তমলুক ,২৫ ফেব্রুয়ারি : তমলুক জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা। এক শ্রমিকের গলায় প্রায় আড়াই ইঞ্চির কাঠের টুকরো ঢুকে যায়। সেই টুকরো অস্ত্রোপচারের মাধ্যমে রের করেন চিকিৎসকরা। শ্রমিকের নাম মাধব মণ্ডল (৩৩)। তিনি মহিষাদল থানার পূর্ব শ্রীরামপুরের বাসিন্দা।
আজ সকালে মাধববাবু একটি নির্মীয়মাণ বাড়িতে কাজ করছিলেন। কাজ করার সময় আচমকা তিনি মাটিতে পড়ে যান। মেঝেতে থাকা একটি কাঠের টুকরো তাঁর গলায় বিঁধে যায়। সেই অবস্থায় তাঁকে প্রথমে মহিষাদলের বাসুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাঁকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসকরা জেনেরাল অ্যানাস্থেসিয়ার মাধ্যমে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় কাঠের টুকরোটি বের করেন।
হাসপাতালের ENT বিশেষজ্ঞ অমিত কুমার খাঁড়া বলেন, মাধব মণ্ডল বর্তমানে সুস্থ আছেন। চিকিৎসকদের সহায়তায় হাসপাতালের স্বল্প পরিকাঠামোর মধ্যেই এই জটিল অস্ত্রোপচার সফল হয়েছে।