জোহানেসবার্গ, 16 নভেম্বর: শুক্রবার রাতে বিশ্বজয়ীদের দাপট দেখেছে ক্রিকেটবিশ্ব ৷ প্রথমে ব্যাট করে 20 ওভারে 283 রান তুলেছে ‘সূর্যকুমার অ্যান্ড কোং’ ৷ শতরান করেছেন সঞ্জু স্যামসন, তিলক বর্মা ৷ পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে গিয়েছে 148 রানে ৷ একপেশে ম্যাচই নয়, প্রথমবার টি-20 বিশ্বজয়ের মঞ্চে একাধিক রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া ৷
একনজরে সব রেকর্ড...
সঞ্জুর শতরান: সঞ্জু স্যামসন এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি টি-20 সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভেঙেছেন । রোহিত শর্মা, কলিন মুনরো, রিলি রোসো, ফিল সল্ট এবং সূর্যকুমার যাদব-সহ 10 ব্যাটার এর আগে 2টি সেঞ্চুরি করেছিলেন ।
283: 2024 সালের অক্টোবরে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে 297 রান করে ভারত ৷ তারপর এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টি-20 স্কোর । কুড়ি-বিশের ফর্ম্যাটে বিদেশের মাটিতে এটি যেকোনও দলের সর্বোচ্চ স্কোর ।
জোড়া শতরান: আন্তর্জাতিক টি-20 ইনিংসে দুই ব্যাটার সেঞ্চুরি করার প্রথম ঘটনা।
A 135-run victory in Johannesburg! #TeamIndia seal the T20I series 3⃣-1⃣ 👏👏
— BCCI (@BCCI) November 15, 2024
Ramandeep Singh with the final wicket as South Africa are all out for 148.
Scorecard - https://t.co/b22K7t9imj#SAvIND pic.twitter.com/AF0i08T99Y
2টি করে শতরান: প্রথম ভারতীয় হিসেবে সঞ্জু স্যামসন একটি টি-20 সিরিজে দু’টি শতরান করেন । দ্বিতীয় ব্যাটার হিসেবে তালিকায় ঢোকেন তিলক ভার্মা ।
ভারতের সর্বোচ্চ: টি-20 ক্রিকেটে সর্বোচ্চ পাঁচটি স্কোরে ভারতের দু’টি স্কোর রয়েছে ।
23টি ছয়: টি-20 ক্রিকেটে একটি ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ভারতের ৷ বাংলাদেশের বিরুদ্ধে 22টি ছয় মেরেছিল ‘মেন ইন ব্লু’ ৷ শুক্রবার নিজেদের রেকর্ড ভেঙেছে ভারত ৷
তিলকের 20টি ছয়: তিলক ভার্মা ভারতের হয়ে একটি দ্বিপাক্ষিক টি-20 সিরিজে সর্বাধিক 20টি ছক্কার রেকর্ড গড়েছেন । 2019 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলি 13টি ছক্কা মেরেছিলেন ৷ সঞ্জু স্যামসনও কোহলিকে ছাড়িয়ে গিয়েছেন ৷ সিরিজে 19টি ছক্কা মেরেছেন দক্ষিণী তারকা ৷
তিলকের জোড়া শতরান: ভারতের হয়ে দ্বিপাক্ষিক টি-20 সিরিজে পরপর দু’ম্যাচে শতরান করা প্রথম ভারতীয় ।
210 রানের জুটি: সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা টি-20 ক্রিকেটে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ জুটি গড়েছেন । 2024 সালের ফেব্রুয়ারিতে নামিবিয়ার বিরুদ্ধে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট এবং মাইকেল লেভিটের 193 রানকে টপকে গিয়েছেন । এটি টি-20 ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ রানের জুটি ।
41 বলে শতরান: ভারতীয়দের মধ্যে টি-20 ক্রিকেটে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করেছেন তিলক বর্মা। সামনে রয়েছেন রোহিত শর্মা (35 বলে), স্যামসন (40 বলে) ।
120 রান: টি-20 ক্রিকেটে ভারতীয়দের দ্বিতীয় সেরা ব্যক্তিগত স্কোর । তিলক বর্মার সামনে রয়েছেন শুভমান গিল (126 রান) ।