ETV Bharat / state

গাঁজা বিক্রির প্রতিবাদ করায় মহিলাকে মারধর, শিশুকে আছাড়

পাড়ায় লুকিয়ে গাঁজার বিক্রি চলে। এর প্রতিবাদ করায় মারধর করা হল মহিলাকে । তাঁর শিশুসন্তানকে ছুড়ে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ ।

আক্রান্ত ময়না বিবি
author img

By

Published : Jun 7, 2019, 6:17 AM IST

Updated : Jun 7, 2019, 8:02 AM IST

কালনা, 7 জুন : পাড়ার একটি বাড়িতে গোপনে গাঁজা বিক্রি হত । গাঁজা কিনতে আসা লোকেরা অন্যদের বাড়ির দরজায় ধাক্কা দিয়ে যেত । এর জেরে সমস্যায় পড়ে স্থানীয়রা । প্রতিবাদ করায় মারধর করা হল এক মহিলাকে । পাশাপাশি তাঁর আট মাসের শিশুকন্যাকে মাটিতে আছাড় দেওয়ার অভিযোগ উঠল গাঁজা বিক্রেতাদের বিরুদ্ধে । ঘটনাটি কালনা থানা এলাকার কুমড়োডাঙার । বর্তমানে, আক্রান্ত ময়না বিবি ও তাঁর শিশুকন্যা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।

আক্রান্ত ময়না বিবি বলেন, "একটি ছেলে পাড়ায় এসে আমার কাছে গাঁজা চাইতে থাকে । আমি বলি যে এপাড়ায় আমি নতুন, কোথায় গাঁজা পাওয়া যায় আমি জানি না । তারপরও সে আমার বাড়ির দরজায় ধাক্কা দিতেই থাকে । তখন আমি বলি দু'টো বাড়ির পরে গেলে গাঁজা পাবে । সকালে গাঁজা বিক্রেতাদের সঙ্গে রাস্তায় দেখা হলে অভিযোগ জানাই । বলি তোমরা গাঁজা বিক্রি কর আর আমার বাড়িতে এসে লোকজন হুমকি দিয়ে যায় । আমি তো গাঁজা বিক্রি করি না । থানায় গিয়ে আমি সব জানাব । তখন ওরা বলে থানায় গিয়ে দেখ কোন বাবা তোমাকে বাঁচায় । তারপরই আমার বাচ্চাকে কোল থেকে টেনে নিয়ে ছুড়ে ফেলে দিল । আর আমাকে মারতে শুরু করল । "

আক্রান্ত ময়না বিবি সুস্থ হয়ে উঠলেই থানায় গিয়ে ওই গাঁজা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন ।

কালনা, 7 জুন : পাড়ার একটি বাড়িতে গোপনে গাঁজা বিক্রি হত । গাঁজা কিনতে আসা লোকেরা অন্যদের বাড়ির দরজায় ধাক্কা দিয়ে যেত । এর জেরে সমস্যায় পড়ে স্থানীয়রা । প্রতিবাদ করায় মারধর করা হল এক মহিলাকে । পাশাপাশি তাঁর আট মাসের শিশুকন্যাকে মাটিতে আছাড় দেওয়ার অভিযোগ উঠল গাঁজা বিক্রেতাদের বিরুদ্ধে । ঘটনাটি কালনা থানা এলাকার কুমড়োডাঙার । বর্তমানে, আক্রান্ত ময়না বিবি ও তাঁর শিশুকন্যা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।

আক্রান্ত ময়না বিবি বলেন, "একটি ছেলে পাড়ায় এসে আমার কাছে গাঁজা চাইতে থাকে । আমি বলি যে এপাড়ায় আমি নতুন, কোথায় গাঁজা পাওয়া যায় আমি জানি না । তারপরও সে আমার বাড়ির দরজায় ধাক্কা দিতেই থাকে । তখন আমি বলি দু'টো বাড়ির পরে গেলে গাঁজা পাবে । সকালে গাঁজা বিক্রেতাদের সঙ্গে রাস্তায় দেখা হলে অভিযোগ জানাই । বলি তোমরা গাঁজা বিক্রি কর আর আমার বাড়িতে এসে লোকজন হুমকি দিয়ে যায় । আমি তো গাঁজা বিক্রি করি না । থানায় গিয়ে আমি সব জানাব । তখন ওরা বলে থানায় গিয়ে দেখ কোন বাবা তোমাকে বাঁচায় । তারপরই আমার বাচ্চাকে কোল থেকে টেনে নিয়ে ছুড়ে ফেলে দিল । আর আমাকে মারতে শুরু করল । "

আক্রান্ত ময়না বিবি সুস্থ হয়ে উঠলেই থানায় গিয়ে ওই গাঁজা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন ।

sample description
Last Updated : Jun 7, 2019, 8:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.