ETV Bharat / state

শহরে ফের দুর্ঘটনা, কাঠগড়ায় স্কুলবাস-পুলকার

একের পর এক দুর্ঘটনা ৷ বাসের রেষারেষিতে প্রশ্নের মুখে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা ৷

School Bus Accident
পরপর দুর্ঘটনার মুখে স্কুলবাস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 10:51 PM IST

কলকাতা, 14 নভেম্বর: দুর্ঘটনার সম্মুখীন পুলকার ও স্কুলবাস ৷ দুটি ঘটনাতেই প্রশ্ন উঠছে বাসের রেষারেষির ৷ বৃহস্পতির সকালে জোড়া দুর্ঘটনার সাক্ষী কলকাতা ৷

প্রথম দুর্ঘটনা :

পঞ্চসায়র থানা এলাকার চক গড়িয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে স্কুলবাস ৷ তারপর রাস্তার পাশে এক বহুতলে ধাক্কা মারে ৷ তাতেই ক্ষতিগ্রস্ত হয় বাসটি ৷ দুমড়ে মুচড়ে যায় সামনের অংশ ৷ অল্পের জন্য রক্ষা পায় বাসের ভিতরে থাকা তিনজন পড়ুয়া ৷ যদিও ঘটনায় গুরুতর আহত হন সাইকেল আরোহী ৷ বাসের ধাক্কায় ছিটকে পড়েন তিনি ৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷ স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে ৷ পুলিশ সূত্রে খবর, বাসের চালককে আটক করা হয়েছে ৷ ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ৷

দ্বিতীয় দুর্ঘটনা :

অন্যদিকে, এদিন সকালে ধাপা রোডের কাছে দাঁড়িয়ে থাকা কন্টেনারকে ধাক্কা মারে একটি পুলকার ৷ ঘটনায় দুমড়ে মুচড়ে যায় পুলকারের সামনের অংশ ৷ আহত হয় পুলকার চালক ও ভিতরে থাকা ছাত্রী ৷ তাদেরকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

সল্টলেকের দুর্ঘটনার 48 ঘণ্টার মধ্যেই ফের এহেন জোড়া দুর্ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলকার ও স্কুলবাসের নিয়ন্ত্রণ না থাকায় শঙ্কিত অভিভাবকরা ৷ যদিও দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ ৷

কলকাতা, 14 নভেম্বর: দুর্ঘটনার সম্মুখীন পুলকার ও স্কুলবাস ৷ দুটি ঘটনাতেই প্রশ্ন উঠছে বাসের রেষারেষির ৷ বৃহস্পতির সকালে জোড়া দুর্ঘটনার সাক্ষী কলকাতা ৷

প্রথম দুর্ঘটনা :

পঞ্চসায়র থানা এলাকার চক গড়িয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে স্কুলবাস ৷ তারপর রাস্তার পাশে এক বহুতলে ধাক্কা মারে ৷ তাতেই ক্ষতিগ্রস্ত হয় বাসটি ৷ দুমড়ে মুচড়ে যায় সামনের অংশ ৷ অল্পের জন্য রক্ষা পায় বাসের ভিতরে থাকা তিনজন পড়ুয়া ৷ যদিও ঘটনায় গুরুতর আহত হন সাইকেল আরোহী ৷ বাসের ধাক্কায় ছিটকে পড়েন তিনি ৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷ স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে ৷ পুলিশ সূত্রে খবর, বাসের চালককে আটক করা হয়েছে ৷ ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ৷

দ্বিতীয় দুর্ঘটনা :

অন্যদিকে, এদিন সকালে ধাপা রোডের কাছে দাঁড়িয়ে থাকা কন্টেনারকে ধাক্কা মারে একটি পুলকার ৷ ঘটনায় দুমড়ে মুচড়ে যায় পুলকারের সামনের অংশ ৷ আহত হয় পুলকার চালক ও ভিতরে থাকা ছাত্রী ৷ তাদেরকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

সল্টলেকের দুর্ঘটনার 48 ঘণ্টার মধ্যেই ফের এহেন জোড়া দুর্ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলকার ও স্কুলবাসের নিয়ন্ত্রণ না থাকায় শঙ্কিত অভিভাবকরা ৷ যদিও দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.