ETV Bharat / state

কাঁথিতে জমি বিবাদকে কেন্দ্র করে মারামারি, মৃত 1 - death

কাঁথিতে জমি বিবাদকে কেন্দ্র করে মারামারির জেরে মৃত এক ৷ আহত নয়জন ৷ অভিযোগ উঠেছে BLRO-র দিকে ৷

woonded
আহত
author img

By

Published : Jan 14, 2020, 4:08 PM IST

কাঁথি, 14 জানুয়ারি : জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের বচসা ও মারামারি । মৃত এক । আহত ন'জন । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথি দু'নম্বর ব্লকের ফুলেশ্বর গ্রামের । রবিবার (12 জানুয়ারি) সকালে জমির ভাগবাঁটোয়ারাকে কেন্দ্র করে কেদারনাথ ঘোড়াই , শিবু ঘোড়াই ও বঙ্কিম ঘোড়াইয়ের মধ্যে শুরু হয় বচসা ও মারামারি । গুরুতর আহত অবস্থায় কেদারনাথ ঘোড়াইকে কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালে তাঁর মৃত্যু হয় ৷

ঘটনাকে কেন্দ্র করে BLRO-র দিকে অভিযোগের আঙুল তুলেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব সহ গ্রামবাসীরা । সারদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য স্নেহাশিস পাহাড়ি বলেন, "শরিকি বিভাগকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ৷ আর ঘটনার জন্য দায়ি BLRO ৷ কারণ, রেকর্ড সংক্রান্ত সংশোধনের জন্য এলাকায় এক ধরনের দালালচক্রের সঙ্গে BLRO হাত মিলিয়েছেন । যার ফলে বাড়ছে জমি জটিলতা । আর তাকেই কেন্দ্র করে চলছে মারামারি ।" আর এক গ্রামবাসী রাকেশ মাইতি বলেন, "BLRO হেয়ারিংয়ের সময় এক পক্ষকে ডাকায় এই বিপত্তি ঘটেছে । পুলিশ এখনও পর্যন্ত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ।"

কাঁথি, 14 জানুয়ারি : জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের বচসা ও মারামারি । মৃত এক । আহত ন'জন । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথি দু'নম্বর ব্লকের ফুলেশ্বর গ্রামের । রবিবার (12 জানুয়ারি) সকালে জমির ভাগবাঁটোয়ারাকে কেন্দ্র করে কেদারনাথ ঘোড়াই , শিবু ঘোড়াই ও বঙ্কিম ঘোড়াইয়ের মধ্যে শুরু হয় বচসা ও মারামারি । গুরুতর আহত অবস্থায় কেদারনাথ ঘোড়াইকে কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালে তাঁর মৃত্যু হয় ৷

ঘটনাকে কেন্দ্র করে BLRO-র দিকে অভিযোগের আঙুল তুলেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব সহ গ্রামবাসীরা । সারদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য স্নেহাশিস পাহাড়ি বলেন, "শরিকি বিভাগকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ৷ আর ঘটনার জন্য দায়ি BLRO ৷ কারণ, রেকর্ড সংক্রান্ত সংশোধনের জন্য এলাকায় এক ধরনের দালালচক্রের সঙ্গে BLRO হাত মিলিয়েছেন । যার ফলে বাড়ছে জমি জটিলতা । আর তাকেই কেন্দ্র করে চলছে মারামারি ।" আর এক গ্রামবাসী রাকেশ মাইতি বলেন, "BLRO হেয়ারিংয়ের সময় এক পক্ষকে ডাকায় এই বিপত্তি ঘটেছে । পুলিশ এখনও পর্যন্ত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ।"

Intro:জমি বিবাদকে কেন্দ্র করে মারামারি, মৃত এক আহত নয় , আটক দুই ।

জমির বিবাদ কে কেন্দ্র করে দুই পক্ষের বচসা ও মারামারি । মৃত এক , আহত নয়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি দু'নম্বর ব্লকের ফুলেশ্বর গ্রামের । গত 12 তারিখ সকালে জমির ভাগবাটোয়ারা কে কেন্দ্র করে কেদারনাথ ঘোড়াই , শিবু ঘোড়াই ও বঙ্কিম ঘোড়াই এর মধ্যে শুরু হয় বচসা ও মারামারি । গুরুতর আহত অবস্থায় কেদারনাথ ঘোড়াই কে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । আজ সকালে তিনি মারা যান ।
এই ঘটনাকে কেন্দ্র করে বি এল আর ও দিকে অভিযোগের আঙুল তুলেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব সহ গ্রামবাসীরা । সারদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য স্নেহাশীষ পাহাড়ি বলেন, শরিকি বিভাগ কে কেন্দ্র করে এই মারামারির ঘটনাটি ঘটে । আর এর জন্য দায়ী বি এল আর ও । কারণ , রেকর্ড সংক্রান্ত সংশোধনের জন্য এলাকায় এক ধরনের দালালচক্রের সঙ্গে বি এল আর ও হাত মিলিয়েছেন । যার ফলে বাড়ছে জমি জটিলতার । আর তাকেই কেন্দ্র করে চলছে মারামারি । এক
গ্রামবাসী রাকেশ মাইতি বলেন, বি এল আর ও হেয়ারিং এর সময় এক পক্ষকে ডাকায় এই বিপত্তি ঘটেছে । পুলিশ এখন পর্যন্ত দুই জনকে জিজ্ঞাসাবাদেরজন্য আটক করেছে ।

