ETV Bharat / state

Poster against Suvendu Adhikari: 'ডোন্ট টাচ মি, আমি সমকামী, আমি উভয়লিঙ্গ'; কাঁথিতে শুভেন্দুর নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য - TMC

শুভেন্দু অধিকারীর নামাঙ্কিত পোস্টার (Poster against Suvendu Adhikari) ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে কাঁথিতে ৷ একে ওপরকে দোষারোপ করতে ছাড়ছে না তৃণমূল বিজেপি কোনও পক্ষই ৷ পোস্টারে লেখা 'ডোন্ট টাচ মি, আমি সমকামী, আমি উভয়লিঙ্গ, শুধু চাই পুংলিঙ্গ, বাংলার বড় চোর' ৷

Controvarcy over Poster against Suvendu Adhikari at Contai
Poster against Suvendu Adhikar
author img

By

Published : Sep 17, 2022, 3:29 PM IST

কাঁথি (পূর্ব মেদিনীপুর), 17 সেপ্টেম্বর: এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে নিজের শহর কাঁথিতে পড়ল পোস্টার । যাতে লেখা রয়েছে, 'ডোন্ট টাচ মি, আমি সমকামী, আমি উভয়লিঙ্গ, শুধু চাই পুংলিঙ্গ, বাংলার বড় চোর' ৷ আর এই পোস্টার ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে । শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

বিশ্বকর্মা পুজোর দিন সকালে পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারী নিজের গড় কাঁথি শহরের বিভিন্ন এলাকায় তাঁর নামে এই পোস্টার (Poster) পড়ে ৷ রাজ্যের বিরোধী দলনেতার নামাঙ্কিত এই পোস্টারগুলি কে বা কারা রাতের অন্ধকারে লাগিয়ে গিয়েছে বলে অভিযোগ । এই পোস্টারে লেখা রয়েছে, 'আমি সমকামী, আমি উভয়লিঙ্গ, আমি চাই শুধু পুংলিঙ্গ, বাংলার বড় চোর'। কিন্তু কে বা কারা এই পোস্টার লাগাল তা এখনও জানা যায়নি ।

Controvarcy over Poster against Suvendu Adhikari at Contai
শুভেন্দু অধিকারীর নামাঙ্কিত পোস্টার কাঁথিতে

তবে বিজেপি-র অভিযোগ তৃণমূল এই পোস্টার লাগিয়েছে । এদিন সকালে কাঁথি শহরের বিভিন্ন স্থান, মহাকুমা শাসক দফতর চত্বর, কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড, কাঁথি খড়গপুর বাইপাস, কাঁথি মেছেদা বাইপাস-সহ বিস্তীর্ণ এলাকায় এই পোস্টার লক্ষ্য করা যায় । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জর চারপাশে পড়েছে এই পোস্টার । এমন জায়গায় লাগানো হয়েছে পোস্টারগুলি যে অধিকারী পরিবারের কোনও সদস্য বাড়ি থেকে বেরলেই চোখে পড়বে সেগুলি (Controvarcy over Poster against Suvendu Adhikari at Contai) ।

কাঁথিতে শুভেন্দুর নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য

বিজেপির (BJP) পক্ষ থেকে শাসক দলের চক্রান্ত বলে দাবি করা হয়েছে । যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । এ নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দল বিজেপিও । কাঁথি বিজেপি নগর মণ্ডলের সভাপতি সুশীল দাস বলেন, "এটা শাসক দল তৃণমূল কংগ্রেসের চক্রান্ত । এইসব পোস্টার যারা লাগিয়েছে, তারা ভালো মস্তিষ্কের লোক না । এই বিষয়ে আর বেশি কিছু মন্তব্য না-করাই ভালো ।"

আরও পড়ুন: চোর চোট্টা ! সিবিআই তদন্ত চেয়ে নিজের পাড়ায় পোস্টার পড়ল শুভেন্দুর নামে

কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি তরুণ মাইতি বলেন, "এই ঘটনার সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস কোনওভাবেই যুক্ত নয় । কে বা কারা, এই পোষ্টার দিয়েছে তা আমাদের জানা নেই । শুভেন্দু অধিকারীর হাতে ইডি সিবিআই আছে, তাদের দিয়ে তদন্ত করান।"

কাঁথি (পূর্ব মেদিনীপুর), 17 সেপ্টেম্বর: এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে নিজের শহর কাঁথিতে পড়ল পোস্টার । যাতে লেখা রয়েছে, 'ডোন্ট টাচ মি, আমি সমকামী, আমি উভয়লিঙ্গ, শুধু চাই পুংলিঙ্গ, বাংলার বড় চোর' ৷ আর এই পোস্টার ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে । শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

বিশ্বকর্মা পুজোর দিন সকালে পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারী নিজের গড় কাঁথি শহরের বিভিন্ন এলাকায় তাঁর নামে এই পোস্টার (Poster) পড়ে ৷ রাজ্যের বিরোধী দলনেতার নামাঙ্কিত এই পোস্টারগুলি কে বা কারা রাতের অন্ধকারে লাগিয়ে গিয়েছে বলে অভিযোগ । এই পোস্টারে লেখা রয়েছে, 'আমি সমকামী, আমি উভয়লিঙ্গ, আমি চাই শুধু পুংলিঙ্গ, বাংলার বড় চোর'। কিন্তু কে বা কারা এই পোস্টার লাগাল তা এখনও জানা যায়নি ।

Controvarcy over Poster against Suvendu Adhikari at Contai
শুভেন্দু অধিকারীর নামাঙ্কিত পোস্টার কাঁথিতে

তবে বিজেপি-র অভিযোগ তৃণমূল এই পোস্টার লাগিয়েছে । এদিন সকালে কাঁথি শহরের বিভিন্ন স্থান, মহাকুমা শাসক দফতর চত্বর, কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড, কাঁথি খড়গপুর বাইপাস, কাঁথি মেছেদা বাইপাস-সহ বিস্তীর্ণ এলাকায় এই পোস্টার লক্ষ্য করা যায় । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জর চারপাশে পড়েছে এই পোস্টার । এমন জায়গায় লাগানো হয়েছে পোস্টারগুলি যে অধিকারী পরিবারের কোনও সদস্য বাড়ি থেকে বেরলেই চোখে পড়বে সেগুলি (Controvarcy over Poster against Suvendu Adhikari at Contai) ।

কাঁথিতে শুভেন্দুর নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য

বিজেপির (BJP) পক্ষ থেকে শাসক দলের চক্রান্ত বলে দাবি করা হয়েছে । যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । এ নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দল বিজেপিও । কাঁথি বিজেপি নগর মণ্ডলের সভাপতি সুশীল দাস বলেন, "এটা শাসক দল তৃণমূল কংগ্রেসের চক্রান্ত । এইসব পোস্টার যারা লাগিয়েছে, তারা ভালো মস্তিষ্কের লোক না । এই বিষয়ে আর বেশি কিছু মন্তব্য না-করাই ভালো ।"

আরও পড়ুন: চোর চোট্টা ! সিবিআই তদন্ত চেয়ে নিজের পাড়ায় পোস্টার পড়ল শুভেন্দুর নামে

কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি তরুণ মাইতি বলেন, "এই ঘটনার সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস কোনওভাবেই যুক্ত নয় । কে বা কারা, এই পোষ্টার দিয়েছে তা আমাদের জানা নেই । শুভেন্দু অধিকারীর হাতে ইডি সিবিআই আছে, তাদের দিয়ে তদন্ত করান।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.