কলকাতা, 26 নভেম্বর: বরাবর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে সম্পর্ক খুব ভালো । বাংলার প্রতিবেশী রাজ্যের নির্বাচনে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা (জেএমএম) ভালো ফল করার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে শুভেচ্ছা জানান । এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন তিনি । তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এই আমন্ত্রণ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ঝাড়খণ্ড সফরে যাবেন তিনি ৷
দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ঝটিকা সফরে রাঁচি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর উপস্থিতির জন্য খোদ ফোন করে আমন্ত্রণ জানান হেমন্ত সোরেন । তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের । বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটের সময় রাঁচিতে অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ ৷ দলীয় সূত্রে খবর, এদিন সকালে ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ অনুষ্ঠান শেষে এদিন বিকেলে ফের কলকাতায় ফিরবেন তিনি ।
দেশজুড়ে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি হেমন্ত সোরেন অন্যতম গুরুত্বপূর্ণ মুখ । এই রাজ্যে তৃণমূল যেমন বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের অভিযোগ করেছে বারবার ৷ ঠিক তেমনই, একই অভিযোগে বারবার বিজেপিকে আক্রমণ করেছে পড়শি রাজ্য ঝাড়খণ্ড ৷
মুখ্যমন্ত্রী থাকাকালীন গত 31 জানুয়ারি জমি কেলেঙ্কারি অভিযোগে হেমন্তকে গ্রেফতার করা হয় । কিন্তু জেল থেকে বেরিয়ে নির্বাচনী লড়াইয়ে জিতে আরও একবার মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন জেএমএম নেতা । আর প্রথম থেকেই জোটবন্ধু হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়েছেন তিনি ৷ এই আবহে হেমন্ত সোরেনের শপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।