ETV Bharat / state

'ট্যাব নিয়ে দুর্নীতি হয়নি, সাইবার ক্রাইমের ঘটনা', দাবি তৃণমূল নেতা কুণালের - TABLET MONEY FRAUD CASE

সরকারের দেওয়া ট্য়াবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকেনি ৷ এই টাকা হ্যাক করে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে ৷ এ নিয়ে কী বললেন কুণাল ঘোষ ?

TMC Leader Kunal Ghosh
তৃণমূল নেতা কুণাল ঘোষ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 10:37 PM IST

কলকাতা, 14 নভেম্বর: ছাত্রছাত্রীদের প্রাপ্য ট্যাব নিয়ে কোনও দুর্নীতি হয়নি ৷ এটি সাইবার অপরাধের ঘটনা। এমনই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ বুধবার তিনি সাংবাদিকদের বলেন, "ট্যাবের বিষয়টা একেবারে টেকনিক্যাল ৷ প্রশাসন এটা নিয়ে বলতে পারবে ৷ যেটা দেখানো হচ্ছে, এটা কেলেঙ্কারি-বিষয়টা সেরকম নয় ৷ এটা সাইবার ক্রাইম ৷"

পুজোর আগেই 5 অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য 10 হাজার টাকা করে দেবে রাজ্য সরকার ৷ 'তরুণের স্বপ্ন' প্রকল্পের আওতায় দুর্গাপুজোর আগেই এই টাকা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে । সেদিন থেকেই ছাত্র-টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যায় ৷

তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাবের টাকা হাতানো সাইবার ক্রাইমের ঘটনা, বললেন কুণাল ঘোষ (ইটিভি ভারত)

পরে নভেম্বর মাসের প্রথম দিকে জানা যায়, মালদা, শিলিগুড়ি-সহ একাধিক জেলায় ট্যাবের টাকা সংশ্লিষ্ট পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি ৷ বদলে অন্য কারও অ্যাকাউন্টে চলে গিয়েছে ৷ এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সাইবার অপরাধীরা ট্যাবের টাকা সরানোর কাজে জড়িত ৷ এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এমনকী এর সঙ্গে বিহারের যোগও পাওয়া গিয়েছে ৷ কলকাতা পুলিশের সাইবার সেলের বিশেষজ্ঞরা জানতে পেরেছেন, সরকারি তথ্য অভিযুক্তদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে মাথাপিছু 300 টাকা করে কমিশন নেওয়া হয়েছিল ।

এই অবস্থায় ট্যাব নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ট্যাব পাচ্ছেন, তাঁদের মধ্য়ে গুটিকয়েক জায়গায় হ্যাকিং করে টাকা সরানো হয়েছে ৷ যে টাকা পায়নি, সেও জানে কিন্তু যে সে টাকা পাবে ৷ আজ না হলে কাল পাবে ৷ কিন্তু মাঝখানে কারা কীভাবে সুযোগ কাজে লাগিয়ে সাইবার ক্রাইম করেছে সেটা পুলিশ দেখছে ৷"

কলকাতা, 14 নভেম্বর: ছাত্রছাত্রীদের প্রাপ্য ট্যাব নিয়ে কোনও দুর্নীতি হয়নি ৷ এটি সাইবার অপরাধের ঘটনা। এমনই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ বুধবার তিনি সাংবাদিকদের বলেন, "ট্যাবের বিষয়টা একেবারে টেকনিক্যাল ৷ প্রশাসন এটা নিয়ে বলতে পারবে ৷ যেটা দেখানো হচ্ছে, এটা কেলেঙ্কারি-বিষয়টা সেরকম নয় ৷ এটা সাইবার ক্রাইম ৷"

পুজোর আগেই 5 অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য 10 হাজার টাকা করে দেবে রাজ্য সরকার ৷ 'তরুণের স্বপ্ন' প্রকল্পের আওতায় দুর্গাপুজোর আগেই এই টাকা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে । সেদিন থেকেই ছাত্র-টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যায় ৷

তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাবের টাকা হাতানো সাইবার ক্রাইমের ঘটনা, বললেন কুণাল ঘোষ (ইটিভি ভারত)

পরে নভেম্বর মাসের প্রথম দিকে জানা যায়, মালদা, শিলিগুড়ি-সহ একাধিক জেলায় ট্যাবের টাকা সংশ্লিষ্ট পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি ৷ বদলে অন্য কারও অ্যাকাউন্টে চলে গিয়েছে ৷ এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সাইবার অপরাধীরা ট্যাবের টাকা সরানোর কাজে জড়িত ৷ এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এমনকী এর সঙ্গে বিহারের যোগও পাওয়া গিয়েছে ৷ কলকাতা পুলিশের সাইবার সেলের বিশেষজ্ঞরা জানতে পেরেছেন, সরকারি তথ্য অভিযুক্তদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে মাথাপিছু 300 টাকা করে কমিশন নেওয়া হয়েছিল ।

এই অবস্থায় ট্যাব নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ট্যাব পাচ্ছেন, তাঁদের মধ্য়ে গুটিকয়েক জায়গায় হ্যাকিং করে টাকা সরানো হয়েছে ৷ যে টাকা পায়নি, সেও জানে কিন্তু যে সে টাকা পাবে ৷ আজ না হলে কাল পাবে ৷ কিন্তু মাঝখানে কারা কীভাবে সুযোগ কাজে লাগিয়ে সাইবার ক্রাইম করেছে সেটা পুলিশ দেখছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.