হায়দরাবাদ: পিনাকা অস্ত্রের সফল উৎক্ষেপণের পর থেকে তা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে একাধিক দেশ ৷ এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রকেট রফতানি হতে চলেছে আর্মেনিয়ায় ৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মাল্টিব্যারেল রকেট লঞ্চার (এমবিআরএল) পিনাকা সিস্টেম প্রথম ধাপে আর্মেনিয়ায় পাঠানো হচ্ছে ৷ ইতিমধ্যেই সেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ৷
আরও শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক! পরীক্ষায় সফল অত্যাধুনিক 'পিনাকা'
অস্ত্র সরবরাহের চুক্তি: ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের ব্যাপক চাহিদা রয়েছে আর্মেনিয়ায়। এককথায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের পরে এই দেশটি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের তৃতীয় বৃহত্তম ক্রেতা। দীর্ঘ আলোচনার পর, দুই বছর আগে ভারত এবং আর্মেনিয়ার মধ্যে অস্ত্র ব্যবস্থা সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল । ইতিমধ্যেই ভারত আর্মেনিয়ায় 'আকাশ ডিফেন্স মিসাইল' সিস্টেমের সরবারাহ শুরু করেছে ৷ তারমধ্যে ভারতের 'প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা' (ডিআরডিও)-এর তৈরি আর এক রকেট লঞ্চার আর্মেনিয়ায় পাঠানো শুরু হচ্ছে ৷
দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের সফল উৎক্ষেপণ, DRDO-কে অভিনন্দন প্রতিরক্ষামন্ত্রীর
পিনাকা রকেট পরীক্ষা: দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের একাধিক দেশ দেশীয় প্রযুক্তির অত্যাধুনিক রকেট লঞ্চার 'পিনাকা'র প্রতি আগ্রহ দেখিয়েছে ৷ এই মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেমটিকে ভারতীয় সেনাবাহিনীও তাদের বৃহৎ পরিসরে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে । এই পরিপ্রেক্ষিতে, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) সম্প্রতি পিনাকা গাইডেড রকেট পরীক্ষা করেছে। রকেটটি তৈরি করেছে নাগপুরের সোলার ইন্ডাস্ট্রিজ ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড এবং রাষ্ট্রীয় মালিকানাধীন মিউনিশন ইন্ডিয়া লিমিটেড ।
আরও শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক! পরীক্ষায় সফল অত্যাধুনিক 'পিনাকা'
ভারত দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থার রফতানি বৃদ্ধির চেষ্টা করছে । এরমধ্যেই পিনাকা রকেট সিস্টেম তৈরি করা হয়েছিল । এই দেশীয় পিনাকা রকেটলঞ্চার অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ৷ এটি 80 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। দেবাদিদেব শিবের ধনুকের নামানুসারে 'পিনাকা' নামকরণ করা হয়ছে ডিআরডিও-র তৈরি এই ক্ষেপণাস্ত্রের ৷
বিশেষ বৈশিষ্ট্য: এই শক্তিশালী রকেট সিস্টেম 25 মিটার থেকে 75 কিলোমিটার দূরের একটি লক্ষ্যবস্তুতে নিমেষে ধ্বংস করার ক্ষমতা রাখে ৷ এর গতি প্রতি সেকেন্ডে 1000-1200 মিটার । অর্থাৎ 'পিনাকা' ক্ষেপণাস্ত্রটি এক সেকেন্ডে এক কিলোমিটার দুরত্ব অতিক্রম করে । ফ্রান্সও এই শক্তিশালী অস্ত্র ব্যবস্থা কিনতে আগ্রহ প্রকাশ করেছে । মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের সবচেয়ে বড় আমদানিকারক হল ফ্রান্স।
সেনাদের জন্য হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি ডিআরডিও-আইআইটির - Delhi IIT Invention