খেজুরি, 24 নভেম্বর: খেজুরিতে (East Midnapore News) শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari News) সভা শেষ হওয়ার পর বিজেপি কর্মী-সমর্থকের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিকের ছোট ভাই দীপক প্রামাণিক-সহ তিনজনকে অপহরণ করা হয়েছে এবং 30 জন জখম হয়েছেন বলে অভিযোগ । বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । প্রতিবাদে হেঁড়িয়া বোগা রাজ্য সড়ক ধোবাপুকুরের কাছে পথ অবরোধ (BJP Road Block at Khejuri) করে বিজেপি ।
2010 সালের 24 নভেম্বর কামারদা বাজার থেকে 'সিপিএম-কে তাড়ানোর' দিনটিকে 'হার্মাদ মুক্তি দিবস' হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস ৷ এতদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই কর্মসুচি পালিত হলেও এখন তিনি বিজেপি বিধায়ক ৷ এ বছর এই দিনে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়ে গণতন্ত্র রক্ষার দাবিতে কর্মসুচি গ্রহণ করেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikaris meeting)৷ খেজুরি (Road Blocked at Khejuri) বিধানসভার দক্ষিণ কুলটা থেকে ধোবাপুকুর পর্যন্ত মিছিলে হাঁটেন তিনি ৷
তাঁর সভা সেরে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মী-সমর্থকদের উপর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ ৷ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তীর অভিযোগ, বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের ছোট ভাই দীপক প্রামাণিককে অপহরণ (BJP MLA's son allegedly abducted) করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে । এরই প্রতিবাদে দফায় দফায় পথ অবরোধ শুরু করেন বিজেপি সমর্থকরা ৷ কাঁথি, হেড়িয়া, পটাশপুর, ভগবানপুরে রাস্তার উপর বসে পড়ে চলে অবরোধ ৷ ধোবাপুকুরের কাছে হেঁড়িয়া বোগা রাজ্য সড়কেও অবরোধ করা হয় ৷ প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশি মধ্যস্থতায় অবরোধ ওঠে ৷
আরও পড়ুন: Kunal Ghosh on Tripura Civic Polls: কাল ত্রিপুরায় পৌরভোট, সকাল সকাল ভোট দেওয়ার আর্জি কুণালের
যদিও তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তথা এগরার বিধায়ক তরুণ মাইতির অভিযোগ, তৃণমূলের 'হার্মাদ মুক্তি দিবস' পালনের কর্মসুচি বানচাল করতেই এই ঘটনা ঘটিয়েছে বিজেপি ৷ তাঁর কথায়, "যদি তৃণমূলের লোকেরা হামলা করে থাকে, তাহলে পুলিশের কাছে অনুরোধ করব, দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তির ব্যবস্থা করুন ৷ তবে বিজেপি কর্মীদের অপহরণ করা হয়ে থাকলে থানায় অভিযোগ কেন করা হচ্ছে না ? তৃণমূলের সভা বানচাল করতেই ওরা এটা করছে ৷"
আরও পড়ুন: Suvendu-Mamata : রাজ্যসভায় বহিরাগতদের পাঠাচ্ছেন বাংলার মেয়ে, কটাক্ষ শুভেন্দুর
আজ কামারদা থেকে মিছিল করে কামদেবনগরে তৃণমূলের সভা চলছে ৷ সেখানে উপস্থিত রয়েছেন মানস ভুইয়াঁ, হুমায়ুন কবীর, অখিল গিরি, সৌমেন মহাপাত্র, এগরার বিধায়ক তরুণ মাইতি-সহ আরও অনেকে ৷
আরও পড়ুন: Mamata will meet Modi today : আজ বিকেলে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর মমতার