ETV Bharat / state

সরকারি অফিসে চুরি করতে এসে ধৃত দুষ্কৃতী

প্রথমবার মুখে মাস্ক থাকায় ধরা পড়েনি । কিন্তু শুক্রবার সন্ধ্যায় সরকারি অফিসে আবার চুরি করতে এসে শেষ রক্ষা হল না । ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের BDO অফিসের ।

miscreant caught
চুরি করতে এসে ধরা পরল দুষ্কৃতী
author img

By

Published : Nov 7, 2020, 7:51 AM IST

এগরা, 6 নভেম্বর : দ্বিতীয়বার সরকারি অফিস চুরি করতে এসে ধরা পড়ল দুষ্কৃতী । প্রথমবার মুখে মাস্ক পরে চুরি করতে পেরেছিল ওই দুষ্কৃতী। কিন্তু শুক্রবার সন্ধ্যায় আবার চুরি করতে এসে শেষ রক্ষা হল না । ধরা পড়ল পুলিশের জালে।

ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের BDO অফিসের । BDO অফিস সূত্রে জানা যায়, গত মাসের 16 তারিখে ব্লক অফিসের সভাগৃহ থেকে বেশ কয়েকহাজার টাকার সাউন্ডসিস্টেম চুরি হয়ে যায়। ব্লকের CCTV ফুটেজে ধরা পড়ে একজন মুখে মাস্ক পরে ভিতরে ঢুকে চুরি করতে। থানায় অভিযোগ হলেও পুলিশ এতদিন ধরতে পারেনি। কিন্তু আজ সন্ধ্যায় আবার ওই যুবক BDO অফিসে ঘোরাফেরা করছে দেখে কর্মীদের সন্দেহ হয় । অভিযুক্ত যুবককে আটক করে থানায় খবর দেওয়া হয়।

এগরা থানার পুলিশ এসে 'কীর্তিমান' এই যুবক প্রদীপ জানা (23) কে থানায় নিয়ে আসে। যুবকের বাড়ি এগরা থানার বারভাগিয়া এলাকায়। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান বলেন , গত মাসের 16 তারিখে কয়েক হাজার টাকার জিনিস চুরি হয় । মুখে মাস্ক পরে চুরি করার জন্য ধরতে পারা যায়নি। কিন্তু আমাদের প্রত্যেক জায়গায় CCTV ক্যামেরা লাগানো আছে। ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে ।

এগরা, 6 নভেম্বর : দ্বিতীয়বার সরকারি অফিস চুরি করতে এসে ধরা পড়ল দুষ্কৃতী । প্রথমবার মুখে মাস্ক পরে চুরি করতে পেরেছিল ওই দুষ্কৃতী। কিন্তু শুক্রবার সন্ধ্যায় আবার চুরি করতে এসে শেষ রক্ষা হল না । ধরা পড়ল পুলিশের জালে।

ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের BDO অফিসের । BDO অফিস সূত্রে জানা যায়, গত মাসের 16 তারিখে ব্লক অফিসের সভাগৃহ থেকে বেশ কয়েকহাজার টাকার সাউন্ডসিস্টেম চুরি হয়ে যায়। ব্লকের CCTV ফুটেজে ধরা পড়ে একজন মুখে মাস্ক পরে ভিতরে ঢুকে চুরি করতে। থানায় অভিযোগ হলেও পুলিশ এতদিন ধরতে পারেনি। কিন্তু আজ সন্ধ্যায় আবার ওই যুবক BDO অফিসে ঘোরাফেরা করছে দেখে কর্মীদের সন্দেহ হয় । অভিযুক্ত যুবককে আটক করে থানায় খবর দেওয়া হয়।

এগরা থানার পুলিশ এসে 'কীর্তিমান' এই যুবক প্রদীপ জানা (23) কে থানায় নিয়ে আসে। যুবকের বাড়ি এগরা থানার বারভাগিয়া এলাকায়। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান বলেন , গত মাসের 16 তারিখে কয়েক হাজার টাকার জিনিস চুরি হয় । মুখে মাস্ক পরে চুরি করার জন্য ধরতে পারা যায়নি। কিন্তু আমাদের প্রত্যেক জায়গায় CCTV ক্যামেরা লাগানো আছে। ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.