পূর্ব মেদিনীপুর, 10 সেপ্টেম্বর : কাঁথি মহকুমা হাসপাতালে গতকাল এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃত্যু হলে, তাঁর মৃতদেহটি নামিয়ে রাখা হয় বেডের নিচে মেঝেতে ৷ অন্য রোগীর বাড়ির লোকজন আপত্তি জানালেও এখনও পর্যন্ত মৃতদেহটি সরানো হয়নি ৷ ইতিমধ্যে পচন ধরতে শুরু করেছে দেহে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে ।
জানা গিয়েছে, গতকাল 9 সেপ্টেম্বর আনুমানিক দুপুরের পরে মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধার ৷ তিনি বেশ কিছু দিন ধরে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন ৷ অজ্ঞাতপরিচয় হওয়ায় বৃদ্ধার পরিবারের কারও সম্বন্ধে কোনও তথ্য ছিল না হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৷ তাই পরিবারের কাউকে খবর দেওয়া যায়নি ৷ তাঁর মৃত্যুর পর মৃতদেহটি বেডের নিচে মেঝেতে রেখে দেওয়া হয় ৷
আরও পড়ুন : Kanthi : দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ কাঁথি মহকুমা হাসপাতালে
অন্য রোগীর পরিবারের সদস্যরা মৃতদেহটি সরানোর দাবি জানান ৷ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সেই মৃতদেহটি সরায়নি ৷ এ নিয়ে অন্য রোগীর পরিবারের সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন ৷ এদিকে স্বাভাবিক নিয়মে রোগীর মৃতদেহে পচন ধরতে শুরু করেছে ৷ কিন্তু তাতে কোনও হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের বলে অভিযোগ ৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই বৃদ্ধা গত 21 জুলাই অসুস্থ অবস্থায় কাঁথি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । গতকাল তিনি মারা যান ।
গতকাল থেকে এখনও পর্যন্ত মৃতদেহ ঘরের ভিতরে বেডের নিচে পড়ে থাকার দৃশ্য ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