ভূপতিনগর (পূর্ব মেদিনীপুর), 12 মে: স্বামীর সঙ্গে সামান্য বিবাদ হয়েছিল ৷ তার জেরে স্ত্রীকে গুলি করল স্বামী। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ভূপাতিনগর থানার পাউসি এলাকায় । অভিযোগ, এদিন রাত 10টা নাগাদ ভূপতিনগরের পাউসিতে সুধাংশু মিদ্যার মেয়ে যমুনাকে গুলি করে জামাই দীপঙ্কর দলপতি ৷ এরপরই অভিযুক্ত দীপঙ্কর পালিয়ে যায় বলে অভিযোগ ।
গুলির আওয়াজ শুনে ছুটে এসে পাড়া প্রতিবেশীরা দেখেন গুলিবিদ্ধ অবস্থায় যমুনা মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন । তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভূপতিনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও । স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ দীপঙ্কর দলপতি বিজেপি কর্মী । এলাকার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির ছায়াসঙ্গী হওয়ার কারণে বন্দুক নিয়ে এলাকায় দাপিয়ে বেড়ায় । এমনকী সবসময় বলে, তাঁর কেউ কিছু করতে পারবে না । কারণ তাঁর মাথায় বিধায়কের হাত রয়েছে । অন্যদিকে আহত গৃহবধূর পরিবার তৃণমূল ঘণিষ্ঠ।
আহত বধূ তথা অভিযুক্তের স্ত্রী যমুনা বলেন, "প্রতিনিয়ত বাড়িতে এসে আমার উপর নির্যাতন চালাত । তাই বাধ্য হয়ে আমি দু'মাস আগে বাপের বাড়ি চলে আসি । তারপর হঠাৎ রাতে এসে আমাকে বলে, বাড়ি চলো । এই নিয়ে যখন কথা কাটাকাটি শুরু হয়, তখন একটি বন্দুক বের করে গুলি চালাতে থাকে । শব্দ পেয়ে পাড়া প্রতিবেশীর আসতেই দীপঙ্কর পালিয়ে যায় । এরপর স্থানীয়রা আমাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে । আমি এর বিচার চাই ।"
গুলিবিদ্ধ গৃহবধূর বাবা সুধাংশু মিদ্যা বলেন, "প্রতিনিয়ত আমার মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত । আজকে আমার বাড়িতে এসে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে । মেয়ে না যাওয়ার কারণে মেয়েকে গুলি করে খুনের চেষ্টা করে । মেয়ের হাতে ও পায়ে দুটো গুলি লেগেছে । আমি চাই পুলিশ সঠিক তদন্ত করে দোষীকে শাস্তি দিক ।"
আরও পড়ুন : তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য আমডাঙায়