বর্ধমান, 19 জুন : "2019 সালের একটা পুরনো মামলায় উত্তর কলকাতার এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত তৃণমূল নেতাদের কথা শুনে বিজেপি নেতাদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে । এটা খুবই দুর্ভাগ্যের বিষয় । সেই সময় এপিডিআর-এর নেতৃত্বে একটা মিছিল হয়েছিল । যে মিছিল থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তোলা হয়েছিল । আমাদের কার্যকর্তারা সেই মিছিল গিয়ে আটকায় । সেই কেসে তাঁকে গ্রেফতার করা হল । এটা অত্যন্ত নিম্নমানের কাজ ।" বর্ধমানের বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার এমন কথাই বললেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumdar) ৷
আরও পড়ুন : Sukanta Majumdar: এত দিনে সৌগত বুঝেছেন এত পাপ করা ঠিক নয় ! কটাক্ষ সুকান্তর
রবিবার বর্ধমানের একটি বাইক মিছিলে যোগ দেন সুকান্ত ৷ এদিন তিনি আরও বলেন, "অগ্নিপথ একটা ভাল প্রকল্প । অথচ বিরোধী দলের উসকানিতে কিছু যুবক এই ধরনের কাজ করছে । যারা দেশের সেনাবাহিনীতে কাজ করবে তারা দেশের ট্রেন-বাস নষ্ট করবে বলে কোনওদিন মনে হয় । স্বাভাবিক এর পিছনে অন্য শক্তি আছে । রাজনৈতিক ইন্ধন আছে । উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হচ্ছে । মানুষ চার পাঁচ বছর বিভিন্ন জায়গায় কাজ করতে পারে অথচ সেনাবাহিনীতে পাঁচ বছর কাজের সুযোগ দেওয়া হচ্ছে সেইসঙ্গে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে । সেখান থেকে বেরিয়ে আসার পরে তাঁদের অগ্নিবীর সার্টিফিকেট দিয়ে সমাজে ফিরবে তখন তাদের সম্মান দেওয়া হবে । যেমন বিজেপি শাসিত রাজ্যের মধ্যে অসম সরকার ঘোষণা করেছে যারা অগ্নিবীর সার্টিফিকেট নিয়ে বেরোবে তাঁদের ব্যাটিলিয়নে যোগদানের ব্যবস্থা করা হবে । স্বাভাবিকভাবেই তারা কেউ বেকার থাকবে না । আমাদের বিরোধীরা মিথ্যে কথা বলে যুবকদেরকে বিভ্রান্ত করছে । আর কোনও দেশপ্রেমিক যারা সেনাবাহিনীতে কাজ করবে তারা দেশের সম্পত্তি নষ্ট করতে পারে ।