বাইট 1a স্নেহাশীষ মাইতি, সারদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ।

বাইট 1b রাকেশ মাইতি, স্থানীয় বাসিন্দা ।Body:জমি বিবাদকে কেন্দ্র করে মারামারি, মৃত এক আহত নয় , আটক দুই ।

জমির বিবাদ কে কেন্দ্র করে দুই পক্ষের বচসা ও মারামারি । মৃত এক , আহত নয়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি দু'নম্বর ব্লকের ফুলেশ্বর গ্রামের । গত 12 তারিখ সকালে জমির ভাগবাটোয়ারা কে কেন্দ্র করে কেদারনাথ ঘোড়াই , শিবু ঘোড়াই ও বঙ্কিম ঘোড়াই এর মধ্যে শুরু হয় বচসা ও মারামারি । গুরুতর আহত অবস্থায় কেদারনাথ ঘোড়াই কে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । আজ সকালে তিনি মারা যান ।
এই ঘটনাকে কেন্দ্র করে বি এল আর ও দিকে অভিযোগের আঙুল তুলেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব সহ গ্রামবাসীরা । সারদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য স্নেহাশীষ পাহাড়ি বলেন, শরিকি বিভাগ কে কেন্দ্র করে এই মারামারির ঘটনাটি ঘটে । আর এর জন্য দায়ী বি এল আর ও । কারণ , রেকর্ড সংক্রান্ত সংশোধনের জন্য এলাকায় এক ধরনের দালালচক্রের সঙ্গে বি এল আর ও হাত মিলিয়েছেন । যার ফলে বাড়ছে জমি জটিলতার । আর তাকেই কেন্দ্র করে চলছে মারামারি । এক
গ্রামবাসী রাকেশ মাইতি বলেন, বি এল আর ও হেয়ারিং এর সময় এক পক্ষকে ডাকায় এই বিপত্তি ঘটেছে । পুলিশ এখন পর্যন্ত দুই জনকে জিজ্ঞাসাবাদেরজন্য আটক করেছে ।

বাইট 1a স্নেহাশীষ মাইতি, সারদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ।

বাইট 1b রাকেশ মাইতি, স্থানীয় বাসিন্দা ।Conclusion:জমি বিবাদকে কেন্দ্র করে মারামারি, মৃত এক আহত নয় , আটক দুই ।

জমির বিবাদ কে কেন্দ্র করে দুই পক্ষের বচসা ও মারামারি । মৃত এক , আহত নয়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি দু'নম্বর ব্লকের ফুলেশ্বর গ্রামের । গত 12 তারিখ সকালে জমির ভাগবাটোয়ারা কে কেন্দ্র করে কেদারনাথ ঘোড়াই , শিবু ঘোড়াই ও বঙ্কিম ঘোড়াই এর মধ্যে শুরু হয় বচসা ও মারামারি । গুরুতর আহত অবস্থায় কেদারনাথ ঘোড়াই কে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । আজ সকালে তিনি মারা যান ।
এই ঘটনাকে কেন্দ্র করে বি এল আর ও দিকে অভিযোগের আঙুল তুলেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব সহ গ্রামবাসীরা । সারদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য স্নেহাশীষ পাহাড়ি বলেন, শরিকি বিভাগ কে কেন্দ্র করে এই মারামারির ঘটনাটি ঘটে । আর এর জন্য দায়ী বি এল আর ও । কারণ , রেকর্ড সংক্রান্ত সংশোধনের জন্য এলাকায় এক ধরনের দালালচক্রের সঙ্গে বি এল আর ও হাত মিলিয়েছেন । যার ফলে বাড়ছে জমি জটিলতার । আর তাকেই কেন্দ্র করে চলছে মারামারি । এক
গ্রামবাসী রাকেশ মাইতি বলেন, বি এল আর ও হেয়ারিং এর সময় এক পক্ষকে ডাকায় এই বিপত্তি ঘটেছে । পুলিশ এখন পর্যন্ত দুই জনকে জিজ্ঞাসাবাদেরজন্য আটক করেছে ।

বাইট 1a স্নেহাশীষ মাইতি, সারদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ।

বাইট 1b রাকেশ মাইতি, স্থানীয় বাসিন্দা ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.