেকে বললেন, ‘‘দেশ এই ষড়যন্ত্রের জবাব দেবে৷’’

প্রধানমন্ত্রী হলদিয়ার জনসভা থেকে সরাসরি না বললেও তাঁর এই বক্তব্যের তির ছিল দিল্লির কৃষক বিক্ষোভ এবং তা নিয়ে আন্তর্জাতিক সেলিব্রিটি ও অনান্যদের প্রতিবাদ৷ কেন্দ্রের তরফে জারি করা কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সমর্থন করে সম্প্রতি টুইট করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পপস্টার রিয়ানা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ের আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইঝি মীনা হ্যারিস৷ আরও অনেকে সেই টুইট রিটুইট করেন৷

এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে৷ বিদেশমন্ত্রকের তরফে টুইট করে এর প্রতিবাদে বিবৃতি জারি করা হয়৷ সেই বিবৃতি রিটুইট করে বলিউডের বহু সেলিব্রিটি, সচিন তেন্ডুলকর ও বিজেপির অনেক নেতা প্রতিবাদ করেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইট করে প্রতিবাদ করেছিলেন৷ কিন্তু এদিন চুপ ছিলেন প্রধানমন্ত্রী৷

কৃষি বিক্ষোভে রিয়ানাদের টুইট নিয়ে সমালোচনা মোদির

আরও পড়ুন : বাম-কংগ্রেস-তৃণমূল পর্দার পিছনে ম্যাচ ফিক্সিং করছে

রবিবারই এই ইশুতে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে করতেই তিনি এই প্রসঙ্গ তোলেন৷ বলেন, ‘‘এখন আন্তর্জাতিক চক্র ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ এই নিয়ে দিদি (মমতা)-র মুখ থেকে একটা বাক্যও শুনেছেন?’’ এর পর তিনি কংগ্রেসকেও আক্রমণ করেন৷ কংগ্রেসও কেন চুপ সেই প্রশ্ন তোলেন৷ তার পর বলেন, ‘‘তারা কি এর সঙ্গে যুক্ত?’’ তার পর তিনি বলেন, ‘‘দেশ এই ষড়যন্ত্রের জবাব দেবে৷’’

হলদিয়া, 7 ফেব্রুয়ারি : আন্তর্জাতিক চক্র ভারতকে বদনাম করতে চাইছে৷ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ রবিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সভা থেকে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে ভারতীয় জনতা পার্টির তরফে আয়োজিত সভা থেকে বললেন, ‘‘দেশ এই ষড়যন্ত্রের জবাব দেবে৷’’

প্রধানমন্ত্রী হলদিয়ার জনসভা থেকে সরাসরি না বললেও তাঁর এই বক্তব্যের তির ছিল দিল্লির কৃষক বিক্ষোভ এবং তা নিয়ে আন্তর্জাতিক সেলিব্রিটি ও অনান্যদের প্রতিবাদ৷ কেন্দ্রের তরফে জারি করা কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সমর্থন করে সম্প্রতি টুইট করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পপস্টার রিয়ানা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ের আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইঝি মীনা হ্যারিস৷ আরও অনেকে সেই টুইট রিটুইট করেন৷

এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে৷ বিদেশমন্ত্রকের তরফে টুইট করে এর প্রতিবাদে বিবৃতি জারি করা হয়৷ সেই বিবৃতি রিটুইট করে বলিউডের বহু সেলিব্রিটি, সচিন তেন্ডুলকর ও বিজেপির অনেক নেতা প্রতিবাদ করেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইট করে প্রতিবাদ করেছিলেন৷ কিন্তু এদিন চুপ ছিলেন প্রধানমন্ত্রী৷

কৃষি বিক্ষোভে রিয়ানাদের টুইট নিয়ে সমালোচনা মোদির

আরও পড়ুন : বাম-কংগ্রেস-তৃণমূল পর্দার পিছনে ম্যাচ ফিক্সিং করছে

রবিবারই এই ইশুতে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে করতেই তিনি এই প্রসঙ্গ তোলেন৷ বলেন, ‘‘এখন আন্তর্জাতিক চক্র ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ এই নিয়ে দিদি (মমতা)-র মুখ থেকে একটা বাক্যও শুনেছেন?’’ এর পর তিনি কংগ্রেসকেও আক্রমণ করেন৷ কংগ্রেসও কেন চুপ সেই প্রশ্ন তোলেন৷ তার পর বলেন, ‘‘তারা কি এর সঙ্গে যুক্ত?’’ তার পর তিনি বলেন, ‘‘দেশ এই ষড়যন্ত্রের জবাব দেবে৷’’

Last Updated : Feb 7, 2021, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.