ETV Bharat / state

গলায় বিঁধে কাঠের টুকরো, সফল অস্ত্রোপচার তমলুক জেলা হাসপাতালে

জটিল অস্ত্রোপচারে সাফল্য তমলুক জেলা হাসপাতালে। মাধব মণ্ডল নামে শ্রমিক বর্তমানে সুস্থ রয়েছেন।

মাধব মণ্ডল
author img

By

Published : Feb 26, 2019, 12:09 AM IST

তমলুক ,২৫ ফেব্রুয়ারি : তমলুক জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা। এক শ্রমিকের গলায় প্রায় আড়াই ইঞ্চির কাঠের টুকরো ঢুকে যায়। সেই টুকরো অস্ত্রোপচারের মাধ্যমে রের করেন চিকিৎসকরা। শ্রমিকের নাম মাধব মণ্ডল (৩৩)। তিনি মহিষাদল থানার পূর্ব শ্রীরামপুরের বাসিন্দা।

আজ সকালে মাধববাবু একটি নির্মীয়মাণ বাড়িতে কাজ করছিলেন। কাজ করার সময় আচমকা তিনি মাটিতে পড়ে যান। মেঝেতে থাকা একটি কাঠের টুকরো তাঁর গলায় বিঁধে যায়। সেই অবস্থায় তাঁকে প্রথমে মহিষাদলের বাসুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাঁকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসকরা জেনেরাল অ্যানাস্থেসিয়ার মাধ্যমে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় কাঠের টুকরোটি বের করেন।

হাসপাতালের ENT বিশেষজ্ঞ অমিত কুমার খাঁড়া বলেন, মাধব মণ্ডল বর্তমানে সুস্থ আছেন। চিকিৎসকদের সহায়তায় হাসপাতালের স্বল্প পরিকাঠামোর মধ্যেই এই জটিল অস্ত্রোপচার সফল হয়েছে।

তমলুক ,২৫ ফেব্রুয়ারি : তমলুক জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা। এক শ্রমিকের গলায় প্রায় আড়াই ইঞ্চির কাঠের টুকরো ঢুকে যায়। সেই টুকরো অস্ত্রোপচারের মাধ্যমে রের করেন চিকিৎসকরা। শ্রমিকের নাম মাধব মণ্ডল (৩৩)। তিনি মহিষাদল থানার পূর্ব শ্রীরামপুরের বাসিন্দা।

আজ সকালে মাধববাবু একটি নির্মীয়মাণ বাড়িতে কাজ করছিলেন। কাজ করার সময় আচমকা তিনি মাটিতে পড়ে যান। মেঝেতে থাকা একটি কাঠের টুকরো তাঁর গলায় বিঁধে যায়। সেই অবস্থায় তাঁকে প্রথমে মহিষাদলের বাসুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাঁকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসকরা জেনেরাল অ্যানাস্থেসিয়ার মাধ্যমে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় কাঠের টুকরোটি বের করেন।

হাসপাতালের ENT বিশেষজ্ঞ অমিত কুমার খাঁড়া বলেন, মাধব মণ্ডল বর্তমানে সুস্থ আছেন। চিকিৎসকদের সহায়তায় হাসপাতালের স্বল্প পরিকাঠামোর মধ্যেই এই জটিল অস্ত্রোপচার সফল হয়েছে।

Intro:মাঝে আর কয়েক ঘন্টা বাকি তারপরেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুরু হবে সভা। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদনীপুর এবং বাঁকুড়া ,পুরুলিয়া জেলা থেকে 6 নম্বর জাতীয় সড়ক ধরে কাতারে কাতারে তৃণমূল কর্মীরা বাসে হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উদ্দেশ্য একটাই জাতীয় রাজনীতিতে প্রবেশের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিচ্ছেন তাই জানান।


Body:ভিডিও


Conclusion:ছবি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচগ্রাম মোড় থেকে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.