ETV Bharat / state

TMC-BJP : জমি-জায়গা লিখে না দেওয়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ - তৃণমূল বিরুদ্ধে মারধরের অভিযোগ

বিজেপি কর্মীকে গ্রামের নামে জমি-জায়গা লিখে দিতে বলার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ৷ লিখে না দেওয়ায় বাড়িঘর ভাঙচুর করে ওই বিজেপি কর্মীকে মারধর করা হয়ে বলে অভিযোগ ৷ পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি এলাকা কুলঞ্জরা গ্রামের ঘটনা ৷

জমি-জায়গা লিখে না দেওয়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জমি-জায়গা লিখে না দেওয়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
author img

By

Published : Sep 9, 2021, 10:55 PM IST

কাঁথি, 9 সেপ্টেম্বর : বিজেপি করার অপরাধে জমি লিখে দেওয়ার নিদান তৃণমূল নেতাদের ৷ লিখে না দেওয়ায় বাড়ি ভাঙচুর ও লুঠপাট-সহ বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় আহত বিজেপি কর্মী কৌশিক গুড়িয়াকে হাসপাতালে ভর্তি করা হয় ৷


ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি এলাকা কুলঞ্জরা গ্রামে । আহত কৌশিক গুড়িয়া জানান, বাবা নাড়ু গুড়িয়া দীর্ঘদিন ধরে সিপিআইএম করতেন । সেইজন্য দীর্ঘ 10 বছর ধরে রাজনৈতিক অত্যাচারে ঘর ছাড়া রয়েছেন । মা সরস্বতী গুড়িয়া ও বোন আরতি গুড়িয়াকে নিয়ে কৌশিক গ্রামের বাড়িতে থাকেন । এরপর সিপিআইএম ছেড়ে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেন তাঁরা । খেতে না পেয়ে ও চিকিৎসার অভাবে নাড়ু গুড়িয়ার মা কমলা গুড়িয়া মারা যান । এরপর তাঁর শ্রাদ্ধশান্তির কাজ করতে গেলে স্থানীয় তৃণমূলের লোকেরা বাধা দেয় বলে অভিযোগ ।

বিজেপি করার অপরাধে তাঁকে এক বিঘে সম্পত্তি গ্রামের নামে লিখে দিতে বলা হয় বলে অভিযোগ আহত বিজেপি কর্মী কৌশিকের । এদিন তিনি আরও জানান, ওদের কথা মত এক বিঘে সম্পত্তি না লিখে দেওয়ায় বুধবার রাতে গ্রামে সালিশি সভা বসানো হয় । সেই সভায় এক বিঘা জমি লিখে দিতে বলা হয় । লিখতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ কৌশিকের ।

এমনকি তাঁর মা ও বোনকেও মারধর করা হয় বলে জানান তাঁরা ৷ বর্তমানে পরিবারের তিন সদস্য কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ।

জমি-জায়গা লিখে না দেওয়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এই বিষয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী জানান, সর্বত্রই অরাজকতা চলছে । খুন সন্ত্রাসের রাজনৈতিক কর্মসূচি নিয়েছে শাসকদল । আশা করি মানুষ জাগ্রত হবে এবং এই অরাজকতার প্রতিবাদ করবে ।

যদিও এই ঘটনায় সব অভিযোগ অস্বীকার করে কাঁথি দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা বলেন, "এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় । এই ঘটনায় যদি দলের কেউ যুক্ত থাকে তবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিতে কেউ কেউ গা ভাসিয়ে অতি তৃণমূল হওয়ার চেষ্টা করছে । দলে এটা সমর্থনযোগ্য নয় । আর কিছু লোক অপপ্রচার করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে ৷"

আরও পড়ুন : Dilip Ghosh : "আমার কর্মীর গায়ে হাত দিলে বুকে পা তুলে দেব", ফের বিস্ফোরক মন্তব্য দিলীপের

কাঁথি, 9 সেপ্টেম্বর : বিজেপি করার অপরাধে জমি লিখে দেওয়ার নিদান তৃণমূল নেতাদের ৷ লিখে না দেওয়ায় বাড়ি ভাঙচুর ও লুঠপাট-সহ বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় আহত বিজেপি কর্মী কৌশিক গুড়িয়াকে হাসপাতালে ভর্তি করা হয় ৷


ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি এলাকা কুলঞ্জরা গ্রামে । আহত কৌশিক গুড়িয়া জানান, বাবা নাড়ু গুড়িয়া দীর্ঘদিন ধরে সিপিআইএম করতেন । সেইজন্য দীর্ঘ 10 বছর ধরে রাজনৈতিক অত্যাচারে ঘর ছাড়া রয়েছেন । মা সরস্বতী গুড়িয়া ও বোন আরতি গুড়িয়াকে নিয়ে কৌশিক গ্রামের বাড়িতে থাকেন । এরপর সিপিআইএম ছেড়ে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেন তাঁরা । খেতে না পেয়ে ও চিকিৎসার অভাবে নাড়ু গুড়িয়ার মা কমলা গুড়িয়া মারা যান । এরপর তাঁর শ্রাদ্ধশান্তির কাজ করতে গেলে স্থানীয় তৃণমূলের লোকেরা বাধা দেয় বলে অভিযোগ ।

বিজেপি করার অপরাধে তাঁকে এক বিঘে সম্পত্তি গ্রামের নামে লিখে দিতে বলা হয় বলে অভিযোগ আহত বিজেপি কর্মী কৌশিকের । এদিন তিনি আরও জানান, ওদের কথা মত এক বিঘে সম্পত্তি না লিখে দেওয়ায় বুধবার রাতে গ্রামে সালিশি সভা বসানো হয় । সেই সভায় এক বিঘা জমি লিখে দিতে বলা হয় । লিখতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ কৌশিকের ।

এমনকি তাঁর মা ও বোনকেও মারধর করা হয় বলে জানান তাঁরা ৷ বর্তমানে পরিবারের তিন সদস্য কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ।

জমি-জায়গা লিখে না দেওয়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এই বিষয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী জানান, সর্বত্রই অরাজকতা চলছে । খুন সন্ত্রাসের রাজনৈতিক কর্মসূচি নিয়েছে শাসকদল । আশা করি মানুষ জাগ্রত হবে এবং এই অরাজকতার প্রতিবাদ করবে ।

যদিও এই ঘটনায় সব অভিযোগ অস্বীকার করে কাঁথি দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা বলেন, "এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় । এই ঘটনায় যদি দলের কেউ যুক্ত থাকে তবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিতে কেউ কেউ গা ভাসিয়ে অতি তৃণমূল হওয়ার চেষ্টা করছে । দলে এটা সমর্থনযোগ্য নয় । আর কিছু লোক অপপ্রচার করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে ৷"

আরও পড়ুন : Dilip Ghosh : "আমার কর্মীর গায়ে হাত দিলে বুকে পা তুলে দেব", ফের বিস্ফোরক মন্তব্য দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.