ETV Bharat / state

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে রাতভর থানায় আটক ২ BJP কর্মী - ramnagar

12 মে আক্রান্ত হন দুই BJP কর্মী । তৃণমূলের কর্মীদের হাতে তাঁরা আক্রান্ত হন বলে অভিযোগ । এই নিয়ে গতকাল রামনগর থানায় অভিযোগ দায়ের করতে যান BJP-র অন্য দুই কর্মী । থানায় পুলিশকর্মীদের সঙ্গে তাঁদের বচসা হয় । এরপরই ওই দুইজনকে আটক করে পুলিশ ।

সত্যেন পঞ্চধায়ী এবং নিত্যগোপাল দাস
author img

By

Published : May 14, 2019, 4:40 PM IST

রামনগর, 14 মে : 12 মে আক্রান্ত হন দুই BJP কর্মী । তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ । এই নিয়ে থানায় FIR করতে গেলে দুই BJP নেতাকে আটক করে পুলিশ । পূর্ব মেদিনীপুরের রামনগর থানার ঘটনা । আটক দুই BJP নেতার নাম সত্যেন পঞ্চধায়ী এবং নিত্যগোপাল দাস । এর প্রতিবাদে আজ সকালে দলের নেতা-কর্মীরা থানায় গিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখান । এর ফলে ব্যক্তিগত বন্ডে তাঁদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

ষষ্ঠ দফা নির্বাচনের দিন আক্রান্ত হন দুই BJP কর্মী । তাঁদের নাম অরুণ সাউ ও দিব্যেন্দু পাণিগ্রাহী । ভোটের দিন কাঁথি লোকসভা কেন্দ্রের ২০৮ নম্বর সোনাকনিয়া বুথের পোলিং এজেন্ট ছিলেন তাঁরা । অভিযোগ, ভোট শেষ হলে সন্ধের পর তাঁদের বাড়ি ঘিরে রাখে তৃণমূলের দুষ্কৃতীরা । ওই দুই BJP কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের মারধর করা হয় । ওই দুই জখম কর্মী বর্তমানে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । আতঙ্কে ঘরছাড়া তাঁদের পরিবারের লোকজন।

এই বিষয়ে গতরাতে অভিযোগ জানাতে রামনগর থানায় যান সত্যেন ও নিত্যগোপাল। অভিযোগ, পুলিশ এই বিষয়ে FIR নিতে টালবাহানা করে । এছাড়া, পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে । এরপরেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ওই দুই BJP নেতা । তখন ওই দুই কর্মীকে রাতভর থানায় আটক করে রাখেন রামনগর থানার OC । BJP-র সাংগঠনিক জেলা সভাপতি তপন মাইতি বলেন, " সত্যেন ও নিত্যগোপাল অভিযোগ জানাতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে পুলিশ ।" যদিও, এই বিষয়ে রামনগর থানার OC-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

রামনগর, 14 মে : 12 মে আক্রান্ত হন দুই BJP কর্মী । তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ । এই নিয়ে থানায় FIR করতে গেলে দুই BJP নেতাকে আটক করে পুলিশ । পূর্ব মেদিনীপুরের রামনগর থানার ঘটনা । আটক দুই BJP নেতার নাম সত্যেন পঞ্চধায়ী এবং নিত্যগোপাল দাস । এর প্রতিবাদে আজ সকালে দলের নেতা-কর্মীরা থানায় গিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখান । এর ফলে ব্যক্তিগত বন্ডে তাঁদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

ষষ্ঠ দফা নির্বাচনের দিন আক্রান্ত হন দুই BJP কর্মী । তাঁদের নাম অরুণ সাউ ও দিব্যেন্দু পাণিগ্রাহী । ভোটের দিন কাঁথি লোকসভা কেন্দ্রের ২০৮ নম্বর সোনাকনিয়া বুথের পোলিং এজেন্ট ছিলেন তাঁরা । অভিযোগ, ভোট শেষ হলে সন্ধের পর তাঁদের বাড়ি ঘিরে রাখে তৃণমূলের দুষ্কৃতীরা । ওই দুই BJP কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের মারধর করা হয় । ওই দুই জখম কর্মী বর্তমানে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । আতঙ্কে ঘরছাড়া তাঁদের পরিবারের লোকজন।

এই বিষয়ে গতরাতে অভিযোগ জানাতে রামনগর থানায় যান সত্যেন ও নিত্যগোপাল। অভিযোগ, পুলিশ এই বিষয়ে FIR নিতে টালবাহানা করে । এছাড়া, পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে । এরপরেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ওই দুই BJP নেতা । তখন ওই দুই কর্মীকে রাতভর থানায় আটক করে রাখেন রামনগর থানার OC । BJP-র সাংগঠনিক জেলা সভাপতি তপন মাইতি বলেন, " সত্যেন ও নিত্যগোপাল অভিযোগ জানাতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে পুলিশ ।" যদিও, এই বিষয়ে রামনগর থানার OC-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.