ETV Bharat / state

অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল অন্তঃসত্ত্বা যুবতির পেটে লাথি মারার অভিযোগ ৷ যুবতি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

tmc-leader-kicked-a-pregnant-lady-in-burdwan
অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
author img

By

Published : Sep 8, 2020, 11:09 PM IST

বর্ধমান, 8 সেপ্টেম্বর : অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ বর্ধমানের রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাটু দেওয়ানের ডাঙাপাড়া এলাকার ঘটনা ৷ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ যদিও অভিযুক্ত তৃণমূল নেতা তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার পারিবারিক বিবাদ শুরু হলেও ৷ সেদিনের মতো ঝামেলা মিটে যায় ৷ তারপর সোমবার ফের ঝামেলা শুরু হয় ৷ সেই সময় স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি জামাল শেখ ও তার বিবি সহ অন্যরা আসে ৷ তাদের সঙ্গে ঝগড়া শুরু হয় ৷ হঠাৎ জামাল শেখ অন্তঃসত্ত্বা যুবতির পেটে লাথি মারে ৷

আরও জানা যায়, যুবতির রক্তপাত শুরু হলে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ তবে জামাল দাবি করে, ঘটনার সময় ওই এলাকায় ছিল না ৷ এ বিষয়ে রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপা বিবি বলেন, "পারিবারিক অশান্তি চলছিল ৷ খবর পেয়ে সেইসময় জামালের বিবি আসে ৷ ঝামেলা মেটাতে ৷"

তিনি আরও বলেন, "জামালও খবর পেয়ে ঘটনাস্থানে আসে ৷ আমার বোনঝিকে পেটে লাথি মারে ৷ অন্তঃসত্ত্বা ছিল ৷ সন্তান নষ্ট করে দেয় ৷ জামাল আমাকেও হুমকি দেয় ৷" বিষয়টি নিয়ে আক্রান্তের পরিবারের পক্ষ থেকে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এখনও পর্যন্ত পুলিশি হেপাজতে কাউকে নেওয়া হয়নি ৷

বর্ধমান, 8 সেপ্টেম্বর : অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ বর্ধমানের রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাটু দেওয়ানের ডাঙাপাড়া এলাকার ঘটনা ৷ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ যদিও অভিযুক্ত তৃণমূল নেতা তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার পারিবারিক বিবাদ শুরু হলেও ৷ সেদিনের মতো ঝামেলা মিটে যায় ৷ তারপর সোমবার ফের ঝামেলা শুরু হয় ৷ সেই সময় স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি জামাল শেখ ও তার বিবি সহ অন্যরা আসে ৷ তাদের সঙ্গে ঝগড়া শুরু হয় ৷ হঠাৎ জামাল শেখ অন্তঃসত্ত্বা যুবতির পেটে লাথি মারে ৷

আরও জানা যায়, যুবতির রক্তপাত শুরু হলে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ তবে জামাল দাবি করে, ঘটনার সময় ওই এলাকায় ছিল না ৷ এ বিষয়ে রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপা বিবি বলেন, "পারিবারিক অশান্তি চলছিল ৷ খবর পেয়ে সেইসময় জামালের বিবি আসে ৷ ঝামেলা মেটাতে ৷"

তিনি আরও বলেন, "জামালও খবর পেয়ে ঘটনাস্থানে আসে ৷ আমার বোনঝিকে পেটে লাথি মারে ৷ অন্তঃসত্ত্বা ছিল ৷ সন্তান নষ্ট করে দেয় ৷ জামাল আমাকেও হুমকি দেয় ৷" বিষয়টি নিয়ে আক্রান্তের পরিবারের পক্ষ থেকে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এখনও পর্যন্ত পুলিশি হেপাজতে কাউকে নেওয়া হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.